ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঈদে দীপু হাজরার দুই নাটক

প্রকাশিত: ০৭:২০, ১৮ জুন ২০১৭

ঈদে দীপু হাজরার দুই নাটক

স্টাফ রিপোর্টার ॥ দেশের প্রতিভাবান নাট্য নির্মাতা দীপু হাজরা ঈদ-উল-ফিতরের জন্য দুটি বিশেষ নাটক নির্মাণ করেছেন। নাটক দুটি হলোÑ বৃন্দাবন দাসের রচনায় ‘উসিলা’ এবং অপর নাটকটি আহসান হাবিব সকালের রচনায় ‘আহত গন্তব্য’। ‘উসিলা’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, ইভানা, জামিল হোসেন, মাসুদ রানা মিঠু, আশরাফ রবি প্রমুখ। ‘উসিলা’ নাটকটি গাজী টিভিতে প্রচার হবে। আর ‘আহত গন্তব্য’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, সুমাইয়া শিমু, সামিয়া সাঈদ, সাদিয়া তিতলি, আলী ফায়ান, সাদ্দাম সানি। ‘আহত গন্তব্য’ নাটকটি মাছরাঙ্গা টেলিভিশনে প্রচার হবে। এ প্রসঙ্গে নির্মাতা দীপু হাজরা বলেন, প্রতি ঈদেই আমি খ- নাটক নির্মাণ করি। তবে সংখ্যায় কম। আমি চেষ্টা করি গল্পের মান ঠিক রেখে এমন একটা কিছু তৈরি করব যাতে দর্শকরা ভালভাবে উপভোগ করতে পারেন। সেই প্রচেষ্টার ধারাবাহিকতায় ‘আহত গন্তব্য’ এবং ‘উসিলা’ নাটক দুটি নির্মাণ করেছি। এবারের নাটক দুটি একটি গল্পের সঙ্গে আরেকটির কোন মিল নেই। এমনকি একটি গল্প গ্রামের পটভূমি অন্যটি শহরের। আশা করি নাটক দুটি দর্শকদের ভাল লাগবে। দীপু হাজরা কাজের মাধ্যমে তার স্বকীয়তা বজায় রেখেছেন সব সময়। আলোচনায়ও এসেছেন বার বার। তার আলোচিত নাটকগুলোর মধ্যে ‘ইলু ইলু’, ‘জিন্না কসাই’, ‘শাপলা স্টুডিও’, ‘কুত্তা চোর’, ‘কাঁক’, ‘ভোঁদাই’, ‘ছবির দেশে কবিতার দেশে’, ‘গান মজিদ’, ‘লাভ রশিদ’, ‘মফিজ বিএসসি’, ‘সেতুবন্ধন’, ‘নীল নীরবতা’, ‘শব্দের শরীর’ প্রভৃতি। এছাড়া ‘থ্রি কমরেডস’ নামে ১০৭ পর্বের একটি ধারাবাহিক নির্মাণ করে ব্যাপক প্রশংসিত হোন। দীর্ঘ ৭ বছর ধরে ‘রোজাদার’ নামের নাটিকা নির্মাণ করে সমাজ সচেতন দর্শকদের কাছে নন্দিক হোন তিনি। পাশাপাশি তার নির্মিত ‘আমার ছবি আমার গান’ অনুষ্ঠানটিও ব্যতিক্রমী নির্মাণ হিসেবে অনেক নির্মাতারই দিক নির্দেশক হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি। দীপু হাজরার জন্য অনেক অনেক শুভ কামনা।
×