ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রিয়ালকে সতর্কবার্তা তারকা এই কোচের

জেগে উঠবে বার্সিলোনা ॥ গার্ডিওলা

প্রকাশিত: ০৪:২৭, ৭ জুন ২০১৭

জেগে উঠবে বার্সিলোনা ॥ গার্ডিওলা

স্পোর্টস রিপোর্টার ॥ বাজে একটা মৌসুম কাটিয়েছে বার্সিলোনা। স্প্যনিশ লা লিগার শিরোপা হারিয়েছে। চ্যাম্পিয়ন্স লীগেও ভাল কিছু করতে পারেনি। এ কারণে অনেকেই মনে করছেন কাতালানদের দুঃসময় যাবে আরও কয়েক বছর। তবে সাবেক বার্সিলোনা কোচ পেপ গার্ডিওলা মনে করছেন, অচিরেই স্বরূপে ফিরবে কাতালানরা। আর দারুণ সাফল্যের মধ্যে থাকা রিয়াল মাদ্রিদকেও সতর্ক করে দিয়েছেন বর্তমানে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির এই তারকা কোচ। লুইস এনরিকের অধীনে প্রথম মৌসুমে ট্রেবল ও দ্বিতীয় মৌসুমে ডাবল জেতা বার্সিলোনার ২০১৬-১৭ মৌসুমটা ভাল কাটেনি। কিন্তু গার্র্ডিওলা মনে করছেন, নতুন কোচ আরনেস্টো ভালভার্ডের অধীনে ঘুরে দাঁড়াবে কাতালান ক্লাবটি। লা লিগা জেতার পর প্রথম ক্লাব হিসেবে টানা দুইবার চ্যাম্পিয়ন্স লীগ জেতা রিয়ালকে অভিনন্দন জানিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ। কার্ডিফে জুভেন্টাসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ইউরোপ সেরা আসরে ১২তম শিরোপা ঘরে তোলে স্পেনের সফলতম ক্লাবটি। ১৯৫৮ সালের পর প্রথম ডাবল জিতেছে রিয়াল। চিরপ্রতিদ্বন্দ্বীদের এমন স্বর্ণসাফল্যের বিপরীতে বড় কোন শিরোপা জিততে পারেনি বার্সিলোনা, জিতেছে শুধু কোপা ডেল রে। তবে তাতে খুব বেশি হতাশ হওয়ার কিছু দেখছেন না গার্ডিওলা। স্পেনের এই কোচের মতে বার্সা সবসময় ঘুরে দাঁড়াতে পারে। এক সাক্ষাতকারে গার্ডিওলা বলেন আমি রিয়াল মাদ্রিদকে অভিনন্দন জানাই। কারণ তারা চ্যাম্পিয়ন্স লীগের যোগ্য বিজয়ী। আমি তাদের বেশি আত্মবিশ্বাসী না হতে বলব। কারণ বার্সিলোনা সবসময় ঘুরে দাঁড়ায়। ভালভার্ডে খুবই ভাল একজন কোচ এবং ভাল একজন বন্ধু। তিনি আরও বলেন, রিয়ালের আত্মতুষ্টির কিছু নেই। সেটা হলে সুসময় হারাতেও সময় লাগবে না। ন্যুক্যাম্পে চার বছরের সাফল্যম-িত ক্যারিয়ারে দুটি চ্যাম্পিয়ন্স লীগ জিতেছিলেন গার্ডিওলা। রিয়ালের কোচ হিসেবে মাত্র ১৭ মাসেই এই কীর্তি গড়েছেন জিনেদিন জিদান। এই সময়ে দলকে মোট পাঁচটি শিরোপা জিতিয়েছেন তিনি। জিদানের প্রশংসায় তাই গার্ডিওলা বলেন, সে দারুণ একজন কোচ। আর খেলোয়াড় হিসেবে সে অন্য এক পর্যায়ের ছিল। আমি তার জন্য খুশি। কারণ সে অসাধারণ কাজ করেছে। এদিকে ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় মাধ্যম ইউটিউবে নতুন উচ্চতায় পা রেখেছে বার্সিলোনা। বিশ্বের প্রথম স্পোর্টস ক্লাব হিসেবে সাবস্ক্রাইবার সংখ্যা ৩ মিলিয়ন (৩০ লাখ) ছাড়িয়ে গেছে স্প্যানিশ জায়ান্টরা। এক্ষেত্রে রিয়াল মাদ্রিদ খানিকটা পিছিয়ে। ইউটিউবে বার্সার অগ্রাযাত্রার শুরু ১১ বছর আগে। এরপর থেকে সবসময়ই তারা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের লিডার। সবচেয়ে বেশি ভক্ত যথাক্রমে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো ও স্পেনে। গত বছর ক্লাবের সমর্থক অনেক বৃদ্ধি পেয়েছে। গত ৩৬৫ দিনে ৬ লাখ ৭০ হাজারের অধিক সাবস্ক্রাইবার যোগ দিয়েছেন বার্সায়। এ সময়ের মধ্যে দেখা হয়েছে ৪২০ মিলিয়ন ঘণ্টার কনটেন্ট। চ্যাম্পিয়ন্স লীগে পিএসজির বিরুদ্ধে ঐতিহাসিক প্রত্যাবর্তন দেখেছেন সাত দিনে ৬৯ হাজার নতুন সাবস্ক্রাইবার। বছরের সবচেয়ে বেশি দেখা কনটেন্ট অন্তিম মুহূর্তে সার্জি রবার্টোর উইনিং গোলের পর মাঠে খেলোয়াড়দের বাঁধভাঙা উদযাপন।
×