ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পাবনায় গরুর মাংস খেয়ে এ্যানথ্রাক্সে আক্রান্ত ৭ ব্যবসায়ী

প্রকাশিত: ০৩:৫১, ৫ জুন ২০১৭

পাবনায় গরুর মাংস খেয়ে এ্যানথ্রাক্সে আক্রান্ত ৭ ব্যবসায়ী

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৪ জুন ॥ পাবনায় অসুস্থ গরুর মাংস খেয়ে ৭ মাংস ব্যবসায়ী এ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে। ভাঙ্গুড়া উপজেলার ভবানীপুর ও হারোপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। আক্রান্ত ব্যক্তিরা হলো- নজরুল ইসলাম , বিপ্লব, শাহজাহান আলী, বাবলু, সায়েম, সবুজ ও মন্টু। এরা সবাই মাংস ব্যবসার সঙ্গে জড়িত। শনিবার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ ইতিয়ারা পারভীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহাদৎ হোসেন বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। আক্রান্তদের সঠিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জানা গেছে, শুক্রবার পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার জন্তিহার গ্রামের রহিম আলীর একটি ষাঁড় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তড়িঘড়ি করে তিনি ষাঁড়টি জবাই করেন। এদিন দুপুরে ওই ষাঁড়ের মাংস কাটা এবং ধোয়ার কাজে অংশ নেয় ভাঙ্গুড়া উপজেলার ওই ৭ ব্যক্তি। তারা কাজ শেষে ইফতারে ওই মাংস দিয়ে আহারও করেন। এর দু-তিন ঘণ্টা পরে ওই ৭ ব্যক্তির হাতে-পায়ে ফোসকা ওঠে ক্ষতের সৃষ্টি হয়। ক্রমেই ফোসকার স্থানে প্রচুর চুলকানি এবং ব্যথা শুরু হয়। রাতেই তারা ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। চিকিৎসা কর্মকর্তা ইতিয়ারা পারভীন জানান, আক্রান্ত ব্যক্তিদের ক্ষতস্থান পরীক্ষা করে এটি চামড়ার এ্যানথ্রাক্স বলে নিশ্চিত হয়েছেন। ভাঙ্গুড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সার্জন ডাঃ তোফাজ্জল হোসেন বলেন, এসব ব্যক্তি নিঃসন্দেহে এ্যানথ্রাক্সে আক্রান্ত। গরুর মাধ্যমে যাতে এ রোগ না ছড়ায়, এ জন্য তাঁর দফতর থেকে সব ব্যবস্থা নেয়া হচ্ছে।
×