ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চুক্তির মেয়াদ বাড়ালেন ডি রোসি

প্রকাশিত: ০৪:৩৩, ৮ জুন ২০১৭

চুক্তির মেয়াদ বাড়ালেন ডি রোসি

স্পোর্টস রিপোর্টার ॥ গত সপ্তাহেই রোমার হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেলেছেন ক্লাবটির কিংবদন্তি ফুটবলার ফ্রান্সেস্কো টট্টি। দীর্ঘ ২৫ বছরের ক্যারিয়ার শেষে বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নেন রোমার এই অধিনায়ক। ইতালিয়ান কিংবদন্তির বিদায়ের এক সপ্তাহ পার হতে না হতেই নতুন অধিনায়ক ড্যানিয়েল ডি রোসির সঙ্গে নতুন করে দুই বছরের চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছে রোমা। গত রবিবার জেনোয়ার বিপক্ষে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন ফ্রান্সেস্কো টট্টি। গুঞ্জন ছিল রোমা ছাড়তে যাচ্ছেন ডি রোসি। কিন্তু টট্টির বিদায়ে এমনিতেই মর্মাহত রোমার সমর্থকদের দুঃখ আর বাড়াতে চাননি রোমার ইতালিয়ান মিডফিল্ডার। তাই তো বুধবার চুক্তির পর ডি রোসি বলেন, ‘আজই চুক্তিতে স্বাক্ষর করলাম। কিছুক্ষণ আগেই আমরা চুক্তির ব্যাপারে একমত হলাম। রবিবারই সুযোগ ছিল। কিন্তু আরেকটি গল্পের সম্মান রক্ষার্থেই সেদিন আর বলা হয়নি। আমি মনে করি, রবিবার টট্টির বিদায় আমাদের সমর্থকদের দারুণভাবে আঘাত করেছে। কিন্তু আবেগঘন সেই দিনের পর আমি মনে করি ভক্ত-অনুরাগীরা আমাদের আরও কাছাকাছি চলে আসবেন।’ ডি রোসির সঙ্গে নতুন করে চুক্তি করতে পেরে ক্লাবও দারুণ সন্তুষ্ট। এ বিষয়ে এক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ জানায়, ‘এস রোমার সঙ্গে নতুন দুই বছরের জন্য চুক্তি-স্বাক্ষর করতে পেরে ক্লাব খুবই খুশি। এর ফলে ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত রোমাতেই থাকছেন ৩৩ বছর বয়সী ইতালিয়ান মিডফিল্ডার ড্যানিয়েল ডি রোসি। সে আমাদের সেন্ট্রাল মিডফিল্ডার। আমাদের যুব একাডেমির ফসল। সে প্রথম দলের হয়ে ৫৬১টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছে। এই সময়ের মধ্যে ৫৯ গোল করে নিজেকে দারুণভাবে মেলে ধরেছে।’ ২০০১ সালে সর্বশেষ ইতালিয়ান সিরি’এ লীগের শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল রোমা। এবারও রানার-আপ হয়ে মৌসুম শেষ করেছে ক্লাবটি। চ্যাম্পিয়ন জুভেন্টাসের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ছিল মাত্র চার।
×