ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মেগা প্রকল্প নির্মাণ শিল্প বিকাশের সুযোগ এনে দিয়েছে

প্রকাশিত: ০৩:৩৭, ৯ জুন ২০১৭

মেগা প্রকল্প নির্মাণ শিল্প বিকাশের সুযোগ এনে দিয়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ মেগা প্রকল্পগুলো বাংলাদেশে নির্মাণ শিল্প বিকাশের অপার সুযোগ এনে দিয়েছে, বলে মনে করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বৃহস্পতিবার ঢাকা চেম্বারে বিশ্ব এ্যাক্রেডিটেশন দিবস-২০১৭ উপলক্ষে বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) ও ঢাকা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, এই সুযোগ কাজে লাগাতে দেশেই আন্তর্জাতিক মানের নির্মাণ উপকরণ, যন্ত্রপাতি ও প্রযুক্তির উদ্ভাবন করা জরুরী। ‘এ্যাক্রেডিটেশন : নির্মাণ এবং নির্মাণ পরিবেশের আস্থা বৃদ্ধি’ বিষয়ক সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ডিসিসিআই সভাপতি আবুল কাসেম খান। এতে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। ডিসিসিআই সভাপতি আবুল কাসেম খান বলেন, এ্যাক্রেডিটেশনের অভাবে এতদিন বাংলাদেশকে বিশ্ব বাজারে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ এবং উৎপাদিত পণ্য বাজারজাতকরণের ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। অর্থনীতিতে রিয়েল এস্টেট, ভবন নির্মাণ ও সংশ্লিষ্ট খাতের অবদান জিডিপির প্রায় ১৪ শতাংশ এবং ক্রমাগত তা বাড়ছে। বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) মহাপরিচালক আবু আব্দুল্লাহ বলেন, বাংলাদেশে নির্মাণ সামগ্রী রফতানির প্রচুর সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা কাজে লাগাতে হলে আমাদের অবশ্যই নির্মাণ সামগ্রী, নির্মাণ প্রক্রিয়ার মান বজায় রাখতে হবে। বাংলাদেশে অবকাঠামো নির্মাতা প্রতিষ্ঠান, ডেভেলপার, রিয়েল এস্টেট কোম্পানি থেকে এ্যাক্রিডিটেশন সার্টিফিকেট গ্রহণ করে আন্তর্জাতিক বাজারে দেশের পণ্যের চাহিদা আরও বাড়াতে পারে। নাটোরে প্রাণের আম সংগ্রহ কার্যক্রম উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ নাটোরে প্রাণ এগ্রো লিমিটেডের ফ্যাক্টরিতে আম সংগ্রহ ও পাল্পিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে শহরের একডালায় প্রাণ এগ্রো লিমিটেডের ‘মান ভবনে’ গণমাধ্যমের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রাণ এগ্রো লিমিটেডের কারখানার ডেপুটি ম্যানেজার হযরত আলী জানান, চলতি মৌসুমে ৬০ হাজার মেট্রিক টন আম কেনার লক্ষ্যমাত্রা নিয়ে গত ১৯ মে থেকে আম সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে। এ কার্যক্রম চলবে আমের সরবরাহ থাকা পর্যন্ত। নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, দিনাজপুর এবং সাতক্ষীরার প্রাণ এর প্রায় ১৫ হাজার চুক্তিবদ্ধ আম চাষীর কাছ থেকে এই আম সংগ্রহ করা হবে। প্রাণ এর কৃষি হাবের মাধ্যমে আম চাষীদের স্বল্পমূল্যে উন্নত জাতের আমের চারা প্রদান, সার, কীটনাশক ব্যবহার, রোপন প্রক্রিয়া, ও গাছ থেকে আম সংগ্রহ সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এবারও আম চাষীদের মাঝে বিনামূল্যে প্রায় ৫০ হাজার আমের চারা বিতরণ করা হবে। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণের মিডিয়া উইংয়ের প্রধান সুজন মাহমুদ, কন্ট্রাক্ট ফার্মিং বিভাগের সিনিয়র ম্যানেজার কামুরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। মত বিনিময় সভা শেষে ফ্যাক্টরিতে আম থেকে পাল্প সংগ্রহ প্রক্রিয়া দেখানো হয়।
×