ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাফল্য অধরাই থাকল মেজবাদের

প্রকাশিত: ০৬:৫১, ১১ জুলাই ২০১৭

সাফল্য অধরাই থাকল মেজবাদের

স্পোর্টস রিপোর্টার ॥ উপচেপড়া সাফল্য নয়, বরং ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছে বাংলাদেশের ১৮ এ্যাথলেট। ব্যর্থতারও একটা মাত্রা থাকে। সফলতার খুব কাছাকাছি গিয়ে ব্যর্থতা এবং যাচ্ছেতাই ব্যর্থতা। শেষেরটিই বার বার দেখা গেছে ভারতের ভুবনেশ্বরে এশিয়ান এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে। অথচ বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশন এই গেমস সামনে রেখে এই ১৮ এ্যাথলেটদের দুই সপ্তাহ ট্রেনিং করিয়েছে ভুবনেশ্বরে। অ্যাথলেটদের ভুবনেশ্বর-মিশন শেষ হয়েছে রবিবার। এই আসরে বাংলাদেশের এ্যাথলেটদের সান্ত¡না এতটুকুইÑ মাত্র একজন করেছেন নিজেদের ক্যারিয়ারসেরা পারফরম্যান্স। আর সেটা করেছেন দৌড়বিদ কিবরিয়া খন্দকার। ৮০০ মিটার হিটে তিনি ক্যারিয়ার সেরা টাইমিং (১ মিনিট ৫৪:৬৬ সেকেন্ড) করে ৩১ জনের মধ্যে হয়েছেন ২৩তম। এছাড়া রবিবার লং জাম্পে আল আমিন ২০ জনের মধ্যে ১৫তম হন (৭.১১ মিটার দূরত্ব)। আরেক লং জাম্পার মোহাম্মদ ইসমাইল ২০ জনের মধ্যে হন ২০তম (৫.০১ মিটার)। ছেলেদের ১১০ মিটার হার্ডলসে সাত জনের মধ্যে সপ্তম হন মাসুদ খান (টাইমিং : ১৫.৪১ সেকেন্ড)। মেয়েদের ৮০০ মিটার দৌড়ে ছয় জনের মধ্যে ষষ্ঠ হন সুমি আক্তার (২ মিনিট ২৬.৪৮ সেকেন্ড)। মেয়েদের ৪ গুণীতক ১০০ মিটার রিলেতে বাংলাদেশ ৫০.৩৯ সেকেন্ড সময় নিয়ে আট দেশের মধ্যে অষ্টম হয়। রিলেতে ছিলেন সুস্মিতা ঘোষ, জেসমিন আক্তার, সুমি আক্তার ও সোহাগী আক্তার। ছেলেদের ৮০০ মিটার দৌড়ে ১ মিনিট ৫৬:৪২ সেকেন্ড সময় নিয়ে ৩ নম্বর হিটে ১০ জনের মধ্যে অষ্টম হন কামরুল হাসান। ১ মিনিট ৫৪: ৬৬ সেকেন্ড সময় নিয়ে ১ নম্বর হিটে ১১ জনের মধ্যে অষ্টম হন কিবরিয়া খন্দকার। পুরুষদের হ্যামার থ্রোয়ে ৪১.২১ মিটার দূরত্ব অতিক্রম করে হিটে ১১ জনের মধ্যে একাদশ হন মোহাম্মদ হেদায়েত হোসেন। শনিবার ছেলেদের ৪ গুণীতক ১০০ মিটার রিলেতে মেজবাহ আহমেদ, আবদুর রউফ, মাসুদ রানা ও কাজী ইমরান হিটে নিজেদের গ্রুপে হন চতুর্থ (৪২.৬৪ সেকেন্ড)। ছেলেদের ৪০০ মিটার হার্ডলসে অংশ নিয়ে আলমগীর হোসেন ২০ প্রতিযোগীর মধ্যে হন ২০তম (৫৬.১৬ সেকেন্ড)। বৃহস্পতিবার দেশের পাঁচ বারের দ্রুততম মানব মেজবাহ আহমেদ ১০০ মিটার স্প্রিন্টের হিটে ১০.৮৮ সেকেন্ড সময় নিয়ে সাত জনের মধ্যে হন পঞ্চম। এই ইভেন্টে বাংলাদেশের আরেক এ্যাথলেট কাজী ইমরান সময় নেন আরও বেশি (১১.০৯) সেকেন্ড। হিটের আলাদা গ্রুপে তিনি পঞ্চম হন ছয় জনের মধ্যে। মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে সোহাগী আক্তার হিটে ছয় জনের মধ্যে চতুর্থ হন (১২.৫৯ সেকেন্ড)। পুরুষদের উচ্চ লম্ফে মাহফুজুর রহমান ১৬ জনের মধ্যে হন ১৫তম (২ মিটার)।
×