ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেয়ার্নে ভাল করতে চান রড্রিগুয়েজ

প্রকাশিত: ০৬:২৬, ১৩ জুলাই ২০১৭

বেয়ার্নে ভাল করতে চান রড্রিগুয়েজ

স্পোর্টস রিপোর্টার ॥ সময়টা মোটেও ভাল যাচ্ছিল না জেমস রড্রিগুয়েজের। স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদে বেশিরভাগ সময় ঠাঁই হচ্ছিল সাইডবেঞ্চে। তাইতো এবার ক্লাব বদল করে জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখে নাম লিখিয়েছেন কলম্বিয়ান এ্যাটাকিং মিডফিল্ডার। নতুন ক্লাবে এসে আবারও নিজের সেরা ছন্দে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন ২৬ বছর বয়সী এই তারকা। রিয়ালে তিনটি বছর কাটানো রড্রিগুয়েজ নতুন ক্লাবে আসার পর স্প্যানিশ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়ালকে ধন্যবাদ জানিয়েছেন। শেষদিকে রিয়ালে উপেক্ষিত থাকলেও বিদায় বেলায় তাদের স্মরণ করেছেন। এ বছরের শুরু থেকেই রড্রিগুয়েজের দলবদলের সম্ভাবনা নিয়ে আলোচনা হতে থাকে। গত মাসের শুরুতে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে জুভেন্টাসের বিরুদ্ধে রিয়ালের ৪-১ গোলে জেতা ম্যাচে ১৮ জনের স্কোয়াডে অনুপস্থিতি সে গুঞ্জন আরও বাড়িয়ে দেয়। আর মঙ্গলবার তারই চূড়ান্ত খবর আসে, আগামী দুই বছর ধারে বেয়ার্নের হয়ে খেলবেন ২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী তারকা। চুক্তি অনুযায়ী ২০১৯ সালের জুনে মেয়াদ শেষে তাকে কিনতেও পারবে জার্মান চ্যাম্পিয়নরা। জার্মান চ্যাম্পিয়নদের দলে আসার পর রিয়াল সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ইনস্টাগ্রামে একটা ভিডিও দিয়েছেন রড্রিগুয়েজ। সেখানে বলেন, প্রিয় মাদ্রিদিস্তাস (রিয়াল মাদ্রিদ সমর্থকরা), তিন বছরে যেসব অসাধারণ মুহূর্ত আমরা ভাগাভাগি করেছি এরজন্য আমি কৃতজ্ঞ। এই জার্সি পরতে পারায় আমি খুশি, সবসময় অনেক গর্বভরে আমি এটা পরতাম। এসব ভালবাসার জন্য আমি আপনাদের কেবল ধন্যবাদই জানাতে পারি। আমি সঙ্গে করে সেরা অভিজ্ঞতাটা নিব। সবকিছুর জন্য ধন্যবাদ। নতুন ক্লাবেও ভাল করতে মুখিয়ে আছেন রড্রিগুয়েজ। এ প্রসঙ্গে বলেন, এখানে (বেয়ার্ন) আমি নতুন চ্যালেঞ্জে এসেছি। আশা করছি ভাল করতে পারব। দলকে ট্রফি জেতাতে সাহায্য করতে পারলে ভাল লাগবে। ২০১৪ সালের জুলাইয়ে ফরাসী ক্লাব মোনাকো থেকে আসা রড্রিগুয়েজ রিয়ালের হয়ে ১১১টি ম্যাচ খেলে গোল করেন ৩৬টি। আর সতীর্থদের দিয়ে করিয়েছেন ৪১ গোল। এদিকে ইংলিশ প্রিমিয়ার লীগ ছেড়ে সাবেক ক্লাব মার্শেইয়ে ফিরেছেন ফ্রান্সের আন্তর্জাতিক গোলরক্ষক মানদানদা। ফাইনালে ভিকারুননিসা ও আমজাদ আলী কলেজ ওয়ালটন মহিলা বেসবল স্পোর্টস রিপোর্টার ॥ মঙ্গলবার থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন আন্তঃকলেজ মহিলা বেসবল প্রতিযোগিতা’। প্রতিযোগিতার ফাইনালে উঠেছে ভিকারুননিসা নূন কলেজ ও টঙ্গী আমজাদ আলী কলেজ। তিনদিনব্যাপী এই প্রতিযোগিতা আজ সকালে ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে। বুধবার ধানম-ির মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ভিকারুননিসা নূন কলেজ ৪-০ ব্যবধানে ঢাকা কমার্স কলেজকে এবং দ্বিতীয় সেমিফাইনালে টঙ্গী আমজাদ আলী কলেজ একই ব্যবধানে হলিক্রসকে হারিয়ে ফাইনালে ওঠে। কমনওয়েলথ গেমসে যাননি চার ক্রীড়াবিদ ভিসা জটিলতা স্পোর্টস রিপোর্টার ॥ নাম নিবন্ধন এবং অনুশীলন করেও শেষ পর্যন্ত কমনওয়েলথ ইয়ুথ গেমসে অংশ নেয়া হচ্ছে না বাংলাদেশের। ভিসা জটিলতায় বাতিল হয়ে গেছে ওই গেমসে বাংলাদেশের চার ক্রীড়াবিদের অংশ গ্রহণ। তারা হলেন, আজহারুল ইসলাম, ফারজানা, আরিফুল ইসলাম ও ডথুই প্রু মারমা। ১৯-২৩ জুলাই বাহামায় অনুষ্ঠিত হবে কমনওয়েলথ ইয়ুথ গেমস। এই গেমসে চারজন ক্রীড়াবিদসহ সাতজনের সরকারী আদেশও (জিও) জারি হয়েছিল। বাকিরা হলেন : কোচ কাম ম্যানেজার রাবেয়া খাতুন, সিজিএ অফিসিয়াল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ফখরুদ্দিন হায়দার ও টিম অফিসিয়াল এমএ কুদ্দুস খান। স্পেন দাবায় শীর্ষে নাসির আজ ড্র করলেই নর্ম অর্জন স্পোর্টস রিপোর্টার ॥ স্পেনের বার্সিলোনায় অনুষ্ঠনরত ওপেন ইন্টারন্যাশনাল বারবেরা ডেল ভ্যাল্লাস দাবার ‘এ’ ক্যাটাগরির অষ্টম রাউন্ডের খেলায় বাংলাদেশের সেখ নাসির আহমেদ জয় পেয়েছেন। মঙ্গলবার অনুষ্ঠিত অষ্টম রাউন্ডের খেলায় তিনি স্পেনের আন্তর্জাতিক মাস্টার লরেঞ্জো ডি লা রিভা লাজারোকে হারান। ৮ খেলায় ৬ পয়েন্ট নিয়ে নাসির ৬ জনের সঙ্গে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। একই সঙ্গে তার আন্তর্জাতিক মাস্টারের নর্ম অর্জনেরও সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। আজ বুধবার শেষ রাউন্ডে মরক্কোর আন্তর্জাতিক মাস্টার তিসির মোহাম্মদের সঙ্গে ড্র করলেই নাসির আন্তর্জাতিক মাস্টারের নর্ম অর্জন করবেন।
×