ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ব্রডকাস্টার্স এ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

প্রকাশিত: ০৩:৫৩, ৪ জুলাই ২০১৭

বাংলাদেশ ব্রডকাস্টার্স এ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচার ও প্রকৌশল বিভাগের কর্মকর্তা ও কর্মীদের নিয়ে গঠিত হয়েছে ‘বাংলাদেশ ব্রডকাস্টার্স এ্যাসোসিয়েশন’ নামের একটি সংগঠন। সংগঠনের যাত্রা শুরু উপলক্ষে সম্প্রতি বংলাদেশ শূটিং ফেডারেশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নতুন এ সংগঠনের সভাপতি হয়েছেন একাত্তর টেলিভিশনের সম্প্রচার ও প্রকৌশল বিভাগের পরিচালক তৌফিক রহমান। সিনিয়র সহ-সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের সম্প্রচার ও প্রকৌশল বিভাগের প্রধান মোল্লা মোহাম্মদ সায়েম, সাধারণ সম্পাদক হামিদ উল্লাহ মুকুল, সাংগঠনিক সম্পাদক আবুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মুহম্মদ আব্দুর রউফ সংগ্রাম, অর্থ সম্পাদক আবু মহরম মোস্তাকিম হোসাইন, তথ্য ও গবেষণা সম্পাদক সালাউদ্দিন মিয়া সেলিম, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান, সম্পাদক মিডিয়া এন্ড কারেন্ট এফেয়ার্স মোহাম্মদ আলমগীর জাহান, কার্যকরি সদস্য পিনাকী রায়, শাকিব আরিফিন, স্বপন কুমার ধর, শুভাষিশ চন্দ্র দাস, রিয়াদ হাসান প্রমুখ। সংবাদ সম্মেলনে তৌফিক রহমান বলেন, ১৯৯৮ সালের ১৫ জুলাই বাংলাদেশের প্রথম বেসরকারী টেলিভিশন হিসেবে সম্প্রচার শুরু করে এটিএন বাংলা। সেই থেকে আজ অবদি এই সুদীর্ঘ পথ চলা ছিল নানা অভিজ্ঞতা, পাওয়া না পাওয়া, ব্যর্থতা-সফলতায় ভরপুর। বর্তমানে আমাদের দেশ থেকে সম্প্রচারিত টেলিভিশনের সংখ্যা প্রায় ২৮। আরও অপেক্ষমাণ আছে আনুমানিক ১০টি। সম্প্রচারিত টেলিভিশনগুলোর মধ্যে বেশ কয়েকটি রয়েছে সম্পূর্ন হাইডেফিনেশন মানের। প্রত্যেকটি টিভি চ্যানেলই পরিচালিত হয় সম্পূর্ন দেশীয় সম্প্রচার কর্মী দ্বারা যা পনের বছর আগেও সম্পূর্নরূপে সম্ভব ছিল না। ২০১৩ সালে আমরা কয়েকজন সম্প্রচার কর্মী প্রথম উপলব্ধি করেছিলাম দেশের বিভিন্ন টিভি চ্যানেলের সম্প্রচার ও প্রকৌশল বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে একটি সংগঠন করা প্রয়োজন। সেই থেকে নানা প্রতিকূলতা পেরিয়ে আজ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল বংলাদেশ ব্রডকাস্টার্স এ্যাসোসিয়েশন। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের সম্প্রচার ও প্রকৌশল বিভাগের প্রধান মোল্লা মোহাম্মদ সায়েম বলেন, প্রতিটি টেলিভিশনের মোট জনবলের প্রায় অর্ধেকের বেশি কাজ করে সম্প্রচার ও প্রকৌশল বিভাগে, যাদের প্রায় শতভাগই কোন ধরনের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ অর্জন করেনি। শুধুমাত্র নিজেদের প্রচেষ্টায় এবং সহকর্মীদের সহযোগিতায় নিজেকে একজন দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলেছেন। এ অবস্থায় আমরা মনে করি, বিশ্বমান সম্পন্ন সম্প্রচার করতে হলে প্রাতিষ্ঠানিক এবং বিষয় ভিত্তিক প্রশিক্ষণ অত্যাবশ্যক। সেই লক্ষ্য অর্জন করাই এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য। আমার দৃঢ়বিশ্বাস, আমাদের সকল কর্মীই অত্যন্ত মেধাবী এবং আত্মবিশ্বাসী। সংগঠনের সাধারণ সম্পাদক হামিদ উল্লাহ মুকুল বলেন, ‘বাংলাদেশ ব্রডকাস্টার্স’ এ্যাসোসিয়েশন- কোন লাভজনক বা রাজনৈতিক প্রতিষ্ঠান নয়। সম্প্রচার কর্মী গড়ে তোলা এবং তাদের সামাজিক উন্নয়ন করাই এই সংগঠনের অন্যতম উদ্দেশ্য।
×