ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জিমি ফেরায় স্বস্তি কোচ হারুনের

প্রকাশিত: ০৬:২০, ১৮ জুলাই ২০১৭

জিমি ফেরায় স্বস্তি কোচ হারুনের

স্পোর্টস রিপোর্টার ॥ অনেক বিতর্ক শেষে অনুশীলনে যোগ দিয়েছেন রাসেল মাহমুদ জিমি। বিতর্ক পেছনে ফেলে শুধু খেলাতেই মনোযোগ দিতে চান দেশসেরা এই ফরোয়ার্ড। এশিয়া কাপে শীর্ষ ছয়ের মধ্যে থাকার পরিকল্পনা তার। জিমির অন্তর্ভুক্তি দলকে অনুপ্রাণিত করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় হকি দলের কোচ মাহবুব হারুনের। দেশসেরা ফরোয়ার্ড সন্দেহ নেই। বাংলাদেশের অনেক সাফল্যের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। কিন্তু মাঠের ভেতর ও মাঠের বাইরের বিতর্কে বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছেন জিমি। শৃঙ্খলাজনিত কারণে কয়েক বছরের ক্যারিয়ারে নিষিদ্ধ হয়েছেন একাধিকবার। সর্বশেষ ওয়ার্ল্ড হকি লীগের দ্বিতীয় রাউন্ড শেষে কর্মকর্তা-কোচকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে আবারও মাঠের বাইরে চলে যান জিমি। কিন্তু এশিয়া কাপকে সামনে রেখে নাম্বার সেভেনকে হারাতে চায়নি ফেডারেশন। তাইতো আবারও জাতীয় দলে ফিরেছেন জিমি। তাকে পেয়ে স্বস্তিতে টিম ম্যানেজমেন্ট। কোচ বলেছেন পরীক্ষিত জিমির অন্তর্ভুক্তিতে টিমের আবহ বদলেছে। মাঝখানের বিরতির সময়টা জিমি কাজে লাগিয়েছেন জার্মানির স্থানীয় লীগে খেলে। বাকি ঘাটতি অনুশীলন ক্যাম্পে পুষিয়ে নেবার পরিকল্পনা তার। বিজয়ের পরিবর্তে ধাওয়ান স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে ডানহাতি ওপেনার মুরালি বিজয়ের পরিবর্তে ভারত স্কোয়াডে ডাক পেলেন বাঁহাতি ওপেনার শিখর ধাওয়ান। ডান হাতের কবজির ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বিজয়। সোমবার এক বিবৃতিতে বিসিসিআই জানায়, ‘অস্ট্রেলিয়া সিরিজে ডান হাতের কবজির ইনজুরিতে পড়েন বিজয়। সুস্থ হয়ে ওঠায় তাকে শ্রীলঙ্কার সফরে বিবেচনা করা হয়েছে। কিন্তু প্রস্তুতি ম্যাচে ডানহাতের কবজিতে ব্যথা অনুভব করেছেন তিনি। তাই বিসিসিআই মেডিক্যাল দল বিজয়কে আবারও পুনর্বাসন প্রোগামে পাঠিয়েছে।’ একসময় ভারতীয় দলের নিয়মিত ওপেনার ছিলেন ধাওয়ান। হাতের ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েন তিনি। ২০১৬ সালে কলকাতায় নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলার সময়ই হাতের ইনজুরিতে পড়েছিলেন ধাওয়ান। ভারতের হয়ে এখন পর্যন্ত ২৩টি টেস্টে ১৪৬৪ রান করেছেন তিনি। আসন্ন সফরে ৩টি টেস্ট, ৫টি ওয়ানডে ও ১টি টি২০ ম্যাচ খেলবে ভারত। অচিরেই জাতীয় দলে বিদেশী কোচ এশিয়া কাপ কাবাডি স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়া কাপ কাবাডিকে সামনে রেখে খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের জন্য শীঘ্রই বিদেশী কোচ নিয়োগ দেয়া হবে। গ্রাম-বাংলার সবচেয়ে জনপ্রিয় খেলা কাবাডি। সময়ের বিবর্তনে আবেদন হারিয়েছে এই বাংলার প্রাণের খেলাটি। যার কারণে বৈশ্বিক প্রতিযোগিতায়ও লাল-সবুজের দলটিকে দেখা যায় না কোন ভাল অবস্থানে। গত কাবাডি বিশ্বকাপে অবশ্য কিছুটা চমক দেখিয়েছিল বাংলাদেশ। দক্ষিণ কোরিয়ার কাছে অনাকাক্সিক্ষত হার এড়াতে পারলে হয়তো রচনা হতো ভিন্ন গল্প। তবে এবার লক্ষ্য বহুদূর। গতবার এশিয়া কাপ কাবাডিতে অংশ না নিলেও এবার অংশ নিচ্ছে সেই প্রতিযোগিতায়।
×