ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুযোগ কাজে লাগাতে উন্মুখ ফিন

প্রকাশিত: ০৫:৫৮, ৬ জুন ২০১৭

সুযোগ কাজে লাগাতে উন্মুখ ফিন

স্পোর্টস রিপোর্টার ॥ সুযোগটা হুট করেই এসেছে। মর্যাদার আসর চ্যাম্পিয়ন্স ট্রফি এবার নিজ দেশেই আয়োজিত হচ্ছে অথচ দলে সুযোগই পাননি স্টিভেন ফিন। কিন্তু পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকসের হঠাৎ ইনজুরি তার সুযোগ উন্মুক্ত করে দিয়েছে। এই সুযোগটা এবার কাজে লাগাতে চান ২৮ বছর বয়সী এ পেসার। অনেকেই মনে করছেন এটা হতে পারে এ পেসারের জন্য ইংল্যান্ড স্কোয়াডে শেষ সুযোগ। এ কারণে ফিন নিজেও সক্ষমতা প্রমাণের জন্য মুখিয়ে আছেন। জানিয়েছেন সুযোগ পেলেই লড়াই করে দলে নিজের অপরিহার্যতা প্রমাণ করবেন। বাংলাদেশের বিপক্ষে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেই ইনজুরিতে পড়েন ওকস। মাত্র দুই ওভার বোলিং করতে পেরেছেন তিনি। এরপর সাইড স্ট্রেইনের কারণে মাঠ ছাড়েন। পরবর্তীতে স্ক্যান রিপোর্টের ভিত্তিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হচ্ছে না সেটা নিশ্চিত হয়ে যায়। পরদিনই ওকসের পরিবর্তে পেসার ফিনকে দলে নেয় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। গ্রুপ পর্বেই এখনও দুটি ম্যাচ বাকি। এবার একাদশে সুযোগ পাওয়ার অপেক্ষায় আছেন ফিন। তিনি বলেন, ‘স্কোয়াড থেকে ছিটকে পড়া সবসময়ই হতাশাজনক। কিন্তু সবসময়েই জীবনে এসবের মধ্যে দিয়ে চলতে হবে। যদি খুব বেশি ভগ্ন হৃদয় হয়ে পড়ে কেউ, তবে সেটা আরও বাজে প্রভাব ফেলে। আমি মাথা উঁচু করে রাখার দিকে মনোনিবেশ করেছি এবং লড়াই করে দলে ফেরার চেষ্টা করেছি।’ তবে ওকসের জন্যও দুঃখপ্রকাশ করেছেন ফিন। মিডলসেক্সের এ পেসার বলেন, ‘অবশ্যই এটা ওকসের জন্য খুবই দুঃখজনক। সে আমার খুব ভাল বন্ধু। তবে একইসঙ্গে আমি ডাক পাওয়াতে আনন্দও লাগছে। এখন তার ঘাটতি পূরণের জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’ বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে ইংল্যান্ড মাত্র একজন স্পিনার নিয়েই নেমেছিল। কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাই দারুণ সুযোগ ফিনের। প্রথম ম্যাচের মতো করেই একাদশ সাজালে স্বয়ংক্রিয়ভাবেই একাদশে সুযোগ পেতে যাচ্ছেন ফিন। নর্দাম্পটনে ইংল্যান্ড লায়ন্সের হয়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দারুণ বোলিংয়ের পুরস্কার হিসেবেই দ্রুত ডাক পেয়েছেন ফিন। নির্বাচকরা তাকে দলে নিয়েছেন এ বিষয়ে ফিন বলেন, ‘আমি জানি জেমস হুইটেকার ও মিক নিউয়েল আমাকে পর্যবেক্ষণে রাখবেন। এটা অনেক বড় চাপ। কিন্তু ইংল্যান্ড কিংবা লায়ন্সের জার্সি আমার কাছে তেমন পার্থক্য বলে মনে হয় না।’ আজ নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে পারলেই সেমিফাইনাল নিশ্চিত হবে ইংল্যান্ডের। এ কারণে দারুণ গুরুত্বপূর্ণ এ ম্যাচে সুযোগ পেলে দুর্দান্ত নৈপুণ্য দেখাতে উন্মুখ হয়ে আছেন ফিন। আগের মতোই কম্বিনেশন থাকলে নিশ্চিতভাবেই সেই সুযোগটা পেতে যাচ্ছেন এ পেসার।
×