ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সুপার লীগ রিলিজ হলো এ্যান্ড্রয়েড স্মার্টফোনে

প্রকাশিত: ০৬:৪০, ২২ জুন ২০১৭

সুপার লীগ রিলিজ হলো এ্যান্ড্রয়েড স্মার্টফোনে

সুপার লীগ পেচাস গেম স্টুডিও দ্বারা প্রস্তুতকৃত এ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য এক উদ্ভাবনী ক্রিকেট গেম, যা পাবলিশ করেছে জাপাক। সিসি : এসএল বিশে^র প্রথম এমন ক্রিকেট গেম যেখানে প্লেয়াররা পাবে অন-ফিল্ড প্লেয়ার হিসেবে সুপার পাওয়ার এবং সঙ্গে ম্যানেজার হিসেবেও নিজের দল ও দলের অর্থ পরিচালনা করার সুযোগ। বিশ্বজুড়ে শত শত গেমের মধ্যে থেকে আগামীর শ্রেষ্ঠ ২০ ইন্ডি গেমের একটি হিসেবে নির্বাচিত হওয়ার পর জাপাকের চোখে পড়ে পিজিএস। এরপরেই শুরু হয় পিজিএস ও জাপাকের পার্টনারশিপ এবং জাপাক হয়ে যায় এই গেমটির পাবলিশার। এই প্রথম বাংলাদেশে তৈরি একটি গেম অন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এবং বিশ্বব্যাপী শ্রোতাদের জন্য আন্তর্জাতিক এক প্রকাশক দ্বারা প্রকাশিত হচ্ছে। -বিজ্ঞপ্তি লাইসেন্স পেল সিরাজগঞ্জ ইকোনমিক জোন বেসরকারী খাতে সিরাজগঞ্জ ইকোনমিক জোনকে প্রিকোয়ালিফিকেশন (প্রাকযোগ্যতা) লাইন্সেস দেয়া হয়েছে। বেসরকারী খাতে এটি হবে দেশের সর্ববৃহৎ ইকোনমিক জোন। মঙ্গলবার রাজধানীর হোটেল রেডিসান ব্লু-ওয়াটার গার্ডেনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত অনুষ্ঠানে এ লাইন্সেস প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেনÑ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) আবুল কালাম আজাদ। তিনি বলেন, সিরাজগঞ্জ ইকোনমিক জোনের উদ্যোক্তারা তাদের পূর্ব ব্যবসার সুনাম অক্ষুণœ রেখে ইকোনমিক জোন সফলভাবে বাস্তবায়নে সক্ষম হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ অতিথির বক্তব্যে ভূমি সচিব ড. মুজিবুর রহমান হাওলাদার বলেন, এ বিশাল পরিমাণ জমি অধিগ্রহণ বেসরকারী খাতের জন্য বাংলাদেশে এটিই প্রথম। সিরাজগঞ্জ ইকোনমিক জোন লিমিটেড সফল হলে সরকারী-বেসরকারী খাতের জন্য এ ধরনের উদ্যোগ গ্রহণে চিন্তা করবে। -অর্থনৈতিক রিপোর্টার
×