ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সিঙ্গাপুর সফরে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধি দল

প্রকাশিত: ০৬:৫৫, ৬ জুলাই ২০১৭

সিঙ্গাপুর সফরে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধি দল

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুর আগামীকাল সিঙ্গাপুর চায়নিজ কালচারাল সেন্টার মিলনায়তনে ‘বাংলাদেশ রজনী’ শীর্ষক অনুষ্ঠানমালার আয়োজন করেছে। অনুষ্ঠানে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশের ১৬ সদস্যবিশিষ্ট সাংস্কৃতিক প্রতিনিধি দল বুধবার সকাল ৮-২০ মিনিটে বাংলাদেশ এয়ারলাইনস বিজি ০০৮৪ ফ্লাইট যোগে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে। সাংস্কৃতিক প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ ফয়জুর রহমান ফারুকী। সদস্যরা হলেনÑ সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্মসচিব আব্দুল মান্নান ইলিয়াস, সিনিয়র সহকারী সচিব ভেনিসা রড্রিক্স, কণ্ঠশিল্পী দিনাত মুন্নী, কণ্ঠশিল্পী মোঃ পারভেজ সাজ্জাদ, নৃতশিল্পী সুকোমর ইফতেখার কাকন, স্নাতা শাহরীন, লাইলা ইয়াসমিন লাবন্য, নিয়ামুজ ইমন নাইম, ইমন আহমেদ, রুহী আফসানা দীপ্তি, যন্ত্রশিল্পী- শাকিল মোহাম্মদ সাবের উদ্দীন (গিটার), যন্ত্রশিল্পী মোঃ নূর আলম (কিবোর্ড), যন্ত্রশিল্পী মোঃ হাসান আলী (বাঁশি), যন্ত্রশিল্পী মোঃ আলমগীর হোসেন (অক্টোপ্যাড)। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল হাসান মিলন (কো-অর্ডিনেটর) হিসেবে দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে আগামী ৯ জুলাই সাংস্কৃতিক প্রতিনিধি দলটি বাংলাদেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
×