ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফেসবুকের আয় বেড়েছে ৩৫০ কোটি ডলার

প্রকাশিত: ০৪:১৭, ১৭ জুলাই ২০১৭

ফেসবুকের আয় বেড়েছে ৩৫০ কোটি ডলার

২০১৭ সালের শুরু থেকে মার্কিন পুঁজিবাজারে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের শেয়ারের দর প্রায় ৪০ শতাংশ বেড়েছে। এই দর ক্রমান্বয়ে আরও বাড়বে বলে আশা করছে কোম্পানির কর্মকর্তারা। শেয়ারের দর বাড়ার সঙ্গে সঙ্গে কোম্পানির আয়ও বাড়ছে। দর বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির আয় আরও বাড়বে। কোম্পানির আয় বাড়ার সুফল পাচ্ছেন ফেসবুকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গসহ সংশ্লিষ্টরা। গত ৫ দিনে তার মোট ৩৫০ কোটি মার্কিন ডলারের সম্পদ বেড়েছে। মূলত পুঁজিবাজারে ফেসবুকের শেয়ার দর বাড়ার কারণেই গত ৫ দিনে জাকারবার্গের সম্পদের পরিমাণ বেড়েছে। -অর্থনৈতিক রিপোর্টার যুক্তরাষ্ট্র জিএসপি না দেয়ায় বাণিজ্য মন্ত্রীর ক্ষোভ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ এখনও জিএসপি সুবিধা না পাওয়া ক্ষোভ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে পণ্যের প্রবেশাধিকারের ক্ষেত্রে কাল কেয়ামত পর্যন্তও বাংলাদেশ জিএসপি সুবিধা পাবে না।’ রবিবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশী পণ্যের যুক্তরাষ্ট্রে বাজারে প্রবেশাধিকারের ক্ষেত্রে বিশ্ববাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) দেয়া সব শর্তই পূরণ করা হয়েছে। তারপরও বাংলাদেশকে জিএসপি সুবিধা দেয়নি যুক্তরাষ্ট্র। তাই আমরা বিশ্বাস করি না যে, যুক্তরাষ্ট্র কাল কেয়ামত পর্যন্তও বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে।’ তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা তাদের কাছে কোটা ফ্রি সুবিধা চাই না। এটা আমাদের প্রয়োজনও নেই।’ -অর্থনৈতিক রিপোর্টার
×