ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সেলফি তুলে মোটরবাইক জিতে নিল হুয়াওয়ে গ্রাহক

প্রকাশিত: ০৪:১৩, ৪ জুন ২০১৭

সেলফি তুলে মোটরবাইক জিতে নিল হুয়াওয়ে গ্রাহক

খিলগাঁওবাসী মোহাম্মদ সোহেল হুয়াওয়ে সেলফি উইথ সাকিব কন্টেস্ট-এ অংশ নিয়ে জিতে নিয়েছেন এ্যাডিক্সিন মোটরবাইক। হুয়াওয়ে ওয়াইথ্রি ২ ক্রয়ের পর নিয়ম অনুযায়ী কয়েকটি সহজ ধাপ পার করে সোহেল সৌভাগ্যবান জয়ী হিসেবে নির্বাচিত হয়েছেন। রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের হুয়াওয়ে এক্সপেরিয়েন্স স্টোর থেকে হ্যান্ডসেটটি ক্রয় করেন তিনি। উল্লেখ্য, মোট ১০০ জন সৌভাগ্যবান ক্রেতা পাবেন সাকিব আল হাসানের সঙ্গে আলাদাভাবে সেলফি তোলার সুযোগ। এছাড়া প্রতি সপ্তাহে একজন সৌভাগ্যবান ক্রেতা পাবেন এ্যাডিক্সিন মোটরবাইক জেতার সুযোগ। নির্দিষ্ট মডেলের হ্যান্ডসেট ক্রয় করে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে ঐড<ংঢ়ধপব>ওগঊও<ংঢ়ধপব>ঝডঝ টাইপ করে ৬৯৬৯ নম্বরে পাঠিয়ে দিতে হবে গ্রাহকদের। কিছুক্ষণের মধ্যেই মোবাইলে ফিরতি ম্যাসেজ পাবেন গ্রাহকরা এবং বিজয়ীর সঙ্গে হুয়াওয়ে কল সেন্টার থেকে যোগাযোগ করা হবে। -বিজ্ঞপ্তি যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে তেলের দাম ফের কমল বিশ্ববাজারে আবার কমেছে জ্বালানি তেলের দাম। শুক্রবার ১ শতাংশের বেশি পড়ে যায় তেলের দাম। অশোধিত তেলের দাম গতকাল কমে ৫০ ডলারে নেমে আসে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক অপরিশোধিত তেলের দাম নেমে আসে ৪৭ দশমিক ৭৪ ডলারে। এ নিয়ে সপ্তাহের ব্যবধানে তেলের দাম কমল প্রায় ৪ শতাংশ। কিছুদিন আগে উত্তোলন কমানোর চুক্তির মেয়াদ ৯ মাস বাড়ানোর সিদ্ধান্ত নেয় তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক। এরপরও কমতে থাকে দাম। বিনিয়োগকারীদের প্রত্যাশা ছিল, চুক্তির মেয়াদ ১২ মাস পর্যন্ত বাড়াবে ওপেক। এ পরিস্থিতিতে গত বৃহস্পতিবার প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আর এই সংবাদে ব্যাপক ধস নামে আন্তর্জাতিক তেলের বাজারে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, প্যারিস জলবায়ু চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে কিছুটা টানাপোড়েনে ছিলেন বিনিয়োগকারীরা। -অর্থনৈতিক রিপোর্টার
×