ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৩১ হাজার ৩৩১ প্রতিষ্ঠান ই-বিআইএন নিয়েছে

প্রকাশিত: ০৬:৪৬, ২০ জুন ২০১৭

৩১ হাজার ৩৩১ প্রতিষ্ঠান ই-বিআইএন নিয়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ অনলাইনে ভ্যাট নিবন্ধন ব্যবস্থা চালুর পরে ৩ মাসে মোট ৩১ হাজার ৩৩১টি প্রতিষ্ঠান ই-বিআইএন গ্রহণ করেছে। আর ভ্যাট রাজস্বের ৯০ শতাংশেরও বেশি আসে অনলাইনে ইলেকট্রনিক বিজনেস আইডেনটিফিকেশন নম্বর বা ই-বিআইএন গ্রহণ করা এসব প্রতিষ্ঠানের থেকে। ভ্যাট অনলাইন প্রকল্পের প্রকল্প পরিচালক ও সদস্য (কাস্টমস্ ও ভ্যাট প্রশাসন) রেজাউল হাসান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সম্পূর্ণ হয়রানিমুক্ত পরিবেশে ব্যবসায়ীরা যাতে সহজ পদ্ধতিতে ব্যবসা পরিচালনা করতে পারেন, এ জন্য অনলাইনে ভ্যাট নিবন্ধন দেয়া হচ্ছে। এতে পুনঃনিবন্ধনের পাশাপাশি নতুন নিবন্ধনও নিচ্ছে ব্যবসায়ীরা। তিনি জানান, ১৫ মার্চ থেকে অনলাইন নিবন্ধন পদ্ধতি চালু হওয়ার পর ১৩ জুন পর্যন্ত ৩১ হাজার ৩৩১টি ব্যবসায় প্রতিষ্ঠান ই-বিআইএন নম্বর গ্রহণ করেছে। প্রথমদিকে অনলাইনে নিবন্ধন গ্রহণের সংখ্যা খুব কম ছিল। তবে ধীরে ধীরে এ অবস্থার পরিবর্তন হয়েছে। বর্তমানে দৈনিক ই-বিআইএন গ্রহণের সংখ্যা ২ হাজারেরও বেশি। তবে এখনও যেসব প্রতিষ্ঠান নিবন্ধন বা পুনঃনিবন্ধন করেনি, তাদের দ্রুত নিবন্ধন নেয়ার আহ্বান জানান তিনি। রেজাউল হাসান বলেন, ভ্যাট আইন-১৯৯১ এর আওতায় বর্তমানে ৮ লাখ নিবন্ধন রয়েছে। তবে অনলাইনে নিবন্ধন পদ্ধতি চালু হওয়ায় এর সংখ্যা বিপুল পরিমাণ কমে আসবে। কারণ আগে একটি প্রতিষ্ঠানকে আলাদা আলাদাভাবে নিবন্ধন নিতে হত। এখন একটি ই-বিআইএন নম্বরে চলবে। উল্লেখ্য, আগামী ১ জুলাই থেকে বাস্তবায়ন হতে যাওয়া মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর আওতায় ই-বিআইএন ছাড়া কোন প্রতিষ্ঠান আমদানি-রফতানিসহ অন্যান্য ব্যবসায় কার্যক্রম পরিচালনা করতে পারবে না। অনলাইনে সেবা নেয়ার জন্য ভ্যাট নিবন্ধন বা ই-বিআইএন নেয়ার বিষয়টি অনেকটা অনলাইনে কর শনাক্তকরণ নম্বর বা ই-টিআইএনের মতো। এরই মধ্যে যেসব প্রতিষ্ঠানের সনাতনী পদ্ধতিতে নিবন্ধন নেয়া আছে, সেসব প্রতিষ্ঠানকে এখন নতুন করে অনলাইনে পুনঃনিবন্ধন নিতে হবে। বছরে ৩৬ লাখ টাকার কম লেনদেন হয় এমন প্রতিষ্ঠান এর বাইরে থাকবে। বার্ষিক লেনদেন ৩৬ লাখ টাকার বেশি হলেই কেবল অনলাইনে নিবন্ধন নিতে হবে।
×