ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ শুরু উইম্বলডনের জমজমাট লড়াই

প্রকাশিত: ০৬:৪৭, ৩ জুলাই ২০১৭

আজ শুরু উইম্বলডনের জমজমাট লড়াই

গোলাম মোস্তফা ॥ দীর্ঘ এক বছরের অপেক্ষা শেষে আজ থেকে শুরু হচ্ছে উইম্বলডনের ১৩১তম সংস্করণ। যা ওপেন যুগের ৫০তম এবং মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট। মহিলা এককের চেয়ে এবার বেশি আকর্ষণ করবে পুরুষদের লড়াই। কারণ পুরুষ এককের সেরা সব তারকাদেরই যে দেখা যাবে কোর্টে নামতে। বর্তমান চ্যাম্পিয়ন এ্যান্ডি মারে প্রস্তুত শিরোপা নিজের করে রাখতে। দুইদিন আগেই ইস্টবোর্ন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে নোভাক জোকোভিচও জানিয়ে দিলেন নিজের সেরাটা ঢেলে দিতে চান তিনি। ফ্রেঞ্চ ওপেন জয়ী নাদালের চোখও শিরোপায়। অন্যদিকে রেকর্ড অষ্টম উইম্বলডনের শিরোপা নিজের শোকেসে তুলতে উন্মুখ হয়ে রয়েছেন টেনিসের জীবন্ত কিংবদন্তি রজার ফেদেরারও। উইম্বলডনের বর্তমান চ্যাম্পিয়ন এ্যান্ডি মারে। কিন্তু মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের আগেই ইনজুরির কবলে পড়েন গ্রেট ব্রিটেনের এই টেনিস তারকা। তবে কোমরের চোট নিয়েও শিরোপা ধরে রাখার ঘোষণা দিয়েছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা। এ বিষয়ে এক সাক্ষাতকারে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আমি তো আশাকরি পারব। একটার পর একটা ট্রেনিং সেশন করেছি। পারারই তো কথা।’ চোটের সঙ্গে কোর্টেও কঠিন পরীক্ষা দিতে হবে তাকে। প্রথম রাউন্ডেই লড়বেন অবাছাই আলেকসান্ডার বাবলিকের বিপক্ষে। এরপর যদি চতুর্থ রাউন্ড পর্যন্ত পৌঁছাতে পারেন সেখানে পাবেন তরুণ তুর্কী নিক কির্গিওস কিংবা লুকাস পাওলির যে কোন একজনকে। সবকিছু সঠিকভাবে এগোলে কোয়ার্টার ফাইনালেই অগ্নিপরীক্ষা। টেনিস র‌্যাঙ্কিংয়ের পাঁচে থাকা স্টানিসøাস ওয়ারিঙ্কার বিপক্ষে খেলতে হবে তাকে। আর সেমির প্রতিপক্ষ রাফায়েল নাদাল। টেনিস কোর্টে দুর্দান্ত সময় পার করছেন যিনি। সম্প্রতি ফ্রেঞ্চ ওপেনেও চ্যাম্পিয়ন হয়েছেন স্পেনের এই টেনিস তারকা। এর আগে দুইবার উইম্বলডনের শিরোপা জেতেন তিনি। কিন্তু ২০১০ সালের পর এই টুর্নামেন্টের শিরোপা জিততে পারেননি নাদাল। তবে এবার তাকে আশা জাগাচ্ছে মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত পারফর্মেন্স। এ বিষয়ে স্প্যানিশ টেনিস তারকা বলেন, ‘আমি মৌসুমের শুরু থেকেই খুব ভাল খেলছি। দেখা যাক এবার কি হয়। আমি জানি এখানে খেলাটা কঠিন। তবে এখানে আবারও কোর্টে নামার আগে আমি খুবই রোমাঞ্চিত। কেননা এটা এমন একটা টুর্নামেন্ট যেখানে আমি খেলতে খুবই ভালবাসি।’ নোভাক জোকোভিচও স্বরূপে ফিরেছেন। দুইদিন আগেই জিতেছেন ইস্টবোর্ন টুর্নামেন্টের শিরোপা। তবে গত দুই বছরের তুলনায় এবারের উইম্বলডনকে ধরা হচ্ছে সবচেয়ে জমজমাট আসর হিসেবে। মারে, জোকোভিচদের আড়ালে ঢাকা পড়ে যাওয়া সাবেক বিশ্বসেরা রাফায়েল নাদালের সঙ্গে যে ফিরছেন রজার ফেদেরারও। উইম্বলডন শেষ হওয়ার পরের মাসেই ছত্রিশে পা রাখবেন সুইজারল্যান্ডের এই জীবন্ত কিংবদন্তি। কিন্তু রেকর্ড ১৮টি গ্র্যান্ডসøাম জয়ী ফেদেরার এবার আট নম্বর উইম্বলডন জিততে চান। এক খোলামেলা সাক্ষাতকারে ফেদেরার তাই জানালেন। অনেকেই বলে থাকেন উইম্বলডন আপনার ঘর-বাড়ি। ২০০১ সালে শুরু করে সেবার পিট সাম্প্রাসের বিপক্ষে ম্যাচের কথা মনে আছে কী? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওই প্রথম এবং শেষবার খেলেছিলাম সাম্প্রাসের বিপক্ষে। পঞ্চম সেটে ম্যাচটা জিতেছিলাম ৭-৫ গেমে। আমার বয়স ছিল ১৯। তখনই বুঝেছিলাম এটাই হচ্ছে আসল টেনিস। তখনই ঠিক করি এই কোর্টে আবার ফিরতে হবে। এদের সঙ্গে নিয়মিত খেলতে হবে। আমি টেনিস খেলে যাব আর খেলব বড় কোর্টে। তাহলে কি ওটাই আপনার টেনিস জীবনের টার্নিং পয়েন্ট ছিল? জবাবে বলেন, ‘বলতে পারেন। তখনই বুঝেছিলাম পরিশ্রমের মূল্যটা কি। বুঝেছিলাম অনুশীলনে প্রতিটি কাজ নিখুঁতভাবে করতে পারলে ফল পাওয়া যাবে। এসব কিছুই আপনার জীবনে তফাত গড়ে দেবে।’ এরপরই আসে উইম্বলডন প্রসঙ্গ। ফেড এক্সপ্রেস বলেন, ‘আমি আরও টুর্নামেন্টে জিততে চাই। এ বছরে আমার শুরুটা অবিশ্বাস্য হয়েছে। সব প্রত্যাশা ছাপিয়ে গিয়েছি। ঘাসের কোর্টে খেলার ব্যাপারটা আমার কাছে খুব স্বাভাবিকভাবে আসে। ইতিবাচক মানসিকতা নিয়েই কোর্টে নামব। আমার অভিজ্ঞতা আছে। আরও একবার উইম্বলডন জিততে চাই।’
×