ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ফেদেরারের নতুন ইতিহাস

প্রকাশিত: ০৬:১৫, ১৭ জুলাই ২০১৭

ফেদেরারের নতুন ইতিহাস

গোলাম মোস্তফা ॥ অবশেষে ফেদেরারই হাসলেন। উইম্বলডনের রেকর্ড সর্বোচ্চ অষ্টম শিরোপা জয়ের স্বাদ পেলেন তিনি। রবিবার ফাইনালে মারিন চিলিচকে হারিয়ে ক্যারিয়ারের ১৯তম গ্র্যান্ডসøাম জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়লেন সুইজারল্যান্ডের এই জীবন্ত কিংবদন্তি। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা এদিন ৬-৩, ৬-১ এবং ৬-৪ গেমে মারিন চিলিচকে হারিয়ে প্রমাণ করলেন কেন তিনি রজার ফেদেরার। পুরো টুর্নামেন্টে একটি সেটেও হারেননি ৩৫ বছর বয়সী এই টেনিস তারকা। প্রথম সেট খুব সহজেই জিতে নেন রজার ফেদেরার। ৪৫ মিনিট লড়াই করে ফেড এক্সপ্রেস ৬-৩ ব্যবধানে পরাজিত করেন মারিন চিলিচকে। দ্বিতীয় সেটে আরও সহজে জয় তুলে নিলেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। মারিন চিলিচকে ৬-১ সেটে রীতিমতো উড়িয়েই দেন তিনি। এরপর ফেদেরার তৃতীয় সেট জেতেন ৬-৪ ব্যবধানে। সেইসঙ্গে উইম্বলডনের সর্বোচ্চ অষ্টম শিরোপা জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়েন রজার ফেদেরার। এর আগে সাতবার করে উইম্বলডন জিতে পিট সাম্প্রাস ও উইলিয়াম রেনশর সঙ্গে এই রেকর্ডে ভাগ বসিয়েছিলেন ফেদেরার। এবার সাম্প্রাস ও রেনশকে ছাড়িয়ে এককভাবেই সর্বোচ্চ ৮বার উইম্বলডন জয়ের মালিক বনে গেলেন ফেদেরার। শুধু তাই নয়, উইম্বলডনের বয়োজ্যেষ্ঠ চ্যাম্পিয়নও এখন সুইস টেনিসের এই জীবন্ত কিংবদন্তি। তার আগে এই রেকর্ডটা নিজের করে রেখেছিলেন আর্থার এ্যাশ। ১৯৭৫ সালে ৩১ বছর বয়সে উইম্বলডনের শিরোপা জিতেছিলেন তিনি। এরপর দীর্ঘদিন এই রেকর্ডটাকে নিজের করে রেখেছিলেন এ্যাশ। দীর্ঘ ৪২ বছর পর আর্থার এ্যাশকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন ফেড এক্সপ্রেস। আগামী মাসেই ছত্রিশে পা রাখবেন রজার ফেদেরার। কিন্তু ক্যারিয়ারের গোধূলিবেলাতে যেন প্রতিপক্ষের আতঙ্কের নাম হয়ে উঠছেন ফেদেরার। শুরুটা করেন অস্ট্রেলিয়ান ওপেন জিতে। মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। অথচ এর আগে ২০১২ সালে উইম্বলডনই ছিল তার শেষ কোন মেজর শিরোপা জয়। দীর্ঘ পাঁচ বছর পর নাদালকে হারিয়ে ক্যারিয়ারের ১৮তম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জিতেই যেন স্বরূপে ফেরার ইঙ্গিত দেন তিনি। এবার উইম্বলডনের শিরোপা জিতে নতুন ইতিহাস গড়লেন ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার এই টেনিস কিংবদন্তি। সেইসঙ্গে নিজের গ্র্যান্ডসøাম সংখ্যাটাকে নিয়ে গেলেন উনিশে। এদিকে গত কয়েক মৌসুম ধরেই টেনিস কোর্টে আলো ছড়াচ্ছেন মারিন চিলিচ। ২০১৪ সালে ইউএস ওপেনের শিরোপা জয়ের স্বাদ পান তিনি। সেটাই ছিল তার ক্যারিয়ারের প্রথম কোন মেজর টুর্নামেন্ট জয়। এরপরের সময়টাতে অবশ্য নিজেকে আর সেভাবে মেলে ধরতে পারেননি ক্রোয়েশিয়ার এই টেনিস তারকা। তবে উইম্বলডনেই যেন স্বরূপে ফিরেন তিনি। দুর্দান্ত খেলেই টুর্নামেন্টের ফাইনালের টিকেট কাটেন ২৮ বছর বয়সী এই টেনিস তারকা। তবে ফাইনালে ফেদেরারের সঙ্গে পেরে উঠতে পারেননি তিনি। যে কারণে রানার্সআপের তৃপ্তি নিয়েই কোর্ট ছাড়তে হলো মারিন চিলিচকে। এর আগে শনিবার উইম্বলডনের মহিলা এককে চ্যাম্পিয়ন হন গারবিন মুগুরুজা। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা ভেনাস উইলিয়ামসকে পরাজিত করে ক্যারিয়ারের প্রথম উইম্বলডন জয়ের স্বাদ পান স্পেনের এই টেনিস তারকা।
×