ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাবা-মায়ের বিয়ে দেখার অপেক্ষায় দুই ভাই থিয়াগো ও মাতেও

মেসির জন্মদিন আজ, শুক্রবার বিয়ে

প্রকাশিত: ০৭:১৭, ২৪ জুন ২০১৭

মেসির জন্মদিন আজ, শুক্রবার বিয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ অপেক্ষার প্রহর শেষ। দীর্ঘদিনের প্রেমিকা এ্যান্টোনেল্লা রোকুজ্জোকে আগামী শুক্রবার বিয়ে করছেন ফুটবল সুপারস্টার লিওনেল মেসি। এর আগে পাঁচবারের ফিফা সেরা তারকা জন্মদিন পালন করছেন। আজ এই মহাতারকার ৩০তম জন্মদিন। জন্মদিন ও বিয়ে মিলিয়ে এখন রোজারিওতে চলছে উৎসব। সব পথ মিশে গেছে এখানটাই। তবে জন্মদিনের চেয়ে বিয়ে নিয়েই এখন ব্যস্ত আর্জেন্টাইন অধিনায়ক। তারকা এই ফুটবলারের বিয়েতে রোজারিওতে আসছেন ফুটবল, শোবিজ জগতের রথী-মহারথীরা। মেসি-রোকুজ্জোর বিয়ে এরই মধ্যে পেয়ে গেছে গত কয়েক দশকে দক্ষিণ আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিয়ের স্বীকৃতি। জন্মদিনের ছয়দিন পর জন্মস্থান রোজারিওরই সিটি সেন্টারে বান্ধবী রোকুজ্জোর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। বিয়েতে আমন্ত্রিতদের তালিকায় মেসির বাল্যকালের বন্ধু যেমন আছেন, তেমনি আছেন ক্লাব দল বার্সিলোনার তারকা সতীর্থ বন্ধুরাও। নেইমার, লুইস সুয়ারেজসহ থাকবেন অনেকে। এমনকি বিয়েতে থাকার কথা মেসির চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অবশ্য শেষ খবর, সি আর সেভেন থাকতে পারবেন না। কেননা কনফেডারেশন্স কাপ খেলতে বর্তমানে তিনি রাশিয়া অবস্থান করছেন। আপাতত ফুটবলের ক্ষুদে জাদুকরের বিয়ের চিন্তায় ঘুম নেই রোজারিওবাসী ও গোটা আর্জেন্টিনার। প্রস্তুতির তোড়জোড় শুরু করে দিয়েছেন শাকিরার মতো মেগা পপস্টারও। প্রথমে শোনা গিয়েছিল ৬০০ জন অতিথিকে নিমন্ত্রণ জানানো হয়েছে। ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, ২৫০ জন হাজির থাকবেন লিওর বিয়েতে। সার্জিও এ্যাগুয়েরোর স্ত্রী কারিনা এই বিয়েতে গান গাইবেন, আদতে তিনি একজন পেশাদার গায়িকা। সাধারণত আর্জেন্টিনায় গেলে নিরাপত্তার কড়াকড়ি পছন্দ করেন না মেসি। কিন্তু বিয়ের সময় সাধারণ মানুষের আগ্রহ বাড়বেÑ এই ধারণা মাথায় রেখে নিরাপত্তা নিয়ে আলাদাভাবে পরিকল্পনা করা হয়েছে। তার ওপর অতিথি তালিকায় বিশ্বের নামী তারকারা থাকবেন বলেও উপচেপড়া ভিড় হবে। তা সামাল দিতে পুলিশের দ্বারস্থ হবেন অনুষ্ঠান তদারককারীরা। মেসির বিয়ে আর ওয়েডিং প্ল্যানার থাকবে না, তা কী করে হয়? এই দায়িত্বটা নিয়েছেন বারবারা ডায়েজ। ‘লা ক্যাপিটালে’র খবর, রোকুজ্জো যে পোশাক পরে বিয়ে করবেন তা বানাচ্ছেন স্প্যানিশ ডিজাইনার রোজা ক্লারা। অতিথিদের কেশবিন্যাসের জন্য রাখা হয়েছে ২০ জন হেয়ারড্রেসার।১৯৯৬ সালে জন্মস্থান আর্জেন্টিনার রোজারিওতে মেসি ও রোকুজ্জোর প্রথম দেখা হয়। তবে তাদের পরিণয়টা শুরু হয় ২০০৮ সালে। আর একসঙ্গে থাকা শুরু করেন ২০১০ সাল থেকে। আনুষ্ঠানিকভাবে বিয়ে না করলেও ইতোমধ্যে মেসি-রোকুজ্জোর ঘর আলো করে এসেছে দুই সন্তান। বড় ছেলে থিয়াগো মেসির বয়স চার বছর। আর ছোট ছেলে মাতেওর বয়স এক বছর। দীর্ঘদিনের প্রেমিকাকে এবার পাকাপাকিভাবে জীবনসঙ্গীনী করছেন বিশ্বফুটবলের অন্যতম সেরা তারকা মেসি। আর এ লক্ষ্যে বেশ ঘটা করেই কেনাকাটা করছেন তারা। বিয়ের পিঁড়িতে বসলেও তার আগেই মেসি-রোকুজ্জোর ঘর আলো করে এসেছে দুই সন্তান থিয়াগো ও মাতেও। দুই ভাই এখন বাবা-মায়ের বিয়ে দেখার অপেক্ষায় আছে। বিয়েতে অতিথিদের উপহার না দিতে অনুরোধ করেছেন মেসি-রোকুজ্জো। তবে তারা বলেছেন, কেউ যদি সত্যিই কিছু দিতে চান সেটি যেন দান করেন ‘লিও মেসি ফাউন্ডেশনে’, যে ফাউন্ডেশন বিশ্বজুড়ে কাজ করে সুবিধাবঞ্চিত শিশুদের পড়ালেখা, স্বাস্থ্য ও খেলাধুলা নিয়ে।
×