ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টম্পসনের রাবাত জয়

প্রকাশিত: ০৬:২৫, ২১ জুলাই ২০১৭

টম্পসনের রাবাত জয়

স্পোর্টস রিপোর্টার ॥ জয়ের রথে রাশ টেনে ধরতে পারছে না আর কেউ। দুর্দান্ত গতিতে এগিয়েই চলেছেন এলেইন টম্পসন। ডায়মন্ড লীগ মিটগুলোতে টানা জয়ে আগামী মাসে অনুষ্ঠিতব্য বিশ্বচ্যাম্পিয়নশিপসে প্রতিপক্ষদের জন্য আগেভাগেই কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছেন তিনি। সব প্রতিযোগীকে আরও নিজেদের পর্যায়টাকে উন্নীত করতে হবে সেটাও বুঝিয়ে দিচ্ছেন ভালভাবে। এবার তিনি রাবাতেও ১০০ মিটারে জয় তুলে নিয়েছেন। আর অলিম্পিক পোলভল্ট চ্যাম্পিয়ন ব্রাজিলের থিয়াগো ব্রাজ এখনও নিজেকে ইনজুরির ধকল থেকে কাটিয়ে ওঠার চেষ্টায় আছেন। ব্রাজিলের অলিম্পিক স্বর্ণজয়ী পোলভল্টার ব্রাজ গত এক মাস ধরেই সবধরনের প্রতিযোগিতার বাইরে ছিলেন। হাঁটুর ইনজুরির কারণে তাকে সরে থাকতে হয়েছিল। তবে ফিরে এসেছেন আবার। রিও অলিম্পিকে সবার দৃষ্টি কেড়েছিলেন। কিন্তু এদিন তিনবারের প্রচেষ্টাতেও ৫.৪০ মিটার পেরোতে পারেননি। লন্ডন বিশ্ব আসর এগিয়ে আসছে, তার এই ব্যর্থতা ভাল কিছু করার ক্ষেত্রে বড় ধরনের শঙ্কার সৃষ্টি করেছে। তবে ব্রাজ ব্যর্থ হলেও ডাবল অলিম্পিক চ্যাম্পিয়ন জ্যামাইকান গতি সম্রাজ্ঞী টম্পসন ঠিকই আগের মতো নিজেকে মেলে ধরেছেন। এবার তিনি ১০০ মিটার পেরিয়েছেন ১০.৮৭ সেকেন্ড টাইমিংয়ে। যদিও মৌসুমের সেরা টাইমিং ১০.৭১ সেকেন্ড। আর সেটি তিনি গত বছর নিজদেশে কিংস্টন জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে গড়েছিলেন। সেটা থেকে এবার সময়টা বেশিই নিয়েছেন। তার পেছনে ছিলেন এদিন আইভোরি কোস্টের ম্যারি জোসি টা লুই ১০.৯০ সেকেন্ড সময় নিয়ে। সদ্য সমাপ্ত প্যারিস ডায়মন্ড লীগেও প্রথম এবং দ্বিতীয় অবস্থান ছিল এ দু’জনের। ত্রিনিদাদ ও টোবাগোর মাইকেল লি আহে ১১.০২ সেকেন্ডে ব্রোঞ্জ জয় করেন। ডায়মন্ড লীগের এসব ফলাফল লন্ডন অলিম্পিকে এলেইনকে চ্যালেঞ্জ করার মতো স্প্রিন্টারের সংখ্যা বাড়ছে। কিন্তু নিজেকে নিয়েই ভাবছেন এ জ্যামাইকান গতি মানবী। এ বিষয়ে জয়ের পর তিনি বলেন, ‘আমার রেস বেশ চমৎকারভাবেই এগিয়ে যাচ্ছে। আমি এখন এমন এক পর্যায়ে আছি যেখানে আমি থাকতে চেয়েছিলাম। এখন আমি লন্ডন বিশ্বচ্যাম্পিয়নশিপসের দিকে মনোযোগী।’ পুরুষদের ১০০ মিটারে ব্রিটেনের চিজিনদু উজাহ ৯.৯৮ সেকেন্ড টাইমিংয়ে স্বর্ণ জয় করেন। আইভোরি কোস্টের বেন ইউসেফ মেইতে ১০.০১ সেকেন্ড সময় নিয়ে ছিলেন দ্বিতীয় অবস্থানে। জয়ের আনন্দে উৎফুল্ল উজাহ বলেন, ‘আমি আশা করছি লন্ডনে আমি বিশেষ কিছু করতে পারব।’ তিনি জ্যামাইকান স্প্রিন্ট কিংবদন্তি উসাইন বোল্টের বিরুদ্ধে নামার জন্য মুখিয়ে আছেন। কানাডার আন্দ্রে ডি গ্রাসিকে বোল্টের উত্তরসূরি ভাবা হচ্ছে। আর তিনি সেটার প্রমাণও দিয়ে যাচ্ছেন। ২০০ মিটারে জিতেছেন ২০.০৩ সেকেন্ড টাইমিংয়ে। মার্কিন স্প্রিন্টার আমির ওয়েব দ্বিতীয় হন ২০.১৮ সেকেন্ড এবং ব্রিটেনের ঝারনেল হিউজেস ২০.২২ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন। ডি গ্রাসি জয়ের পর বলেন, ‘আমি বাঁকের কাছে গিয়ে গতি বাড়িয়ে দিয়েছিলাম। কারণ আজ বেশ ভালভাবে শেষ করতে চেয়েছিলাম যাতে অনেকখানি ভারমুক্ত থাকা যায়। বিশ্ব আসরের জন্য এটাকে ভাল প্রস্তুতি হিসেবে নিয়েছিলাম এবং আমার চাওয়া মোতাবেকই হয়েছে সবকিছু।’
×