ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দর বৃদ্ধির শীর্ষে অগ্নি সিস্টেম

প্রকাশিত: ০৩:৫৮, ১২ জুলাই ২০১৭

দর বৃদ্ধির শীর্ষে অগ্নি সিস্টেম

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবারে দর বৃৃদ্ধির শীর্ষে রয়েছে অগ্নি সিস্টেমস লিমিটেড। এদিন শেয়ারটির দর ২ টাকা বা ৭ দশমিক ৩০ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্যানুযায়ী, অগ্নি সিস্টেমস লিমিটেডের শেয়ারটি সর্বশেষ ২৯ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪ হাজার ৭৮ বারে ১ কোটি ১৩ লাখ ৬০ হাজার ৯৬৪টি শেয়ার লেনদেন করে; যার বাজার মূল্য ৩২ কোটি ৬০ লাখ ৫১ হাজার টাকা। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৬০ পয়সা বা ৭ দশমিক ৬৯ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৩৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। ৪ হাজার ৫৫৪ বারে কোম্পানিটি ১ কোটি ২২ লাখ ৯৬ হাজার ৭০৬টি শেয়ার লেনদেন করে; যার বাজার মূল্য ৪৪ কোটি ৫৪ লাখ ৩৬ হাজার টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা সায়হাম কটন মিলস লিমিটেডের শেয়ার ১ টাকা ২০ পয়সা বা ৫ দশমিক ৯৪ শতাংশ দর বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ২১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটির ১ হাজার ৬৮৮ বারে ৭৮ লাখ ৩০ হাজার ২৯৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬ কোটি ৫০ লাখ ৮২ হাজার টাকা। এই তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে বে-লিজিং, বিডি অটোকার্স, ফার্স্ট বাংলাদেশ ফিক্সট ইনকাম ফান্ড, নূরানি ডায়িং, এসইএমইএল আইবিবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং তাকাফুল ইন্স্যুরেন্স লিমিটেড।
×