ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফ্রেঞ্চ ওপেনের সেমিতে মারে

প্রকাশিত: ০৩:৫৬, ৯ জুন ২০১৭

ফ্রেঞ্চ ওপেনের সেমিতে মারে

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা এ্যান্ডি মারে। শীর্ষে উঠার পর থেকে এখন পর্যন্ত নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি গ্রেট ব্রিটেনের এই টেনিস তারকা। তবে মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেনেই দুর্দান্ত খেলছেন তিনি। দুর্দান্ত খেলেই ফরাসী ওপেনের সেমিফাইনালের টিকেট কেটেছেন এ্যান্ডি মারে। সেইসঙ্গে টানা চতুর্থবারের মতো ফরাসী ওপেনের শেষ চারে জায়গা করে নেন তিনি। কেই নিশিকোরির বিপক্ষে প্রথম সেট হেরে বসলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান এই তারকা। বুধবার ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে এ্যান্ডি মারে ২-৬, ৬-১, ৭-৬ এবং ৬-১ গেমে হারান টুর্নামেন্টের অষ্টম বাছাই জাপানের নিশিকোরিকে। তিনটি গ্র্যান্ডসøাম জয়ী মারে শেষ চারে খেলবেন তৃতীয় বাছাই সুইজারল্যান্ডের স্টানিসøাস ওয়ারিঙ্কার বিপক্ষে। একইদিনে কোয়ার্টার ফাইনালের অন্য ম্যাচে সুইস তারকা ৬-৩, ৬-৩ এবং ৬-১ গেমে সরাসরি সেটে সপ্তম বাছাই ক্রোয়েশিয়ার মারিন সিলিচকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন। গতবারও সেমি-ফাইনালে মুখোমুখি দেখা হয়েছিল মারে-ওয়ারিঙ্কার। সেই ম্যাচে অবশ্য জয়ের স্বাদ পেয়েছিলেন মারে। কিন্তু ফাইনালে উঠলেও শিরোপা নির্ধারণী ম্যাচে সার্বিয়ার নোভাক জোকোভিচের কাছে হেরে যান তিনি। তবে গত মৌসুমের অভিজ্ঞতা এবার কাজে লাগাতে চান মারে। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গত বছর ওয়ারিঙ্কাকে হারিয়ে ফাইনাল খেলেছিলাম আমি। তবে তাকে হারানোর জন্য যে আমার কতটা বেগ পেতে হয়েছিল তা এখনও মনে আছে। তাই এবারও কঠিন লড়াই হবে বলেই আশাকরি। আমিও নিজের সেরাটা ঢেলে দিয়ে লড়াই করতে প্রস্তুত রয়েছি।’ ৩০ বছর বয়সী মারে দুইবার উইম্বলডনের শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন। আর বাকি গ্র্যান্ডসøামটা ইউএস ওপেনে। এবার কী পারবেন তাহলে প্যারিসের এই টুর্নামেন্টের ট্রফি উঁচিয়ে ধরতে? মারের ভক্ত-অনুরাগীদের অপেক্ষা এখন সেটাই দেখার। এদিকে ফ্রেঞ্চ ওপেনের আরেক সেমিফাইনালে ডোমিনিক থিয়েমের মুখোমুখি হবেন অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা রাফায়েল নাদাল। বুধবার অস্ট্রিয়ার ডোমিনিক থিয়েমের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন সার্বিয়ার নোভাক জোকোভিচ। ষষ্ঠ বাছাই থিয়েমের কাছে এদিন ৭-৬, ৬-৩ এবং ৬-০ গেমে হারেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা। তবে এবার শিরোপা জয়ের ক্ষেত্রে হট ফেবারিট হিসেবে ভাবা হচ্ছে রাফায়েল নাদালকেই।
×