ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক প্রীতি ফুটবল

উরুগুয়ের হার, হল্যান্ডের জয়

প্রকাশিত: ০৫:৫৮, ৬ জুন ২০১৭

উরুগুয়ের হার, হল্যান্ডের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বড় জয় পেয়েছে হল্যান্ড। তবে হারের তেতো স্বাদ পেয়েছে উরুগুয়ে। রবিবার রাতে হল্যান্ড ৫-০ গোলে হারিয়েছে আইভরিকোস্টকে। আর রিপাবলিক অব আয়ারল্যান্ডের কাছে ৩-১ গোলে হেরেছে উরুগুয়ে। পরশু রাতের অন্য ম্যাচে আর্মেনিয়া ৫-০ গোলে সেন্ট কিটসকে, লুক্সেমবার্গ ২-১ গোলে আলবেনিয়াকে, ইরান একই ব্যবধানে মন্টেনিগ্রোকে পরাজিত করে। যুক্তরাষ্ট্র ও ভেনিজুয়োর মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে ১০ ম্যাচ খেলে মাত্র চারটিতে জিতেছে হল্যান্ড। এই মন্দ পথের শুরুর আট ম্যাচে টানা দুটি খেলায় জিততে পারেনি কমলা বাহিনী (দ্য অরেঞ্জরা)। যা দেশটির ভাগ্য রেখায় কালো মেঘ জমিয়ে দেয়। আর রাশিয়া বিশ্বকাপে অনিশ্চিত হয়ে পড়ে টোটাল ফুটবলের জনকরা। তবে নিজেদের শেষ দুটি ম্যাচ জিতে ছন্দে ফেরার আভাস দিয়েছে ২০১০ বিশ্বকাপের ফাইনালিস্টরা। মরক্কোকে হারানোর পর আফ্রিকার হাতিদের পরাস্ত করায় লুক্সেমবার্গের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে আত্মবিশ্বাসী হতে পারেন ডাচ কোচ ডিক এ্যাডভোকেট। আইভরিকোস্টকে ৫-০ গোলে হারানোর ম্যাচে ডাচ্দের হয়ে জোড়া গোল করেন আয়াক্স ডিফেন্ডার জোয়েল ভেল্টম্যান। একটি করে গোল আরিয়েন রোবেন, ডেভি ক্লাসেন ও ভিনসেন্ট জানসেনের। রটারডামে আয়োজিত ম্যাচটিতে নতুন ইতিহাস গড়েছেন ডাচ্ মিডফিল্ডার ওয়েসলি স্নেইডার। ২০০৩ সালে অভিষিক্ত হওয়ার পর দেশের হয়ে ১৩০ ম্যাচ খেলে ফেলেছেন ৩২ বছর বয়সী গালাতাসারে ফুটবলার। এখন সাবেক গোলকিপার এডউইন ভ্যান ডার সারের সঙ্গে যৌথভাবে হল্যান্ডের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলার তিনিই। ডাবলিনের আভাইভা স্টেডিয়ামে উরুগুরুকে চমকে দিয়েছে আয়ারল্যান্ড। এডিনসন কাভানি, লুইস সুয়ারেজ ও দিয়াগো গডিনদের ৩-১ গোলে হারিয়েছে আইরিশরা। বিজয়ী দলের পক্ষে একটি করে গোল করেন ওয়াল্টার্স, ক্রিস্টি ও ম্যাক ক্লিন। অন্যদিকে ফুটবলের প্রথম বিশ্ব চ্যাম্পিয়নদের পক্ষে সান্ত¡নার একমাত্র গোলটি করেন এ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্ডার জোশে গিমিনেজ। এই হারে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মনোবলে কিছুটা হলেও চির ধরলো উরুগুয়ের।
×