ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৌরভের চোখে সাকিব-মাহমুদুল্লার রেকর্ড

প্রকাশিত: ০৫:৫৯, ১১ জুন ২০১৭

সৌরভের চোখে সাকিব-মাহমুদুল্লার রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য জুটিতে বাংলাদেশকে জেতানো সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ জুটির বন্দনায় এখন গোটা ক্রিকেট বিশ্ব। সেই তালিকায় আছেন টাইগার ক্রিকেটের ভক্ত সৌরভ গাঙ্গুলীও। সাবেক ভারত অধিনায়ক বলেন, ‘এই জুটির ফুটেজ বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের জন্য অবশ্যই দেখার এক বিষয়। চাপের মধ্যে কিভাবে জুটি গড়তে হয় সাকিব-মাহমুদুল্লাহ দারুণভাবেই তা দেখিয়েছে। তরুণদের জন্য যা শিক্ষণীয়।’ ২৬৬ রানের জয়ের লক্ষ্যে এক পর্যায়ে ৩৩ রানে চার উইকেট পড়ে যায়। সাজঘরে ফেরেন তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান ও মুশফিকুর রহীম। এরপরই ২২৪ রানের রেকর্ড জুটি গড়ে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন সাকিব-মাহমুদুল্লাহ। দু’জনেই তুলে নেন সেঞ্চুরি। কেবল সৌরভ নন, সাকিব-মাহমুদুল্লাহর ব্যাটিংয়ে মুগ্ধ সাবেক অনেক তারকা। মাহমুদুল্লাহকে নিয়ে আরেক ভারতীয় হার্শা ভোগলের মন্তব্য, ‘বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা দুই জয়ে একটা বিষয়ে দারুণ মিল মাহমুদুল্লাহর সেঞ্চুরি।’ আর সাকিব সম্পর্কে তিনি বলেছেন, ‘বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটারের ব্যাট থেকে এল অন্যতম সেরা সেঞ্চুরিটি।’ নিউজিল্যান্ডের বিপক্ষে এমন দারুণ জয় অবশ্য ভোগলের দৃষ্টিতে বাংলাদেশের সেরা জয় নয়। তিনি এই দৌড়ে এগিয়ে রাখছেন ২০১৫ বিশ্বকাপে এ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে জয়টিকেই। যে জয় বাংলাদেশকে নিয়ে গিয়েছিল বিশ্বকাপের কোয়ার্টারে। ভোগলের মতে, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে জয়টা পরিস্থিতি অনুযায়ী সেই জয়ের খুব কাছাকাছি থাকবে।’ আকাশ চোপড়া টুইট করেছেন মাহমুদুল্লাহকে নিয়ে। তিনি ভেবে পাচ্ছেন না এমন একজন ব্যাটসম্যান আইপিএলে কোন দল পান না কিভাবে, ‘মাহমুদুল্লহ, সুবহান আল্লাহ। তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি... সবগুলোই আইসিসির প্রতিযোগিতাতে। অবাক লাগছে, আইপিএলের কোন দল মাহমুদুল্লাহকে নেয়নি কেন। বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা দিন এটি।’ সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন মাহমুদুল্লাহ-সাকিবের ২২৪ রানের জুটিতে মুগ্ধ। এমন জুটি তিনি অতীতে দেখেছেন কিনা মনে করতে পারছেন না সেটিও, ‘ওয়ানডে ক্রিকেটে এরচেয়ে সেরা জুটির কথা আমি মনে করতে পারছি না। ৩৩ রানে ৪ উইকেট নেই। বল সুইং করছে এমন পরিস্থিতিতে এই জুটি।’ ভন নিজের টুইটে এই জুটি নিয়ে ‘বেস্ট এভার’ কথাটি লিখে হ্যাশট্যাগ দিয়েছেন। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম বলেছেন, ‘প্রচ- চাপের মুখেও মাথানত করেনি বাংলাদেশ।’ সাবেক কিউই পেসার ড্যানি মরিসন নিজের টুইটে বাংলাদেশকে ‘বাংলা টাইগার্স’ সম্বোধন করে লিখেছেন, ‘সত্যিই দুর্দান্ত। মাহমুদুল্লাহ ও সাকিব দলকে কি চমৎকারভাবেই না বিপর্যয়ের হাত থেকে বাঁচাল।’
×