ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্টোকসকে গালিÑ এক ম্যাচ নিষিদ্ধ রাবাদা

প্রকাশিত: ০৬:৩৫, ৯ জুলাই ২০১৭

স্টোকসকে গালিÑ এক ম্যাচ নিষিদ্ধ রাবাদা

স্পোর্টস রিপোর্টার ॥ গালিগালাজ এবং প্রতিপক্ষকে মৌখিকভাবে বিব্রত করার জন্য আলোচিত ক্রিকেটার বেন স্টোকস। ইংল্যান্ডের এ অলরাউন্ডার বেশ পারদর্শী এ ধরনের কর্মকা-ে। ক্রিকেট মাঠে বেশ কয়েকবার স্টোকসকে এমন ভূমিকায় দেখা গেছে। এবার সেই স্টোকসকে কোন সুযোগই দিলেন না দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। এ তরুণ অশ্রাব্য ভাষায় মৌখিক হেনস্তা করেছেন স্টোকসকে চলমান লর্ডস টেস্টে। এ কারণে ২২ বছর বয়সী রাবাদাকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আগামী সপ্তাহে সিরিজের দ্বিতীয় টেস্টে নিষিদ্ধ করেছে। ইংল্যান্ড সফররত দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট শুরু করেছে বৃহস্পতিবার। আর প্রথমদিনে ইংল্যান্ডের ব্যাটিং চলার সময় স্টোকসকে বিরূপ মন্তব্য করেন রাবাদা। আর সেটা ভিডিও ফুটেজে পরিষ্কারভাবেই দেখা গেছে। গত কয়েক মাসে এ আইসিসির নীতি বিবর্জিত আচরণ ও শৃঙ্খলা ভঙ্গের জন্য আগেই ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছিল রাবাদার। স্টোকসের বিরুদ্ধে তার এই আচরণে একমাস নিষিদ্ধ হওয়ার মতো পয়েন্ট অর্জন করে ফেলেন তিনি। তাই ট্রেন্ট ব্রিজে পরবর্তী টেস্ট খেলতে পারবেন না এ পেসার। এ বিষয়ে আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘যে পরিমাণ ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে সেটার কারণে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা আগামী সপ্তাহে ট্রেন্ট ব্রিজ টেস্টে নিষিদ্ধ। সর্বশেষ তার আচরণবিধি ভঙ্গের কারণে ২৪ মাসের মধ্যে ডিমেরিট পয়েন্ট হয়ে গেছে ৪। এ কারণে তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা দিতে হবে এবং ১ ডিমেরিট পয়েন্ট থেকে যাবে।’ আইসিসি আরও জানায়, ভিডিও বিশ্লেষণে দেখা গেছে স্টোকস ব্যাটিং করার সময় তাকে উদ্দেশ করে অশ্রাব্য ভাষায় অশ্লীল বাক্যবাণে জর্জরিত করেছেন। আর সেটা স্পষ্টতই আইসিসির আচরণবিধির পরিপন্থী। কারণ এ ধরনের বিরূপ মন্তব্য যে কোন ক্রিকেটারকে উত্তেজিত করে তোলে এবং উসকে দিতে পারে বাজেভাবে প্রতিক্রিয়া জ্ঞাপন করার ক্ষেত্রে।
×