ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আপাতত এক বছরের জন্য লীগের টাইটেল স্পন্সর এসপিবি, ২৮ জুলাই লীগ শুরু, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রামে আপাতত খেলা হবে না

বিপিএল ফুটবল পেল নতুন স্পন্সর

প্রকাশিত: ০৭:৫৬, ২৬ জুলাই ২০১৭

বিপিএল ফুটবল পেল নতুন স্পন্সর

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন রূপে, নতুন আঙ্গিকে, নতুন স্বপ্ন নিয়ে গত মৌসুমের লীগ যেভাবে শুরু হয়েছিল নতুন মৌসুমে তার অনেকটাই যেন জৌলুস হারিয়ে ফেলেছে। কারণ একাধিকÑ স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে নানা বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মতবিরোধ, লীগ ৪৭ দিন পিছিয়ে দেয়া, ভেন্যু কমে যাওয়া, বাফুফের বর্ষপঞ্জিকার তারিখ অনুযায়ী কাজ করতে না পারা ...। যদিও বিষয়গুলো স্বীকার করেনি বাফুফে। সংশয় ছিল স্পন্সররা হয়তো পিছুটান দেবে এবং আবারও পেছাবে লীগ শুরুর তারিখ। কিন্তু সব সংশয়ের অবসান ঘটিয়ে পূর্ব নির্ধারিত আগামী ২৮ জুলাই থেকেই মাঠে গড়াচ্ছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) দশম আসর। গত মৌসুমের লীগের স্পন্সর জাজ ভুঁইয়া এবার নেই। তাদের জায়গায় এসেছে সাইফ পাওয়ার ব্যাটারি। তারাই আসন্ন লীগের টাইটেল স্পন্সর। বাফুফের সঙ্গে গাঁটছড়া বাঁধতে তারা মঙ্গলবার এক মৌসুমের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। এই লীগ আয়োজনে তারা বাফুফেকে দেবে দেড় কোটি টাকা। এবারের লীগে বাফুফে অংশগ্রহণকারী ১২ দলের প্রত্যেককে দেবে ১০ লাখ টাকা অংশগ্রহণ ফি এবং চট্টগ্রামে খেলতে গেলে দলগুলোকে দেবে আরও দুই লাখ টাকা করে। এছাড়া লীগের চ্যাম্পিয়ন দল পাবে ২০ লাখ টাকা। আর রানার্সআপ দল পাবে ১০ লাখ টাকা। গত লীগে ঢাকাসহ মোট ভেন্যু ছিল ৬টি। এবার ভেন্যু কমেছে। খেলা হবে ঢাকা এবং চট্টগ্রামে। নতুন নিয়ম অনুযায়ী এই দুই ভেন্যুতেই প্রতিদিন একই সময়ে একযোগে খেলা শুরু হওয়ার কথা থাকলেও সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাফুফের পেশাদার লীগ কমিটি। ভারিবর্ষণ এবং বিরূপ আবহাওয়ার কারণে আপাতত চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে খেলা হবে না। খেলা চলবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। প্রতিদিন দুটি করে খেলা অনুষ্ঠিত হবে বিকেল ৫টায় এবং সন্ধ্যা ৭টায়। খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে মিডিয়া পার্টনার যুক্তরাজ্যভিত্তিক বাংলা টিভি। ফলে বাংলাদেশ ছাড়াও বিপিএলের খেলাগুলো দেখার সুযোগ পাবে ইউরোপের বিভিন্ন দেশের বাংলাভাষী ফুটবলপ্রেমী দর্শকরা। বাংলাদেশে বর্তমানে যে ফুটবল লীগ হয় সেটা তেমন আকর্ষণীয় হয় না। দর্শকরাও ঠিকমতো মাঠে আসে না। কিন্তু পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এই প্রথা ভাঙতে চায়। সেই লক্ষ্যে সাইফ গ্লোবাল স্পোর্টস (এসজিএস) গত বছর ৫ বছরের জন্য বিপিএলের স্বত্ব কিনে নেয়। বার্ষিক ৪ কোটি টাকাসহ মোট ২০ কোটি টাকায় প্রতিষ্ঠানটি এ স্বত্ব কিনে নেয়। এই চুক্তি বহাল আছে এখনও। কিন্তু বার্ষিক চার কোটি টাকার অঙ্কটা এবার কমে দেড় কোটিতে এসে ঠেকেছে। এর কারণ ভেন্যুর সংখ্যা কমে যাওয়া। স্পোর্টস রিপোর্টার ॥ নতুন রূপে, নতুন আঙ্গিকে, নতুন স্বপ্ন নিয়ে গত মৌসুমের লীগ যেভাবে শুরু হয়েছিল নতুন মৌসুমে তার অনেকটাই যেন জৌলুস হারিয়ে ফেলেছে। কারণ একাধিকÑ স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে নানা বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মতবিরোধ, লীগ ৪৭ দিন পিছিয়ে দেয়া, ভেন্যু কমে যাওয়া, বাফুফের বর্ষপঞ্জিকার তারিখ অনুযায়ী কাজ করতে না পারা ...। যদিও বিষয়গুলো স্বীকার করেনি বাফুফে। সংশয় ছিল স্পন্সররা হয়তো পিছুটান দেবে এবং আবারও পেছাবে লীগ শুরুর তারিখ। কিন্তু সব সংশয়ের অবসান ঘটিয়ে পূর্ব নির্ধারিত আগামী ২৮ জুলাই থেকেই মাঠে গড়াচ্ছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) দশম আসর। গত মৌসুমের লীগের স্পন্সর জাজ ভুঁইয়া এবার নেই। তাদের জায়গায় এসেছে সাইফ পাওয়ার ব্যাটারি। তারাই আসন্ন লীগের টাইটেল স্পন্সর। বাফুফের সঙ্গে গাঁটছড়া বাঁধতে তারা মঙ্গলবার এক মৌসুমের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। এই লীগ আয়োজনে তারা বাফুফেকে দেবে দেড় কোটি টাকা। এবারের লীগে বাফুফে অংশগ্রহণকারী ১২ দলের প্রত্যেককে দেবে ১০ লাখ টাকা অংশগ্রহণ ফি এবং চট্টগ্রামে খেলতে গেলে দলগুলোকে দেবে আরও দুই লাখ টাকা করে। এছাড়া লীগের চ্যাম্পিয়ন দল পাবে ২০ লাখ টাকা। আর রানার্সআপ দল পাবে ১০ লাখ টাকা। গত লীগে ঢাকাসহ মোট ভেন্যু ছিল ৬টি। এবার ভেন্যু কমেছে। খেলা হবে ঢাকা এবং চট্টগ্রামে। নতুন নিয়ম অনুযায়ী এই দুই ভেন্যুতেই প্রতিদিন একই সময়ে একযোগে খেলা শুরু হওয়ার কথা থাকলেও সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাফুফের পেশাদার লীগ কমিটি। ভারিবর্ষণ এবং বিরূপ আবহাওয়ার কারণে আপাতত চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে খেলা হবে না। খেলা চলবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। প্রতিদিন দুটি করে খেলা অনুষ্ঠিত হবে বিকেল ৫টায় এবং সন্ধ্যা ৭টায়। খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে মিডিয়া পার্টনার যুক্তরাজ্যভিত্তিক বাংলা টিভি। ফলে বাংলাদেশ ছাড়াও বিপিএলের খেলাগুলো দেখার সুযোগ পাবে ইউরোপের বিভিন্ন দেশের বাংলাভাষী ফুটবলপ্রেমী দর্শকরা। বাংলাদেশে বর্তমানে যে ফুটবল লীগ হয় সেটা তেমন আকর্ষণীয় হয় না। দর্শকরাও ঠিকমতো মাঠে আসে না। কিন্তু পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এই প্রথা ভাঙতে চায়। সেই লক্ষ্যে সাইফ গ্লোবাল স্পোর্টস (এসজিএস) গত বছর ৫ বছরের জন্য বিপিএলের স্বত্ব কিনে নেয়। বার্ষিক ৪ কোটি টাকাসহ মোট ২০ কোটি টাকায় প্রতিষ্ঠানটি এ স্বত্ব কিনে নেয়। এই চুক্তি বহাল আছে এখনও। কিন্তু বার্ষিক চার কোটি টাকার অঙ্কটা এবার কমে দেড় কোটিতে এসে ঠেকেছে। এর কারণ ভেন্যুর সংখ্যা কমে যাওয়া।
×