ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিজ্ঞান কণিকা

প্রকাশিত: ০৭:১৭, ২ জুন ২০১৭

বিজ্ঞান কণিকা

ফিটনেস ট্র্যাকার হৃৎস্পন্দনের গতি মাপতে সক্ষম ডিভাইসটি পরিশ্রম বেশি হলেই ব্যবহারকারীদের সতর্ক করবে। শারীরিক অবস্থার বিভিন্ন তথ্য জানানোর পাশাপাশি ডিভাইসটি ব্যবহারকারীদের কত সময় ঘুমানো উচিত সে বিষয়েও পরামর্শ দেবে। ব্যায়ামের সময় হাতে ফিটনেস ট্র্যাকারটি থাকলে চিন্তা নেই। রাতে ঠিকমতো ঘুম হয়েছে কিনা সে তথ্যও জানাবে। পোলারের তৈরি এ ৩৭০ মডেলের ডিভাইসটির দাম ১৭৯ ডলার। ড্রোন নিয়ন্ত্রণে মাথা দুর্ঘটনায় পক্ষাঘাতে আক্রান্ত হয়ে হাত-পা নাড়াতে পারেন না আর্জেন্টিনার আগস্টিন জানোলি। নড়াচড়া করতে না পারলে কি হবে, ভার্চুয়াল রিয়ালিটি চশমা এবং বিশেষ ধরনের সেন্সর কাজে লাগিয়ে ঠিকই ড্রোন ওড়ান তিনি। বিশেষ এই প্রযুক্তিতে মাথা ডানে-বাঁয়ে ঘুরিয়েই ড্রোন নিয়ন্ত্রণের সুযোগ মেলে। ব্লুটুথ প্রযুক্তিনির্ভর টেবিল ল্যাপটপ বা ট্যাবলেট রেখে কাজ করার পাশাপাশি স্পিকার হিসেবেও ব্যবহার করা যায় টেবিলটি। ব্লুটুথ প্রযুক্তিনির্ভর টেবিলটি কাজে লাগিয়ে ডিভাইস চার্জ করারও সুযোগ মিলে থাকে। এজন্য ইউএসবি পোর্টসহ শক্তিশালী ব্যাটারিও যুক্ত করা হয়েছে। ‘মেলও’ নামের টেবিলটির দাম ২৯৯ ডলার। সূত্র : ডেইলি মেইল
×