ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আলিফ ইন্ডাস্ট্রিজ ৬৭ হাজার ৬শ’ শেয়ার বিক্রি করবে

প্রকাশিত: ০৩:৫৭, ৭ জুন ২০১৭

আলিফ ইন্ডাস্ট্রিজ ৬৭ হাজার ৬শ’ শেয়ার বিক্রি করবে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল মার্কেট থেকে তালিকাচ্যুত আলিফ ইন্ডাস্ট্রিজ লি:-এর ৬৭ হাজার ৬০০টি শেয়ার বিক্রি করবে কোম্পানিটির উদ্যোক্তা আলিফ টেক্সটাইল লিমিটেড। বর্তমান বাজার দরে যার মূল্য ৬২ লাখ ১৯ হাজার টাকা। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান শেয়ার দরে ওটিসিতে বিক্রির ঘোষণা দিয়েছে কোম্পানিটি। তাদের কাছে কোম্পানিটির ১৪ লাখ ৮৫ হাজার ৯৪০টি শেয়ার রয়েছে। কোম্পানিটির বর্তমান শেয়ার দর ৮৫ টাকা। কোম্পানিটির শেয়ার ৭.৯৮ শতাংশ বেড়ে সর্বশেষ ৯২ টাকায় ১০০টি শেয়ার লেনদেন হয়েছে। রবিবার কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ৮৫.২০ টাকা। এর আগে ২৫ মে তারিখে আলিফ টেক্সটাইল কোম্পানিটির ২ লাখ ৯২ হাজার শেয়ার বিক্রির ঘোষণা করেছিল। উল্লেখ্য, ২০১৫ সালে সজিব নিট ওয়্যার গার্মেন্টস লি: থেকে আলিফ ইন্ডাস্ট্রিজ নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে ডিএসই। -অর্থনৈতিক রিপোর্টার লুজারের শীর্ষে ন্যাশনাল ব্যাংক মঙ্গলবারের লেনদেনে লুজারের শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ব্যাংক। এদিন কোম্পানির শেয়ারের দর কমেছে ১৫.২৭ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সোমবার ন্যাশনাল ব্যাংকের শেয়ারের সমাপনী মূল্য ছিল ১৩.১ টাকা। যা মঙ্গলবার লেনদেন শেষে দাঁড়িয়েছে ১১.১ টাকায়। টপটেন লুজারে উঠে আসা অপর ইস্যুগুলোর মধ্যেÑ যমুনা ব্যাংকের ৮.৯৫ শতাংশ, সাভার রিফ্রেকটোরিজের ৬.১১ শতাংশ, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের ৪.২৩ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩.৭৬ শতাংশ, ঝিলবাংলা সুগার মিলসের ৩.২৭ শতাংশ, আরএসআরএম স্টিলের ৩.২৬ শতাংশ, রিল্যায়েন্স ওয়ানের ২.৭০ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ২.২৭ শতাংশ ও আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২.১৭ শতাংশ দর কমেছে। দর হারানোর তালিকায় সব ক্যাটাগরির কোম্পানিকে বিবেচনায় নেয়া হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×