ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রথম ম্যাচে খেলছেন না ম্যাথুস!

প্রকাশিত: ০৬:২১, ২ জুন ২০১৭

প্রথম ম্যাচে খেলছেন না ম্যাথুস!

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছর আগস্টের পর থেকে আর কোন ওয়ানডে খেলেননি। তবে চলতি বছর দক্ষিণ আফ্রিকা সফরে জানুয়ারিতে টেস্ট ও টি২০ খেলেছিলেন এ্যাঞ্জেলো ম্যাথুস। ইনজুরির কারণেই তিনি ক্রিকেট থেকে দীর্ঘ বিরতি নিতে বাধ্য হয়েছিলেন। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের নেতৃত্বে ফিরেছেন তিনি। কিন্তু আবারও ইনজুরিতে পড়েছেন ম্যাথুস। ফলে শনিবার বিশ্বসেরা দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শ্রীলঙ্কার প্রথম ম্যাচেই খেলতে পারবেন না তিনি। পায়ে কয়েক দফা ইনজুরিতে আক্রান্ত হয়েছেন গত বছর। এ কারণে টানা আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন ম্যাথুস। অবশেষে এ বছর জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে ফিরেছিলেন। কিন্তু এবার হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তারপর থেকে আবার ক্রিকেটের বাইরে চলে যান তিনি। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির বেশ আগেই পুরোপুরি ফিটনেস ফিরে পেয়ে সুস্থ হয়ে ওঠেন ম্যাথুস। কিন্তু প্রথম ম্যাচে নামার আগেই আবার পায়ের ইনজুরিতে পড়লেন তিনি। কাফ মাসলের ইনজুরির কারণে এখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ম্যাথুস জানিয়েছে তার হাঁটু অসাড় হয়ে আছে এবং বেশ ব্যথা। এ কারণে টিম ম্যানেজমেন্ট রেডিগ্রাফিক বিশ্লেষণ করতে বাধ্য হয়েছে। এর পর আমরা জানতে পেরেছি তার পেশিতে যথেষ্ট সমস্যা রয়েছে। তাকে এখন আগামী কয়েক দিন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। জোর সম্ভাবনা তিনি গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচেই বাইরে বসে থাকবেন।’ ম্যাথুস শেষ পর্যন্ত না খেললে দলকে নেতৃত্ব দেবেন সহকারী অধিনায়ক উপুল থারাঙ্গা। চুক্তির মেয়াদ বাড়ালেন ডি রোসি স্পোর্টস রিপোর্টার ॥ গত সপ্তাহেই রোমার হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেলেছেন ক্লাবটির কিংবদন্তি ফুটবলার ফ্রান্সেস্কো টট্টি। দীর্ঘ ২৫ বছরের ক্যারিয়ার শেষে বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নেন রোমার এই অধিনায়ক। ইতালিয়ান কিংবদন্তির বিদায়ের এক সপ্তাহ পার হতে না হতেই নতুন অধিনায়ক ড্যানিয়েল ডি রোসির সঙ্গে নতুন করে দুই বছরের চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছে রোমা। গত রবিবার জেনোয়ার বিপক্ষে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন ফ্রান্সেস্কো টট্টি। গুঞ্জন ছিল রোমা ছাড়তে যাচ্ছেন ডি রোসি। কিন্তু টট্টির বিদায়ে এমনিতেই মর্মাহত রোমার সমর্থকদের দুঃখ আর বাড়াতে চাননি রোমার ইতালিয়ান মিডফিল্ডার। তাই তো বুধবার চুক্তির পর ডি রোসি বলেন, ‘আজই চুক্তিতে স্বাক্ষর করলাম। কিছুক্ষণ আগেই আমরা চুক্তির ব্যাপারে একমত হলাম। রবিবারই সুযোগ ছিল। কিন্তু আরেকটি গল্পের সম্মান রক্ষার্থেই সেদিন আর বলা হয়নি। আমি মনে করি, রবিবার টট্টির বিদায় আমাদের সমর্থকদের দারুণভাবে আঘাত করেছে। কিন্তু আবেগঘন সেই দিনের পর আমি মনে করি ভক্ত-অনুরাগীরা আমাদের আরও কাছাকাছি চলে আসবেন।’
×