ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৪৭, ১৩ জুন ২০১৭

টুকরো খবর

ঈদে শিমুলিয়া ঘাটে যানজট থাকবে না স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ এবারের ঈদে দক্ষিণবঙ্গের অন্যতম প্রবেশদ্বার শিমুলিয়া ফেরিঘাট থাকবে যানজট মুক্ত। যাত্রী পারাপার হবে নির্বিঘ্নে। যাত্রীদের কোন হয়রানির শিকার হতে হবে না। এমনটিই আশা করছেন ঘাটসংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। নৌপথ ছোট হওয়াসহ নানান কারণেই তাদের এমন আশা। বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শাহ খালেদ নেওয়াজ জানান, এবার ঈদে ঘাটে তেমন জানযটে পড়তে হবে না যাত্রীসাধারণের। কারণ, ১৩ কি.মিটারের শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথের দূরত্ব পাঁচ কিমি কমে নতুন ঘাট শিমুলিয়া-কাঁঠালবাড়ি দূরত্ব দাঁড়িয়েছে মাত্র আট কি.মিটারে। এতে ফেরি পারাপারে সময় যেমন কম লাগছে তেমনি ফেরির ট্রিপ সংখ্যাও বেড়ে গেছে। ফলে যানবাহন পারাপার করা যাচ্ছে বেশি। মাদক মামলায় যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১২ জুন ॥ অভিনব কায়দায় ৫ কেজি ৬শ’ গ্রাম ফেনসিডিল বহনের অভিযোগে মাদক ব্যবসায়ী রহিমা বেগমকে যাবজ্জীবন কারাদ-ের আদেশ প্রদান করেছে আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় প্রদান করেন। জানা গেছে, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বিশাপাড়া গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী রহিমা বেগম অভিনব কায়দায় বোতলে না এনে একটি পলিথিনের মধ্যে ৫ কেজি ৬শ’ গ্রাম ফেনসিডিল নিয়ে আসার সময় রংপুরের পীরগঞ্জ উপজেলা সদরের কাছে পুলিশ আটক করে। বিদ্যুতস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারে চানাচুর কারখানায় বিদ্যুতস্পর্শে রহমতউল্ল্যাহ (১৪) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার ব্রাহ্মন্দীহ্ম ইউনিয়নের ব্রাহ্মন্দীহ্ম এলাকার ওছমান ফুড প্রডাক্ট কারখানায়। জানা গেছে, উপজেলার ব্রাহ্মন্দীহ্ম ইউনিয়নের ব্রাহ্মন্দীহ্ম এলাকার ওছমান ফুড প্রডাক্ট নামের চানাচুর কারখানার লোহার গেটের সঙ্গে বিদ্যুতস্পর্শে রহমতউল্ল্যাহ নামে এক কিশোর শ্রমিক গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। জাতীয়করণ দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাছাইকৃত জেলা ও উপজেলার বিদ্যালয়গুলোকে জাতীয়করণের দাবিতে সোমবার বেলা ১১টায় রাজশাহীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে রাজশাহীর বেসরকারী প্রাথমিক বিদ্যালয় কমিটি এ কর্মসূচী পালন করে। কর্মসূচী চলাকালে বেসরকারী প্রাথমিক শিক্ষক সমিতির রাজশাহী বিভাগীয় সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হারুন-অর-রশীদ ও সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা গাজী নূর মোহাম্মদ পাটোয়ারী। এ সময় বিভাগীয় সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ জেলা উপজেলা পর্যায়ের বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। কর্মসূচীতে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ৯ জানুয়ারি ২৬ হাজার ১৯৩টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন। কিন্তু তৃতীয় ধাপে উপজেলা ও জেলা পর্যায়ের যাচাই-বাছাই কমিটির সুপারিশকৃত বিদ্যালয়সমূহ বাদ দিয়ে গত ২৩ মার্চ ৩০৩টি বাতিলকৃত বিদ্যালয়ের গেজেট প্রকাশ করা হয়। তাই জাতীয়করণে যোগ্য যাচাই-বাছাই সমাপ্তকৃত বিদ্যালয়সমূহকে জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করা হয়। পরে রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন কমিটির নেতৃবৃন্দ। স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীন কারাদ-ের আদেশ দিয়েছে আদালত। রায়ে একইসঙ্গে দ-প্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের কারাদ- দেয়া হয়। সোমবার সকালে জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ রায় প্রদান করে। দ-প্রাপ্ত আসামির নাম শরবেশ আলী (৩৬)। তিনি টাঙ্গাইলের বাগবাড়ি এলাকার কাসেম আলীর ছেলে। গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক আমবাগানের পাশে একটি বাড়িতে দুই সন্তানের জনক রিক্সা-ভ্যানচালক শরবেশ আলী তার স্ত্রী শাহিদা বেগম (৩০) ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকত। শাহিদা বেগম স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করত। প্রায়শ শরবেশ তার স্ত্রীর নিকট টাকা-পয়সা চাইতো। টাকা না দিলে তাদের মধ্যে ঝগড়া বিবাদ হত এবং স্ত্রীকে মারধর করত শরবেশ আলী। ২০১৪ সালের ২ এপ্রিল রাতে শরবেশ আলী তার স্ত্রীর কাছে কিছু টাকা দাবি করে। শাহিদা বেগম টাকা দিতে অস্বীকার করলে তার ওপর স্বামী শরবেশ আলী ক্ষুব্ধ হয়। একপর্যায়ে ক্ষুব্ধ শরবেশ হাত-পা বেঁধে তাদের দুই সন্তানকে বিছানায় ফেলে রাখে। পরে সন্তানদের সামনেই বালিশ চাপা দিয়ে ও গলা টিপে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা করে ঘর পালিয়ে যায় শরবেশ। মেয়ের বিরুদ্ধে বাবার মামলা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ এবার মাদকাসক্ত মেয়ের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক অসহায় পিতা। আদালতের বিচারক আলী হোসাইন মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত মেয়ে সেতু আক্তারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। সোমবার দুপুরে বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেছেন জেলার উজিরপুর উপজেলার পরমান্দপুর এলাকার বাসিন্দা জাকির হোসেন আবু। জানা গেছে, আবুর মেয়ে সেতু সম্প্রতি সময়ে নেশায় আসক্ত হয়ে পড়ে। সে নেশার টাকার জন্য প্রায়ই ঘরের আসবাবপত্র চুরি করে বিক্রি করে দেয়। লোপার-পুলিশ স্বামীর গ্রেফতার দাবি নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১২ জুন ॥ নিয়মিত মামলার আটদিন পরও মেধাবী কলেজছাত্রী ও তরুণী গৃহবধূ আশরাফুন্নাহার লোপার নির্যাতনকারী যৌতুকলোভী স্বামী ডিএমপি পুলিশের এসআই শাহিনুল ইসলাম ও তার সহযোগীদের গ্রেফতার ফুঁসে উঠছে স্থানীয় নারী ও মানবাধিকার সংগঠনসহ অভিভাবক ও শিক্ষার্থীরা। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিশাল মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। জেলা মানবাধিকার কমিশনের ব্যানারে আয়োজিত ওই মানববন্ধনে নাগরিক সংগঠন জনউদ্যোগ, হিউম্যান রাইটসসহ উদীচীর কর্মকর্তা-সদস্য, আইনজীবী, সাংবাদিক ও নির্যাতিতা লোপার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এম এ পাবলিক স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা একাত্মতা পোষণ করে অংশ নেয়। ওই সময় জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া তার সমাপনী বক্তব্যে বলেন, ব্যবসায়ী পরিবারের একমাত্র কন্যা লোপাকে যেভাবে নির্যাতন করা হয়েছে তা মধ্য যুগীয় বর্বরতাকেও হার মানায়। আর বর্তমান সময়ে ওই ধরনের নির্যাতন কোন মানুষের কাজ হতে পারে না। নির্যাতনের ক্ষত নিয়ে টানা ৯ দিন যাবত লোপা হাসপাতালের শয্যায় কাতরাতে কাতরাতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে উপনীত হলেও তার পাষ- স্বামী এসআই শাহিন এখনও বহাল তবিয়তে রয়েছে। পুলিশ শাহিন ও তার সহযোগীদের গ্রেফতারের বিষয়ে একেবারেই নীরব রয়েছে। ডিগ্রী পরিবর্তন ॥ শিক্ষার্থীদের বিক্ষোভ স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিএসসি কৃষি ও কৃষি ব্যবসা ডিগ্রীর পরিবর্তে বিএসসি কৃষি ডিগ্রী প্রদানের দাবিতে এবং ছাত্রী লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সোমবার সকাল ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কর্মসূচী পালন করে তারা। এ সময় শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেছে। শিক্ষার্থীরা জানায়, ২০১৩ সালে এই বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম বিএসসি কৃষি ও কৃষি ব্যবসা (এগ্রিকালচার এ্যান্ড এগ্রিবিজনেস) ডিগ্রীটি খোলা হয়। কিন্তু নতুন এই ডিগ্রী চালু করা হলেও পিএসসিতে তা অন্তর্ভুক্ত করতে কোন কার্যকর পদক্ষেপ নেয়নি তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন। দেশের কোন বিশ্ববিদ্যালয়ে এই ডিগ্রী না থাকায় এবং পিএসসিতে অন্তর্ভুক্ত না থাকার ফলে কৃষির বিসিএস কোটা থেকে শুরু করে কৃষি গবেষণা সম্পর্কিত কোন প্রতিষ্ঠানে চাকরির আবেদন করতে পারবে না সংশ্লিষ্ট শিক্ষার্থীরা। সর্বশেষ শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এই ডিগ্রী প্রদান করা হলেও চাকরির অনিশ্চয়তা থেকে ডিগ্রীটি তুলে নেয়া হয়। এই ডিগ্রীর শিক্ষার্থীদের বিভিন্ন চাকরির ক্ষেত্রে সুযোগ না থাকায় দীর্ঘদিন ধরে তা বাতিল করে কৃষি অনুষদ চালুর দাবি করে আসছে শিক্ষার্থীরা। আর মাত্র তিন মাস বাকী এই ডিগ্রীর শেষ সেমিস্টারের শিক্ষার্থীদের বের হয়ে যেতে। তাই দ্রুত তাদের ডিগ্রী পরিবর্তনের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। পিস্তলসহ কালা স্বপন গ্রেফতার স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে বিদেশী পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিনসহ ওয়াসিম আহমেদ স্বপন ওরফে কালা স্বপন সহযোগী আল আমিনসহ গ্রেফতার হয়েছে। র‌্যাব-১১ রবিবার গভীর রাতে উপজেলার কাদুরগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে পাকড়াও করে। আরও উদ্ধার করা হয় অস্ত্র বিক্রির ৪ লাখ ৬৪ হাজার ২৫০ টাকা ও একটি হরিণের চামড়া। আট ভারতীয় গরু আটক স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ফুলবাড়ী উপজেলার বালারহাট সীমান্ত থেকে ৮টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। সোমবার ভোররাতে বিজিবি অভিযান চালিয়ে বালারহাট সীমান্তের পূর্ব ছাট গোপালপুর এলাকা থেকে এসব গরু আটক করে। বিজিবি জানায়, টহল দলটি আন্তর্জাতিক সীমানা পিলার ৯৮০ এর ৮ এস হতে ১০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব ছাট গোপালপুর নামক স্থানে অবস্থান গ্রহণ করে। এসময় ২ জন লোক পায়ে হেঁটে ৮টি গরু নিয়ে টহলদলের নিকটবর্তী হলে টহলদলকে দেখা মাত্রই গরু ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে সেখান থেকে ৮টি ভারতীয় গরু আটক করে। চাঁপাইয়ে গুলিবিদ্ধ লাশ স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত থেকে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী যুবকের লাশ সোমবার সকালে উদ্ধার করেছে পুলিশ। নিহত হচ্ছে, গোমস্তাপুর উপজেলার রোকনপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শাহালাল (২৫)। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন কামাল জানান, রবিবার রাত আড়াইটার দিকে কয়েক গরু ব্যবসায়ী রোকনপুর সীমান্ত অতিক্রম করার সময় ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী-বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে শাহালাল ঘটনাস্থলেই মারা যায়। পাঁচবিবিতে নারী নিজস্ব সংবাদাদাতা জয়পুরহাট থেকে জানান, পাঁচবিবি থানা পুলিশ সোমবার সকালে আটাপাড়া ভীমপুর এলাকার ইটভাঁটির কাছে এক গর্ত থেকে অজ্ঞাত (৫০) নারীর গলিত লাশ উদ্ধার করেছে। এলাকাবাসী জানায়, বেশ কিছুদিন থেকে অজ্ঞাত এ নারী ভীমপুরের বিভিন্ন পাড়ায় ঘোরাফেরা করত। নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আহত নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১২ জুন ॥ বেগমগঞ্জ উপজেলায় পলোয়ানের পোলে সড়ক দুর্ঘটনায় দৈনিক জনকণ্ঠ পত্রিকার সংবাদদাতা গিয়াস উদ্দিন ফরহাদ আহত হয়েছেন। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌমুহনী শহরের বেসরকারী হাসপাতালে ভর্তি করেন। আহত গিয়াস উদ্দিনের ভাতিজা রাকিব জানান, দুপুর বারটার দিকে গিয়াস উদ্দিন ফরহাদ পলোয়ানের পোল এলাকায় এক আত্মীয়ের জানাজা শেষে আরেক আত্মীয়ের প্রাইভেটকারযোগে চৌমুহনীর বাসায় ফিরছিলেন। প্রাইভেটকারটি গ্রামীণ সড়ক থেকে নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কে ওঠার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে গিয়াস উদ্দিন আহত হন। তিনি নাকে ও চোয়ালে আঘাত পেয়েছেন।
×