ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনুশীলনে ফিরতে ১০ দিন লাগবে সাকিবের

প্রকাশিত: ০৬:২০, ১৮ জুলাই ২০১৭

অনুশীলনে ফিরতে ১০ দিন লাগবে সাকিবের

স্পোর্টস রিপোর্টার ॥ একটি ছোট্ট দুর্ঘটনা। অন্যমনস্ক সাকিব আল হাসান সিঁড়ি থেকে পড়ে গিয়ে বাঁ পায়ের গোড়ালিতে ব্যথা পান বিশ্বসেরা অলরাউন্ডার। তবে পরীক্ষার পর দেখা গেছে মারাত্মক কিছু হয়নি। কিছুদিন পর্যবেক্ষণে থেকে সতর্কভাবে পরিচর্যা করলেই সেরে উঠবেন। এ কারণে সোমবারই তিনি জিমে হাল্কা ব্যায়াম করেছেন ক্রিকেটারদের সঙ্গে। তবে অনুশীলনের মূল প্রোগ্রামে ফেরার জন্য আরও সময় লাগবে। পুরোপুরি ইনজুরিটা কাটিয়ে উঠতে লাগবে ১০ দিন। অবশ্য আর দুয়েকদিনের মধ্যে আরও কিছু বাড়তি কাজ জিমনেশিয়ামে করতে পারবেন তিনি। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহকারী চিকিৎসক মনিরুল আমিন। আর ইনজুরি থেকে সেরে ওঠার পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা পেসার রুবেল হোসেন দ্রুতই ফেরার পথে রয়েছেন বলে জানিয়েছেন তিনি। গত শুক্রবার সাকিব সিঁড়ি বেয়ে ওঠার সময় পায়ে আঘাত পেয়েছিলেন। গোড়ালিতে ব্যথা পাওয়ায় বিসিবি চিকিৎসক ব্যান্ডেজ বেঁধে দিয়েছিলেন। ৪৮ ঘণ্টা ছিলেন পর্যবেক্ষণে। এরপর সোমবারই জিমে আসেন তিনি, করেন হাল্কা ব্যায়াম। সাইক্লিংও করেছেন। তবে পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে আরও ১০ দিন। এ বিষয়ে মনিরুল আমিন বলেন, ‘সাকিব বাম পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছেন। ওখানে দুই-একটা লিগামেন্টে ইনজুরি হয়েছে। যেটা গ্রেড ওয়ান মাত্রার। তবে খুবই সাধারণ ইনজুরি। তাই আমরা তাকে রিহ্যাব প্রোগ্রামে রেখেছি। গত দুদিনে অনেক উন্নতি হয়েছে, ফুলে যাওয়া কমে গেছে।’ এই চিকিৎসক আরও জানিয়েছেন, দুই-একদিনের মধ্যে সাকিব পুরোপুরি ওয়ার্মআপ (আপার বডি এক্সারসাইজ এবং লোয়ার বডি সাইক্লিং) শুরু করবেন। ইনজুরির দিন থেকে পুরোপুরি সেরে উঠতে সাকিবের সময় লাগবে ১০ দিন। তখনই চলমান অনুশীলন ক্যাম্পে পুরো সময় থাকতে পারবেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের ইনজুরিটা সাধারণ মানের হওয়াতে একটি দুঃশ্চিন্তা শেষ হয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে ২৪ জুলাই থেকে আগের মতোই সার্বিক অনুশীলন করবেন তিনি।
×