ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তাহলে চলেই যাচ্ছেন নেইমার?

প্রকাশিত: ০৪:২২, ৩০ জুলাই ২০১৭

তাহলে চলেই যাচ্ছেন নেইমার?

স্পোর্টস রিপোর্টার ॥ গত কয়েকদিন ধরেই আলোচনায় নেইমার। সময় যতই এগিয়ে যাচ্ছে ততই সমৃদ্ধ হচ্ছে বার্সিলোনা ছেড়ে ব্রাজিলিয়ান স্ট্রাইকারের প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) যাওয়ার গুঞ্জন। যদিওবা এখন পর্যন্ত নিশ্চিত করে কেউ বলতে পারছেন না কিছুই। তবে এই গুঞ্জনের মধ্যেই ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার আগে সতীর্থের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে বার্সা ছাড়ার বিষয়টিকে আরও এগিয়ে সাবেক সান্তোস তারকা। আর বিভিন্ন প্রতিবেদনে পাওয়া তত্ত্বের ভিত্তিতে সর্বশেষ খবর হলো বার্সিলোনার সমর্থকদের কাঁদিয়ে শেষ পর্যন্ত পিএসজিতেই যাচ্ছেন নেইমার। মেট্রো.কমের খবর, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্যারিসের ক্লাব পিএসজিতেই চলে যাচ্ছেন নেইমার। আগামী সোম ও মঙ্গলবারের মধ্যেই ৫ বছরের চুক্তিতে ক্লাবটিতে নাম লেখাতে যাচ্ছেন তিনি। নেইমারকে টানতে বিপুল পরিমাণ অর্থের সঙ্গে সামঞ্জস্য আনতে ক্লাবটি ছেড়ে দিতে পারেন দুই একজনকে। যাদের মধ্যে রয়েছেন আর্জেন্টিনার এ্যাঞ্জেলা ডি মারিয়া, ফ্রান্সের ব্লাইজ মাতুইদি এবং ব্রাজিলের লুকাস মুয়ারাকে। অন্যদিকে নেইমারের পরিবর্তে বার্সিলোনাও তাদের বিকল্প হিসেবে হাত বাড়িয়েছেন লিভারপুলের ব্রাজিলিয়ান তারকা ফিলিপি কুতিনহো, চেলসির বেলজিয়ান তারকা ইডেন হ্যাজার্ড ও টটেমহ্যামের ইংলিশ মিডফিল্ডার ডেলি আলির দিকে। তবে শেষ পর্যন্ত যদি চলেই যান নেইমার তবে আক্ষেপ থাকবে কাতালান ভক্তদের। কারণ দারুণ ফর্মে থাকা নেইমার চলমান ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে বার্সিলোনার টানা দুই ম্যাচেরই জয়ের নায়ক ছিলেন এই ব্রাজিলিয়ান। নেইমারের বার্সিলোনায় থাকার ব্যাপারে গত সপ্তাহেও দারুণ আত্মবিশ্বাসী ছিলেন জেরার্ড পিকে। কিন্তু এই মুহূর্তে সংশয়ে স্প্যানিশ ডিফেন্ডারও। তার মতে, এখনও সিদ্ধান্ত নেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কি করবেন নেইমার নিজেও জানেন না। এ প্রসঙ্গে পিকে বলেন, ‘নেইমার ও আমি খুব ঘনিষ্ঠ। আমি চাই সে থাকুক এবং আমি পরিস্থিতি সম্পর্কে জানি। এই মুহূর্তে সে জানে না কি করতে হবে। আমরা তাকে সাহায্য করার চেষ্টা করছি।’ গত রবিবার ফেসবুক ও টুইটারে নেইমারের সঙ্গে একটি ছবি দিয়ে পিকে লিখেছিলেন, ‘সে থাকছে’। এতে অনেকের মনে ধারণা জন্মে, পিএসজির প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন নেইমার। পরে অবশ্য এই স্প্যানিশ ডিফেন্ডার জানান, এমনটা তার মনে হয়েছিল। আর এবার জানালেন, সতীর্থকে এখানে থেকে যেতে কিছুটা জোর দেয়ার জন্য টুইটটা করেছিলেন তিনি। তার মতে, ‘আমরা দেখব। টুইটটা ছিল তাকে থেকে যেতে চাপ দেয়ার জন্য। আমি চাই সে থাকুক।’ পিকে বলেন, ‘সে কি চায়, এটা তার ওপর নির্ভর করছে। সে বিশ্বের সব ক্লাবে খেলতে পারে। সে প্যারিস, বার্সিলোনা, চেলসি অথবা সিটিতে খেলতে পারে। সব ক্লাবই তাকে চাইবে। এটা আপনার কাছে অগ্রাধিকারের বিষয়। আপনি কি চান? আপনি আরও অর্থ চান? আপনি কি শিরোপা জিততে চান?’ এতদিন বার্সিলোনার সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউও বলে আসছিলেন কোথাও যাচ্ছেন না নেইমার। তবে এবার সিদ্ধান্তের ভারটা খেলোয়াড়ের ওপরই ছেড়ে দিলেন তিনি। এ বিষয়ে বার্তোমেউ বলেন, ‘নেইমার আমাদের অন্যতম সেরা খেলোয়াড়। তাই আমরা তাকে হারাতে চাই না। আমরা চাই সে এখানে খেলা চালিয়ে যাক, আমাদের সঙ্গে থাকুক। চুক্তিতে তার এখনও চার বছর বাকি আছে; তাই আর কিছু বলার নেই। খেলোয়াড়রাই সিদ্ধান্ত নেয় তারা যেতে চায় কি-না। তারা সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু বার্সিলোনার দিক থেকে আমরা তাকে চাই এবং তাকে আমাদের প্রয়োজন। কারণ আমরা যদি জিততে চাই তাহলে সম্ভাব্য সেরা খেলোয়াড়দের আমাদের দরকার।’ এদিকে গুঞ্জন শুরুর পর থেকেই সংবাদ মাধ্যম এড়িয়ে চলেছেন সাবেক সান্তোসের তারকা ফুটবলার নেইমার। শুক্রবার নীরবতা ভেঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। আমেরিকান ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান নাইকির ইভেন্টে। সেখানেই এক প্রশ্নের জবাবে নেইমার বলেন, ‘খুব ভাল অনুভব করছি।’ প্রশ্ন এসেছিল প্যারিসের ক্লাব পিএসজিতে যাওয়ার প্রসঙ্গেও। কিন্তু সে বিষয়ে মুখ খুলেননি নেইমার। তবে বার্সিলোনার ব্রাজিলিয়ান তারকা জানিয়েছেন, ‘অনেক গোল করতে চাই।’ যদিও বা কোন্ জার্সি পরে গোল করবেন তা গোপন রাখলেন ২৫ বছর বয়সী এই তারকা ফুটবলার।
×