ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে বেহাল সড়ক ॥ পৌরবাসীর দুর্ভোগ

প্রকাশিত: ০৬:০০, ৭ জুলাই ২০১৭

টাঙ্গাইলে বেহাল সড়ক ॥ পৌরবাসীর দুর্ভোগ

ইফতেখারুল অনুপম, টাঙ্গাইল ॥ টাঙ্গাইল পৌরসভার বেশিরভাগ সড়কের অবস্থাই বেহাল। কোন কোন রাস্তায় বিটুমিনের চিহ্ন পর্যন্ত নেই। সামান্য বৃষ্টি হলেই ছোট-খাটো খালে পরিণত হয় সড়কগুলো। ফলে পৌরসভার সড়ক দিয়ে চলাচলরত যানবাহন ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। একই সঙ্গে সড়কগুলোর বেহাল অবস্থা থাকায় সেখানকার ব্যবসায়ীরাও রয়েছে বিপাকে। জানা গেছে, প্রায় পাঁচ বছর ধরে টাঙ্গাইল পৌরসভার বটতলা, কলেজপাড়া হয়ে বেবিস্ট্যান্ড সড়কটি বেহাল। একই অবস্থা পৌরসভার কাগমারা, থানাপাড়া, আদালতপাড়া, কোদালিয়া, বিশ্বাসবেতকা ও সাবালিয়ার সড়কগুলোর। স্থানীয়রা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে সড়কগুলোর এ অবস্থা থাকলেও পৌর কর্তৃপক্ষের কোন পদক্ষেপ লক্ষ করা যাচ্ছে না। মাঝেমধ্যে নামমাত্র ইট-বালু দিয়ে সড়কের সংস্কার করা হলেও সপ্তাহ খানেক যেতে না যেতেই আবার আগের অবস্থায় ফিরে আসে। পৌর কর্তৃপক্ষ ট্যাক্স বাড়ালেও পৌরবাসীর সুবিধার জন্য কোন কিছুই করা হচ্ছে না। বেবিস্ট্যান্ড-কলেজপাড়া-বটতলা সড়কটি দিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয় ও এমএম আলী কলেজসহ বিভিন্ন নামীদামী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, নগরবাসী ও নাগরপুর উপজেলাসহ পশ্চিম টাঙ্গাইলের লোকজন চলাচল করে। এছাড়া ওই সড়কের পাশেই শহরের বড় পার্ক বাজার অবস্থিত। এ বিষয়ে টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ বলেন, গত পরিষদের সময় পৌর এলাকার কোথাও কোন উন্নয়ন কাজ হয়নি। এ কারণে অনেক কাজই বর্তমান পরিষদ করতে শুরু করেছে। তবে প্রাকৃতিক দুর্যোগের ফলে সড়ক ও ড্রেনের কাজ সাময়িক বন্ধ রয়েছে। বৃষ্টি শেষ হলেই ভাঙ্গাচোরা সড়ক ও ড্রেনের কাজ সম্পন্ন করা হবে। ইতোমধ্যে কাগমারা এলাকার ড্রেনের কাজ প্রায় শেষ হয়েছে। সড়কের কাজও শুরু করা হয়েছে। চট্টগ্রামে ৭শ’ কেজি পলিথিন উদ্ধার ॥ কারখানা সিল স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর বায়েজিদ বোস্তামী থানার টেক্সটাইল গেট এলাকায় নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান চালিয়ে সাত শ’ কেজি পলিথিন উদ্ধার করা হয়েছে। পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা বৃহস্পতিবার সকাল ৯টায় এ অভিযান পরিচালনা করেন। বেআইনীভাবে পলিথিন উৎপাদনের অপরাধে কারখানাটি সিলগালা করা হয়েছে। পরিবেশ অধিদফতর সূত্রে জানানো হয়, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোঃ আজাদুর রহমান মল্লিকের নেতৃত্বে এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে। বায়েজিদ টেক্সটাইল মিল এলাকায় যে কারখানা দুটিতে উৎপাদন চলছিল সেটির নাম শামীমা কার্টন ফ্যাক্টরি। কারখানা থেকে উদ্ধার করা হয় প্রায় সাত শ’ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ। সিলগালা করে এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
×