ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেনাপোল কাস্টমসে ঈদের ছুটি কর্তন

প্রকাশিত: ০৬:৪৪, ১৫ জুন ২০১৭

বেনাপোল কাস্টমসে ঈদের ছুটি কর্তন

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ শুধু ঈদের দিন ছুটি বহাল রেখে আগামী ৩০ জুন পর্যন্ত সপ্তাহে সাতদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কাস্টম হাউসে অফিস খোলা রাখার নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা বলছেন, সরকারী ও সাপ্তাহিক ছুটির দিনে বেনাপোলে কোন কাজ করেন না বন্দর ব্যবহারকারীরা। ফলে ছুটি বাতিল করে সরকারের রাজস্ব আয় কতটা বাড়বে, তা নিয়ে সংশয় রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পবিত্র রমজানে আমদানি-রফতানি স্বাভাবিক রাখতে বেনাপোল কাস্টমস হাউজ সপ্তাহে সাতদিন খোলা রেখে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে। গত রবিবার বিকেলে এ নির্দেশনা সংক্রান্ত চিঠি জারি করে জাতীয় রাজস্ব বোর্ড বেনাপোল কাস্টমস হাউসকে পাঠায়। নির্দেশনায় বন্দর কর্তৃপক্ষের উদ্ধৃতি দেয়া হলেও তারা কিন্তু সরকারী ছুটির দিনে কাজ করে না। রাজস্ব বৃদ্ধি ও আমদানি-রফতানি স্বাভাবিক রাখতে জাতীয় রাজস্ব বোর্ড এ সিদ্ধান্ত নিলেও নেতিবাচক প্রতিক্রিয়া হয়েছে সংশ্লিষ্টদের মধ্যে। ছুটি ভোগ থেকে বঞ্চিত হতে চলায় ক্ষুব্ধ কাস্টম ও বন্দর কর্মকর্তা-কর্মচারীসহ বন্দর ব্যবহারকারী সংগঠনগুলোর কর্মকর্তা-কর্মচারীরা। তারা বলছেন, বন্দর-কাস্টমস খোলা থাকলেও খুব একটা লাভ হবে না। সরকারী ছুটিতে সিএ্যান্ডএফ এজেন্টরা কোন কাজ করে না। অনেকে বাড়িতে চলে যান স্বজনদের সঙ্গে উৎসব উদযাপন করতে। ব্যাংকও বন্ধ থাকবে। পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে তারা বলছেন, ঈদের আগে-পরে মিলিয়ে অন্তত এক সপ্তাহ পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকে। ঢাকার আমদানিকারকরা ঈদের দিন পাঁচেক আগে ও পরে কোন পণ্য খালাস করেন না। তাদের কর্মচারী-মজুররা ঈদের ছুটিতে দেশের বাড়ি চলে যান। ছুটি কাটিয়ে এসে তারা পণ্য খালাসের কাজ শুরু করেন। সংশ্লিষ্টদের প্রশ্ন, আমদানিকারক ও তাদের প্রতিনিধিরা কাজ না করলে কাস্টমস কর্তৃপক্ষ অফিস খোলা রেখে কী করবে? এছাড়া পবিত্র লাইলাতুল কদরের দিনও অফিস খোলা রাখার নির্দেশ কার কাছে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন একজন শুল্ক কর্মকর্তা। তিনি বলেন, ‘পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করার জন্য পরিবহনের টিকিট সংগ্রহ করেছি। পরিবার নিয়ে গ্রামের বাড়িতে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনের প্রস্তুতি থাকলেও জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় সব কিছু মাটি হয়ে গেল।’ বেনাপোল সিএ্যান্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা বলেন, ‘সরকারী নির্দেশ অমান্য করে কী কারণে জাতীয় রাজস্ব বোর্ড ছুটি বাতিল করে মাত্র একদিন (ঈদের দিন) রাখলো তা আমার বোধগম্য নয়। ঈদের আগে তিনদিন ও পরে তিনদিন মহাসড়কে ট্রাক চলাচল বন্ধ থাকবে। সে ক্ষেত্রে বন্দর থেকে মাল নিয়ে কোথায় রাখব? অনেক সিএ্যান্ডএফ মালিক-কর্মচারীরা প্রতিবছর ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যায়। বন্দর, ব্যাংক ছুটি থাকে। এভাবে ছুটি বাতিল করে অফিস খোলা রেখে কোন লাভ হবে না। কাজ করবে না সিএ্যান্ডএফ এজেন্টরা।’ বেনাপোল সিএ্যান্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, ‘সরকারী ছুটির তালিকা আগেই সবাইকে জানিয়ে দেয়া হয়েছে। ভারতের সিএ্যান্ডএফ ব্যবসায়ীরা বিষয়টি জানেন। নতুন করে ছুটি বাতিল করে অফিস করায় জাতীয় রাজস্ব বোর্ড কতটুকু লাভবান হবেন, তা নিয়ে সন্দেহ আছে।’ তিনি আরও জানান, ‘বন্ধের দিন পোর্ট কর্তৃপক্ষ হলিডে ও ওভারটাইম চার্জ আদায় করায় আমদানিকারকরা ছুটির দিনে পণ্য খালাসে অনীহা প্রকাশ করেন।’ বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মোঃ শওকাত হোসেন রাজস্ব বোর্ড থেকে ছুটি বাতিলের নির্দেশনা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ সময় আমদানি-রফতানি বাণিজ্য সচল রাখতে সংশ্লিষ্টরা অফিস করবেন।’
×