ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এশিয়া কাপ সামনে রেখে চলছে হকির নিবিড় অনুশীলন

প্রকাশিত: ০৬:১৯, ১৭ জুলাই ২০১৭

এশিয়া কাপ সামনে রেখে চলছে হকির নিবিড় অনুশীলন

স্পোর্টস রিপোর্টার ॥ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় হকি দলের অনুশীলন ক্যাম্প। উদ্দেশ্যÑ আসন্ন অক্টোবরে ঘরের টার্ফে এশিয়া কাপ হকির জন্য প্রস্তুতি নেয়া। বুধবার ক্যাম্পের খেলোয়াড়রা রিপোর্ট করেছেন দলের কোচ মাহবুব হারুনের কাছে। জার্মানির অলিভার কার্টজকে ছাঁটাই করার পর মাহবুবকে জাতীয় দলের কোচের দায়িত্ব দেয় বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। ক্যাম্পে ডাক পেয়েছেন ৪০ খেলোয়াড়। দায়িত্ব পাওয়ার পর ঈদের আগেই হারুন একদিন ক্যাম্পে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হয়েছিলেন। বুধবার থেকে আনুষ্ঠানিক দায়িত্ব পালন শুরু করেন তিনি। রিপোর্টিংয়ের পর খেলোয়াড়দের উদ্দেশে শুধু ব্রিফ করেছিলেন সেদিন। আর এখন চলছে স্টিক-বলে তাদের ঘাম ঝরানো। একমাস পর জাতীয় হকি দল ভারতে ৪-৫টি প্রস্তুতি ম্যাচ খেলতে যাবে। তারপর সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে মালয়েশিয়ায় কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা আছে। এশিয়া কাপে অংশ নেবে দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, চীন, জাপান, ওমান ও বাংলাদেশ। দেশগুলোর মধ্যে শক্তিমত্তার নিরিখে বাংলাদেশই সবচেয়ে পিছিয়ে। কোচ হারুনের লক্ষ্য এই আসরে বাংলাদেশের ষষ্ঠ স্থান লাভ করা। যদি সে লক্ষ্য পূরণ হয় তাহলে পরবর্তী এশিয়া কাপের বাছাইপর্ব না খেলে বাংলাদেশ সরাসরি মূলপর্বেই খেলতে পারবে।
×