ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দাদা সাহেব ফালকে উৎসবে পুরস্কৃত রহমান মনির স্বল্পদৈর্ঘ্য ‘আয়মন’

প্রকাশিত: ০৭:০১, ৪ জুন ২০১৭

দাদা সাহেব ফালকে উৎসবে পুরস্কৃত রহমান মনির স্বল্পদৈর্ঘ্য ‘আয়মন’

স্টাফ রিপোর্টার ॥ ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের পিতা বলা হয় দাদা সাহেব ফালকে। প্রতিবছর ৩০ এপ্রিল তার জন্মদিন উপলক্ষে মুম্বাই, দিল্লীসহ বিভিন্ন শহরে ঝাঁকজমক পূর্ণভাবে এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। ভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয় বিশ্বের বিভিন্ন দেশের পেশাদার নির্মাতাদের। তরুণ চলচ্চিত্র ও ডকুমেন্টারি ফিল্ম নির্মাতা রহমান মনি নির্মিত এগারতম স্বল্পদৈর্ঘ্য ‘আয়মন’ ভারতের ফিল্ম ইন্ড্রাস্ট্রির অত্যন্ত সম্মানজনক পুরস্কার দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৭ থেকে অফিসিয়াল সিলেকশন লাভ করেছেন। রহমান মনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় এই চলচ্চিত্রে অভিনয় করেছেন সামাইয়া সাইদা স্মিতা, শামীম আহমদ শাম্মু, সিমলা ও মাহবুব চৌধুরী। রহমান মনি জানান, আমার বিশ্বাস হচ্ছে না এত বড় পুরস্কার আমরা পেয়ে যাব। আমার সঙ্গে যারা কাজ করেছেন তাদের সম্মিলিত প্রচেষ্টা ও সকলের দোয়াই আমাদের এই সফলতা। চলচ্চিত্রের কাহিনী গড়ে উঠেছে ৭ বছরের একটি গ্রাম্য বালিকাকে নিয়ে। কুসংস্কার ও সামাজিক রীতিনীতির বেড়াজালে আটকা জীবন আর কল্পনা জগতের মধ্যে ভ্রমণের এক অপূর্ব অনুভূতি নিয়ে। প্রধান চরিত্র ‘আয়মন’ এর কল্পনার পিতা গাছে চড়েন, তাকে নিয়ে গান করেন, তার সঙ্গে খেলা করেন কিন্তু বাস্তব পিতা অনেকটাই কঠোর, তাকে বাড়ির বাইরে গেলেই ধমক খেতে হয়। কিন্তু ছোট্ট আয়মন চমৎকারভাবে বাস্তবতার সঙ্গে যেভাবে বোঝাপড়া করে, সেই বিষয়গুলোই নিপুণভাবে ফুটে উঠেছে এই স্বল্পদৈর্ঘ্য কাহিনী চিত্রে। এটির বিষয়বস্তু জীবন ও তার ছন্দ। প্রতিযোগিতা শেষে এটি প্রদর্শনের জন্য বিশেষ প্রদর্শনীয় ব্যবস্থা করা হবে। বর্তমানে অনলাইনে চলচ্চিত্র প্রসঙ্গে অনেক তথ্য ও ট্রেইলার দেখা যাচ্ছে। এদিকে পরিচালক রহমান মনি সম্প্রতি আরেকটি শর্ট ফিল্ম পরিবেশ বিষয়ক ডকুমেন্টারি ‘দ্য বার্নিং ওল্ড বয়’ এর কাজ শেষ করেছেন। এছাড়া মুক্তিযুদ্ধ নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য (ফিচার ফিল্ম) ‘মাইস্ট ইন দ্য প্লাটফর্ম’ নামে একটি ফিল্মের কাজ শুরু করার পরিকল্পনা করছেন। এ ছাড়া রহমান মনি এ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পঁচিশটিরও অধিক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। শুধ তার কাজ নিয়েই একটি একক ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজনের কাজ চলছে জানা গেছে।
×