ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ফের রেকর্ড গড়েছে ভারতের পুঁজিবাজার

প্রকাশিত: ০৪:০৪, ২৫ জুলাই ২০১৭

ফের রেকর্ড গড়েছে ভারতের পুঁজিবাজার

অর্থনৈতিক রিপোর্টার ॥ ফের রেকর্ড গড়েছে ভারতের পুঁজিবাজার। সোমবার বোম্বে স্টক এক্সচেঞ্জে সেনসেক্স সূচক আরও ২১৬ পয়েন্ট বেড়ে ৩২ হাজার ২৪৫ পয়েন্টে অবস্থান করে। এর আগের কার্যদিবসে অবশ্য ৩২ হাজারের ঘর অতিক্রম করে সূচকটি। তবে এদিন নিফটি সূচক বাড়লেও ১০ হাজারের বেঞ্চমার্ক ছুঁতে পারেনি। ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, লেনদেনের একপর্যায়ে সোমবার সেনসেক্স সূচক ৩২ হাজার ৩২০ পয়েন্ট পর্যন্ত উঠেছিল। তবে সর্বশেষ ৩২ হাজার ২৪৫ পয়েন্টে লেনদেন শেষ করে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের বাজারে বিদেশী বিনিয়োগের ক্রমবর্ধমান প্রবাহের কারণে এটি হচ্ছে, যার ফলে বিশ্ব পুঁজিবাজার দুর্বল অবস্থানে থাকলেও তা ভারতকে আঘাত করতে পারছে না। শুক্রবার বিশ্ব পুঁজিবাজারে মিশ্র অবস্থা বিরাজ করলেও তাতে ভারতের পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়েনি। বাজার সংশোধন হওয়ার পরিবর্তে উল্টো সূচক বেড়ে যায়। এদিকে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এইচডিএফসি ব্যাংক ও ভোগ্যপণ্যের কিছু কোম্পানির প্রান্তিক প্রতিবেদন ইতিবাচক হওয়ায় বাজারে তার ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করা হচ্ছে। অকারণে দর বাড়ছে হাক্কানীর অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ার দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোন তথ্য নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানি হাক্কানী পাল্প এ্যান্ড পেপার লিমিটেডের পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই রবিবার নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনরকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে। বিশ্লেষণে দেখা যায়, গত কয়েক কার্যদিবস কোম্পানিটির শেয়ার দর বেড়ে চলেছে। গত ১২ জুলাই শেয়ারটির দর ৫৫.৪০ টাকা থেকে বেড়ে সর্বশেষ ৬৪.৫০ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে।
×