ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন ওয়েলস তারকা গ্যারেথ বেল

রিয়াল মাদ্রিদ ছাড়বেন না রোনাল্ডো

প্রকাশিত: ০৬:১৭, ১৮ জুলাই ২০১৭

রিয়াল মাদ্রিদ ছাড়বেন না রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। তবে সেটা যে হচ্ছে না, এটা একপ্রকার নিশ্চিত। এমন সম্ভাবনার বিষয়টি উড়িয়ে দিয়েছেন স্বয়ং পর্তুগীজ তারকাই। এবার তার ক্লাব সতীর্থ গ্যারেথ বেলও বললেন একই কথা। তার মতে রিয়াল ছাড়ার কোন কারণই নেই সি আর সেভেনের। সেই সঙ্গে নিজের ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার গুজবও নাকচ করেছেন ওয়েলস তারকা। রোনাল্ডো স্পেন থেকে দূরে চলে যাবেন একটা সময় এমন গুজব চারিদিকে ছড়িয়ে পড়েছিল। বিশেষ করে পুরনো ক্লাব ম্যানইউতে যাওয়ার কথা জোরেশোরে শোনা যায়। নিজের বিরুদ্ধে স্পেনে আয়কর ফাঁকির অভিযোগ ওঠার পর এই বিষয়ে ক্লাবের পক্ষ থেকে কোন ধরনের সহযোগিতা না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছিলেন ৩২ বছর বয়সী পর্তুগীজ তারকা। সান্টিয়াগো বার্নাব্যুতে দীর্ঘ চার বছর ধরে রোনাল্ডোর সঙ্গে কাটানো বেল জানিয়েছেন, রোনাল্ডোর ভবিষ্যত পরিকল্পনার বিষয়ে তিনি এখনও অন্ধকারেই আছেন। বেল বলেন, এ বিষয়ে কিছু পড়ার সুযোগ আমার হয়নি। কি ঘটতে যাচ্ছে এ সংক্রান্ত কোন যোগসূত্রও আমি খুঁজে পাইনি। মাত্র আমি জানতে পেরেছি যে রোমেলু লুকাকু ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন। এর আগে সত্যিই আমি এ বিষয়ে কিছু জানতাম না। এখানেও আমরা শিরোপা জয় করেছি। ভাল খেলেছি। সুতরাং কোন কিছু পরিবর্তনের প্রয়োজন নেই। তিনি আরও বলেন, এ জন্য আপনার তাকেই (রোনাল্ডো) জিজ্ঞেস করতে হবে। এদিকে গুঞ্জন চলছিল ভেঙ্গে যাচ্ছে ‘বিবিসি’ খ্যাত রিয়াল মাদ্রিদ রোনাল্ডো, করিম বেনজামা ও গ্যারেথ বেলের জুটি। যার মূলে ছিলেন ওয়েলস তারকা বেল। বিভিন্ন মাধ্যমে শোনা যায় ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যাচ্ছেন এ ফরোয়ার্ড। তবে এমন শঙ্কার বিষয় উড়িয়ে দিয়েছেন বেল নিজেই। তিনি জানান, ম্যানইউ থেকে কোন প্রস্তাবই পাননি। আপাতত রিয়ালেই ভাল আছেন তিনি। গত মৌসুমে রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ২৭টি ম্যাচ খেলেছেন বেল। এর বড় কারণ ছিল ইনজুরি। কিন্তু গুঞ্জন চললেও রিয়াল ছাড়তে ইচ্ছে নেই তার। স্পেনে তার দারুণ সময় কাটছে। এ প্রসঙ্গে বেল বলেন, আমি এখনও ভাল খেলতে পারি। আর এখানে আমি সেরাটাই দিয়ে যাব। আমি মাদ্রিদে দীর্ঘ সময়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি এবং এখানে ভাল আছি। ওয়েলস অধিনায়ক বলেন, আসলে সত্যিটা হচ্ছে ইউনাইটেডে আমার প্রতি আগ্রহ আছে এমনটা আমি কোথাও পড়িনি। একজন বৃটিশ খেলোয়াড় হিসেবে এক সময় আমাকে ঘরে ফিরে যেতেই হবে। এমনটি ঘটেছিল ডেভিড বেকহ্যাম থেকে শুরু করে অন্য ইংলিশম্যানদের ক্ষেত্রে, যারা কিনা স্পেনে খেলতো। এটা কোন নতুন বিষয় নয়। উল্লেখ্য, ২৮ বছর বয়সী বেল ২০১৩ সালে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার থেকে ওই সময়ের বিশ্ব রেকর্ড ১০০ মিলিয়ন ইউরোতে রিয়ালে পাড়ি জমান। সেই থেকে এখন পর্যন্ত গ্যালাক্টিকোদের হয়ে বেল খেলেছেন ১৫০ ম্যাচ। গোল করেছেন ৬৭টি।
×