ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৯তম গ্র্যান্ডসøাম জয়ের পর জানালেন সুইজারল্যান্ডের জীবন্ত কিংবদন্তি

চল্লিশেও খেলবেন ফেদেরার

প্রকাশিত: ০৬:১৭, ১৮ জুলাই ২০১৭

চল্লিশেও খেলবেন ফেদেরার

স্পোর্টস রিপোর্টার ॥ আরও একবার নিজের জাত চেনালেন রজার ফেদেরার। রবিবার ক্রোয়েশিয়ার মারিন চিলিচকে পরাজিত করে উইম্বলডন জয়ের স্বাদ পান তিনি। সেইসঙ্গে রেকর্ড অষ্টমবারের মতো উইম্বলডনের শিরোপা নিজের শোকেসে তোলেন ফেড এক্সপ্রেস। তবে এখানেই থেমে যেতে নারাজ আগামী মাসেই ছত্রিশে পা রাখতে যাওয়া এই টেনিস তারকা। জানালেন, ৪০ বছর বয়স পর্যন্ত খেলা চালিয়ে যেতে চান তিনি। টেনিসের উন্মুক্তযুগে নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করতে চান সুইজারল্যান্ডের এই জীবন্ত কিংবদন্তি। মারিন চিলিচকে হারিয়ে সংবাদ সম্মেলনে রজার ফেদেরার বলেন, ‘হ্যাঁ, আপনারা এটা ধরেই নিতে পারেন। শরীর যদি অনুমতি দেয় এবং সবকিছু সঠিকভাবে এগিয়ে যায় তাহলে আমি ৪০ বছর পর্যন্তই খেলা চালিয়ে যেতে চাই।’ ফেদেরারের বর্তমান বয়স ৩৫। আগামী ৮ আগস্ট ছত্রিশ পূর্ণ হবে তার। কিন্তু এ বয়সেও টেনিস কোর্টে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন তিনি। মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হন চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে পরাজিত করে। শুধু তাই নয়, ইন্ডিয়ান ওয়েলস এবং মিয়ামি মাস্টার্সে ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের রেকর্ডও গড়েন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট উইম্বলডনেও শুরু থেকে দুর্দান্ত খেলে ফাইনালে জায়গা করে নেন তিনি। আর শিরোপা জয়ের লড়াইয়েও তো কোন পাত্তা দিলেন না চিলিচকে। এমন পারফর্মেন্সে বিস্মিত ফেদেরার নিজেও। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বছরটা যেভাবে চলছে তাতে আমি অবিশ্বাস্যভাবে বিস্মিত! কোর্টে এতো ভাল খেলতে পারছি যে তাতেও বিস্মিত না হয়ে পারি না। কঠিন পরিস্থিতিও সামাল দিতে পারছি খুব ভালভাবে। আমি যদি বলতাম যে, এ বছরে দুটি গ্র্যান্ডসøাম জিতব তাহলে মানুষ বিশ্বাস করতো না বরং আমাকে নিয়ে তারা হাসাহাসি করতো। এ বছর দুটি গ্র্যান্ডসøাম জিতব বললে আমি নিজেই তো বিশ্বাস করতে পারতাম না।’ ফেদেরারের সাফল্যের সূচনা হয়েছিল উইম্বলডন থেকেই। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার মার্ক ফিলিপোসিসকে ৭-৬, ৬-২, ৭-৬ গেমে পরাজিত করে ক্যারিয়ারের প্রথম উইম্বলডনের পাশাপাশি প্রথম গ্র্যান্ডসøাম শিরোপা জয়ের স্বাদ পান তিনি। এর আগে কোন মেজর টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের বেশি খেলতে পারেননি। ওই বছরের শুরুতে সাবেক কোচ পিটার কার্টার দক্ষিণ আফ্রিকায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় শিরোপাটি কোচকেই উৎস্বর্গ করেছিলেন তিনি। ফাইনাল শেষে ফেদেরার বলেছিলেন, ‘এটা অনেক বড় একটি স্বস্তি। কারণ সবদিক থেকেই আমার ওপর চাপ ছিল। বিশেষ করে গ্র্যান্ডসøামে ভাল করার একটা তাগিদ অনুভব করছিলাম। আমার ক্যারিয়ারে পিটার অন্যতম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন। তিনি বেঁচে থাকলে এই উদযাপনটাই অন্যরকম হতো। আশা করছি, তিনি যেখানেই আছেন সেখান থেকেই আমাকে দেখছেন।’ ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের এ্যান্ডি রডিককে ৪-৬, ৭-৫, ৭-৬, ৬-৪ গেমে পরাজিত করে নিজের উইম্বলডন শিরোপা ধরে রাখতে বেশ সফলই ছিলেন ফেদেরার। এর মাধ্যমে ঘাসের কোর্টে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান এই সুইস তারকা। ২০০৫ সালে আবারও এ্যান্ডি রডিককে ৬-২, ৭-৬, ৬-৪ গেমে পরাজিত করে শিরোপা জেতেন ফেড এক্সপ্রেস। সেইসঙ্গে পিট সাম্প্রাস ও বিওন বর্গের পরে তৃতীয় খেলোয়াড় হিসেবে পরপর তিনটি উইম্বলডনের শিরোপা জয়ের কৃতিত্ব দেখান তিনি। আর টানা দ্বিতীয়বারের মতো এ্যান্ডি রডিককে ফাইনালে পরাস্ত হতে হয়। ২০০৬ সালে স্প্যানিশ তারকা রাফায়েল নাদালকে ৬-০, ৭-৬, ৬-৭, ৬-৩ গেমে পরাজিত করে শিরোপা জেতেন ফেদেরার। সেইসঙ্গে ক্যারিয়ারের অষ্টম গ্র্যান্ডসøাম শিরোপা জয় করেন তিনি। ২০০৭ সালে আবারও রাফায়েল নাদালকে ৭-৬, ৪-৬, ৭-৬, ২-৬, ৬-২ গেমে পরাজিত করে চ্যাম্পিয়ন হন সুইস তারকা। তিন ঘণ্টা ৪৫ মিনিটের দীর্ঘ লড়াইয়ের পর নাদালকে টানা দ্বিতীয়বারের মতো পরাজিত করে শিরোপা জয় করেন ফেদেরার। ঘাসের কোর্টে এটি ছিল তার টানা ৫৪তম ম্যাচ জয়। সেইসঙ্গে টানা পাঁচটি উইম্বলডনের শিরোপা জয় করে রেকর্ডবুকে বিওন বর্গের পাশে নাম লেখান তিনি। ২০০৯ সালে আবারও এ্যান্ডি রডিককে ৫-৭, ৭-৬, ৭-৬, ৩-৬, ১৬-১৪ গেমে পরাজিত করে শিরোপা জয় করেন ফেদেরার। শিরোপা জয়ের লড়াইয়ে ৪ ঘণ্টা ১৬ মিনিট প্রতিদ্বন্দ্বিতা করে আবারও পুরনো প্রতিদ্বন্দ্বী রডিককে হারিয়ে চ্যাম্পিয়ন হন ফেদেরার। আর ক্যারিয়ারের ১৫তম গ্র্যান্ডসøাম শিরোপা নিশ্চিতের পাশাপাশি পিট সাম্প্রাস ও উইলিয়াম রেনশ’র পরে তৃতীয় খেলোয়াড় হিসেবে ষষ্ঠ উইম্বলডনের শিরোপা জয়ের কৃতিত্ব দেখান তিনি। ২০১২ সালে ব্রিটিশ তারকা এ্যান্ডি মারেকে ৪-৬, ৭-৫, ৬-৩, ৬-৪ গেমে পরাজিত করে শিরোপা জয়ের উচ্ছ্বাসে ভাসেন সুইস তারকা। এবার ক্রোয়েশিয়ার মারিন চিলিচকে পরাজিত করে রেকর্ড অষ্টম উইম্বলডন শিরোপার পাশাপাশি ১৯তম গ্র্যান্ডসøামের মালিক হন ফেদেরার।
×