ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৩:৫৬, ৭ জুন ২০১৭

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক ও লেনদেন উভয়ই বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ১৮ দশমিক ১২ পয়েন্ট বেড়েছে। টানা ৬ কার্যদিবসের উত্থানে বেড়েছে ১৪৫ পয়েন্ট। লেনদেন হয়েছে ৬৩৯ কোটি ৪০ লাখ টাকা। এদিকে মঙ্গলবার সিএসইর প্রধান সূচক ৩৮ দশমিক ৩৯ পয়েন্ট বেড়েছে। ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্রে জানা গেছে, মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএ ১৮ পয়েন্ট বেড়েছে। যা সোমবার ৩৯ পয়েন্ট, রবিবার ৫ পয়েন্ট এবং আগের সপ্তাহের বৃহস্পতিবার ৩৬ পয়েন্ট, বুধবার ৩০ পয়েন্ট ও মঙ্গলবার ১৭ পয়েন্ট বেড়েছিল। এ হিসাবে টানা ৬ কার্যদিবসের উত্থানে ১৪৫ পয়েন্ট বেড়েছে। এই টানা উত্থানের মাধ্যমে সূচক ৫৫০০ পয়েন্ট অতিক্রম করেছে। যা ১৯ কার্যদিবস পরে সূচক এ অবস্থানে এসেছে। মঙ্গলবার ডিএসইতে ৬৩৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা বিগত ১৪ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩১টি কোম্পানির মধ্যে ১৮৪টি বা ৫৫.৫৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ৯৫টি বা ২৮.৭০ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি বা ১৫.৭১ শতাংশ কোম্পানির। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে শাহজিবাজার পাওয়ারের শেয়ার। এ দিন কোম্পানির ৪৭ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের ২৭ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফিন্যান্স। লেনদেনে এরপর রয়েছেÑ এমজেএল বাংলাদেশ, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, ইফাদ অটোস, আরএসআরএম স্টিল, রিজেন্ট টেক্সটাইল, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও প্যারামাউন্ট টেক্সটাইল। অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ১১২ কোটি ৯৮ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনদেন বেড়েছে ৬৯ কোটি ৫৯ লাখ টাকার বেশি। এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৩৮ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৩৩০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৬৫ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৪৫ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৪ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬০ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৮ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২০৯ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ৬৪টির এবং কোন পরিবর্তন হয়নি ৪০টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ ব্রিটিশ আমেরিকান টোবাকো, এ্যাকমি ল্যাবরেটরিজ, শাহজিবাজার পাওয়ার, বেক্সিমকো লিমিটেড, বেক্সফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, নূরানি ডাইং, লংকা-বাংলা ফিন্যান্স, এক্সিম ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক।
×