ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চলতি অর্থবছরের প্রথম দিনে লেনদেন সাড়ে আট শ’ কোটি টাকা

প্রকাশিত: ০৫:৫২, ৩ জুলাই ২০১৭

চলতি অর্থবছরের প্রথম দিনে লেনদেন সাড়ে আট শ’ কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৭-১৮ অর্থবছরের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন বেড়েছে। তবে উভয় বাজারেই সূচকে ছিল মিশ্র প্রবণতা। বাজার বিশ্লেষণে দেখা গেছে, রবিবার ডিএসইতে ৮৫৫ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসের তুলনায় ৫৩ কোটি ৯৩ লাখ টাকা বেশি। গত কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে ৮০১ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৯টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির শেয়ারদর। আইডিএলসি ইনভেস্টমেন্টের বাজার পর্যালোচনায় বলা হয়েছে, চলতি অর্থবছরের প্রথম কার্যদিবসে সূচকের সামান্য পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে। লেনদেনে অংশ নেয়া বড় কোম্পানি বিশেষ করে ব্যাংকের দর কমার কারণেই সূচকের এ নিম্নমুখী প্রবণতা বজায় ছিল। তবে দিনটিতে মোট ১৭৯টি কোম্পানির দর বেড়েছে এবং ১১৩টি কোম্পানির দর কমেছে। ৮৬০ কোটি টাকা লেনদেনের দিনে বস্ত্র খাতটির মোট ১৫০ কোটি, জ্বালানি এবং শক্তি খাতের ১১৩ কোটি এবং ওষুধ এবং রসায়ন খাতের মোট ১১০ কোটি টাকার লেনদেন হয়েছে। দিনটিতে ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের ২.৫ শতাংশ দর বেড়েছে। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১ পয়েন্ট কমে ৫ হাজার ৬৫৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক শূন্য দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৯৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৭৮ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ রিজেন্ট টেক্সটাইল, ডরিন পাওয়ার, লঙ্কা-বাংলা ফাইন্যান্স, এএফসি এ্যাগ্রো, আইসিবি, বেক্সিমকো, বারাকা পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, শাহজিবাজার পাওয়ার ও ফু-ওয়াং ফুড। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ বিডি অটোকার, রূপালী ব্যাংক, ফু-ওয়াং ফুড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, আরডি ফুড, আইসিবি, আনালিমা ইয়ার্ন, জেমিনি সী ফুড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ও হাক্কানী পাল্প। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ রিপাবলিক ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, সিভিও পেট্রোকেমিক্যাল, বিডিকম, খুলনা প্রিন্টিং এ্যান্ড প্যাকেজিং, বেক্সিমকো সিনথেটিক, আইসিবি সোনালী মিউচুয়াল ফান্ড ও ইউনাইটেড এয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৫৩১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারদর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ ঢাকা ব্যাংক, লঙ্কা-বাংলা ফাইন্যান্স, সামিট পাওয়ার, বেক্সিমকো, বারাকা পাওয়ার, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, যমুনা অয়েল, কেয়া কসমেটিকস, অলিম্পিক এক্সেসরিজ ও আরডি ফুড।
×