ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রশংসিত চারুনীড়মের ‘শেষ নবাব’

প্রকাশিত: ০৬:৫৫, ১১ জুলাই ২০১৭

প্রশংসিত চারুনীড়মের ‘শেষ নবাব’

স্টাফ রিপোর্টার ॥ চারুনীড়ম থিয়েটারের ৫ম প্রযোজনা ‘শেষ নবাব’ নাটকের ষষ্ঠ মঞ্চায়ন হলো শনিবার। ওইদিন বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে সন্ধ্যা ৭টায় নাটকের মঞ্চায়ন হয়। সাঈদ আহমদ রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন গাজী রাকায়েত। ‘আমার রাজ্যে একতার দুর্ভিক্ষ, প্রত্যেকেই নিজেকে এক একজন খুদে নবাব মনে করে’। কিংবা ‘যদি আর জন্মে আবার পলাশীতে আসার সুযোগ হয় তাহলে আবার আমি মীরজাফরকে বিশ্বাস করব’। সংলাপগুলো নাটকে আলাদা মাত্রা যুক্ত করেছে। এ রকম অসংখ্য সংলাপ রয়েছে যেগুলো সহজেই দর্শকদের বেশ নাড়া দেয়। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আলোচিত অধ্যায় নবাব সিরাজ উদ্দৌলার শাসন আমল এবং ইংরেজদের হাতে তার পরাস্ত হওয়ার ঘটনা, তথা বাংলার পরাধীনতার গ্লানি বরণে ক্ষণ এই নাটকের অন্যতম উপজীব্য। এই নাটকে সিরাজ-উদ-দৌলা, ঘসেটি বেগম, মীর জাফর এবং রবার্ট ক্লাইভের চরিত্র চিত্রায়ন অসাধারণ। চলচ্চিত্র, নাটক ও যাত্রার কারণে সিরাজ-উদ-দৌলা ও পলাশীকে নিয়ে সৃষ্ট আমাদের আবেগী ভাবনাটাকে সাঈদ আহমদ একটা দৃঢ় বাস্তবতায় নিয়ে গেছেন। তাই ঐতিহাসিক বাস্তবতার দৃষ্টিকোণ থেকে পলাশী, সিরাজ ও সাম্রাজ্যবাদ এই তিনটি শব্দের মনতাজ ‘শেষ নবাব’। সাম্রাজ্যবাদের আগ্রাসন থেকে একটি স্বাধীন ভূখ-ের একজন মুক্তিকামী মানুষের সংগ্রামের নাম সিরাজ-উদ-দৌলা। শেষ নবাব কিন্তু সবকিছু শেষ নয়, যেখানে শেষ সেখান থেকেই শুরু। বাংলা নাট্য অঙ্গনের অন্যতম পুরাধা নাট্যকার সাঈদ আহমেদ রচিত এই নাটকটির যথাযথ উপস্থাপনার চেষ্টা করেছেন চারুনীড়মের অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। নাটকের সংলাপ এবং কাহিনীর পরিণতি নাটকের অন্যতম সৌন্দর্য। শিল্পীরাও নির্দেশকের চাওয়া অনুযায়ী প্রতিটি চরিত্রে নিজেকে ঢেলে দিয়েছেন। তাদের আরও ভাল করার সুযোগ আছে। বিশেষ করে নবাব চরিত্রে জাহিদ আখন্দ এবং রবার্ট ক্লাইভের চরিত্রে রূপদানকারী শিল্পীকে আরও সাবলীল হতে হবে। নাটকের শিল্পীদের পোশাক, সেট এবং আলোক প্রক্ষেপণে যথেষ্ট মুন্সিয়ানা লক্ষ করা গেছে। তবে ষষ্ঠ প্রদর্শনীতে আবহ সঙ্গীত পরিচালনায় যান্ত্রিক ত্রুটি দর্শকদের খানিকটা বিরক্তিও এনে দিয়েছে। তারপরেও নাটকটি দর্শকদের ভাল লাগার মতো একটি প্রযোজনা হিসেবে পরিগণিত হয়েছে। মঞ্চায়ন সংখ্যা যত বাড়বে নাটকটি ততই সমৃদ্ধ হবে বলে মন্তব্য করেন উপস্থিত দর্শকরা। সব মিলে ঢাকার মঞ্চে অন্যতম একটি প্রযোজনা হতে যাচ্ছে চারুনীড়মের ‘শেষ নবাব’।‘শেষ নবাব’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সাইদুল হক, কাকা মাকসুদ, ওমর ফারুক, চামেলী সিনহা, আখন্দ জাহিদ, বি এম শাহেদ, আলমগীর সাগর, মাহমুদুল হক সংগ্রাম, আল-মোতাস্সিম, রোহান খান, আশিউল ইসলাম, সেলিম রেজা, লিখন রাহী, আমিনুল হক সুজা, মহসিন রেজা, নূর ইসলাম, শাহারিয়ার মিথুন প্রমুখ। নাটকের মঞ্চ পরিকল্পনায় ফয়েজ জহির, আলোক পরিকল্পনায় অম্লান বিশ্বাস, আলোক প্রক্ষেপণ সালাহউদ্দিন, আলোকচিত্র রতন সিদ্দিকী, রূপসজ্জা মোহাম্মদ আলী বাবুল, পোশাক পরিকল্পনা এনামতারা সাকী, আবহ সঙ্গীত পরিকল্পনা এফ কে স্বাধীন।
×