ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সম্ভাবনাময় শিল্পী মাটির মামিন

প্রকাশিত: ০৭:০৩, ১০ জুন ২০১৭

সম্ভাবনাময় শিল্পী মাটির মামিন

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ের সম্ভাবনাময় শিল্পী, গীতিকার ও সুরকার মাটির মামিন। ছোটবেলা থেকেই গান তার নেশা ছিল। গান করে অনেক পুরস্কৃতও হয়েছন। এক সময় গান লেখা ও সুর দেয়া শুরু করেন। মমতাজ, বিউটি, জেমস সুমন, তানিয়া, শাইলু শাহ্, জাহাঙ্গীর, অপু, পথিকসহ অনেকেই তার কথা ও সুরে গান করেছেন। মাটির মামিন নিজেও অসংখ্য গান গেয়েছেন। সঙ্গীত ক্যারিয়ারে ২০০৯ সালে মাটির মামিন বাসস এ্যাওয়ার্ড, ২০১০ সালে জহির রাহান স্বর্ণপদক পেয়েছেন। এ পর্যন্ত ২শতাধিক গান তৈরি করেছেন। মামিনের সুর ও কণ্ঠের ৫টি গানের এ্যালবাম ‘সফলতার চূড়ায় বাংলাদেশ’। গান লিখেছেন ফকির মাহাবুব। গানগুলোতে বর্তমান সরকারের সফলতা তুলে ধরা হয়েছে। এটি অচিরেই ভিডিও আকারে বাজারে আসবে । যা প্রযোজনা করেছে, বঙ্গবন্ধু আধ্যাত্মিক শিল্পীগোষ্ঠী ও জান্নাত মাল্টিমিডিয়া।
×