ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাস্টার্স ক্রিকেট কার্নিভ্যালের ফাইনাল আজ

প্রকাশিত: ০৬:৪৫, ২৯ জুলাই ২০১৭

মাস্টার্স ক্রিকেট কার্নিভ্যালের ফাইনাল আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভ্যাল শেষ হচ্ছে আজ। ফাইনাল ম্যাচ দিয়ে এ আয়োজন শেষ হবে। সকালে ফাইনাল ম্যাচটিতে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অলস্টারস মাস্টার্স ও রাজশাহী মাস্টার্স মুখোমুখি হবে। শুক্রবার কার্নিভ্যালের প্রথম সেমিফাইনালে জিতে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে খালেদ মাসুদ পাইলটের একমি রাজশাহী মাস্টার্স। তারা খুলনা মাস্টার্সকে ৩ রানে হারিয়েছে। আগে ব্যাট করে রাজশাহী ৯২ রানের অল্প সংগ্রহ গড়ে। ৯৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮৯ রানের বেশি করতে পারেনি হাবিবুল বাশার সুমনের দল খুলনা মাস্টার্স। গ্রুপপর্বের দুই ম্যাচের পর সেমিফাইনালেও জিতেছে রাজশাহী মাস্টার্স। টানা তিন ম্যাচ জিতে শিরোপা জয়ের মঞ্চে হাজির হয়েছে রাজশাহী মাস্টার্স। দ্বিতীয় সেমিফাইনালে বসুন্ধরা ঢাকা বিভাগ মাস্টার্সকে ১৬ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে হাসিবুল হোসেন শান্তর দল অলস্টারস মাস্টার্স। আগে ব্যাট করে নির্ধারিত ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৩ রান করে অলস্টারস মাস্টার্স। জবাবে ১৪.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৭ রানের বেশি করতে পারেনি বসুন্ধরা ঢাকা বিভাগ। ঢাকা বিভাগের জয়ের সব সম্ভাবনা শেষ করে দেন তালহা যুবায়ের। তিনি হ্যাটট্রিক করেন।
×