ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুুঁজিবাজারে কার্যক্রম শুরু করছে প্রভাতী ইন্স্যুরেন্স

প্রকাশিত: ০৬:৩৪, ১১ জুলাই ২০১৭

পুুঁজিবাজারে কার্যক্রম শুরু করছে প্রভাতী ইন্স্যুরেন্স

বেসরকারী খাতের প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেড পুঁজিবাজারে তার কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এ উদ্দেশ্যে কোম্পানিটি একটি সহযোগী প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত নিয়েছে। প্রভাতী এএমসি লিমিটেড নামের ওই সহযোগী প্রতিষ্ঠান সম্পদ ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালনা করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র অনুসারে, সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা তথা বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থার অনুমতি পেলেই কেবল এই কোম্পানি কার্যক্রম শুরু করতে পারবে। বর্তমানে কোম্পানিটির পুঁজিবাজারে সরাসরি কোন সম্পৃক্ততা নেই। এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে পুঁজিবাজারে অপারেশন শুরু করতে চায় প্রভাতী ইন্স্যুরেন্স। -অর্থনৈতিক রিপোর্টার সন্ধানী লাইফের লভ্যাংশ ঘোষণা পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্বিত আয় হয়েছে ১ টাকা ৬৮ পয়সা। আর শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ৫৬ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ২৫ সেপ্টেম্বর। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ আগস্ট। -অর্থনৈতিক রিপোর্টার
×