ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ড. রিয়াজুল হকের বরখাস্ত আদেশ স্থগিত বহাল রেখেছে আপীল বিভাগ

প্রকাশিত: ০৫:৫৭, ২৯ মে ২০১৭

ড. রিয়াজুল হকের বরখাস্ত আদেশ স্থগিত বহাল রেখেছে আপীল বিভাগ

স্টাফ রিপোর্টার ॥ ক্লাসে অশ্লীল চিত্র প্রদর্শনের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. রিয়াজুল হককে বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেয়া সিদ্ধান্ত স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপীল বিভাগ। সরকার উৎখাতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি সাফাদির সঙ্গে ষড়যন্ত্রমূলক বৈঠকের অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপীল বিভাগ। অন্যদিকে ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি মুফতি ইজহারুল ইসলামের পাসপোর্ট ফেরত দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রবিবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড, রিয়াজুল হককে বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেয়া সিদ্ধান্ত স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপীল বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদন নিষ্পত্তি করে রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপীল বিভাগের চার সদস্যবিশিষ্ট বেঞ্চ হাইকোর্টের আদেশ বহাল রাখে। ফলে তার কাজে ফিরতে আর কোন বাধা থাকল না বলে জানিয়েছেন আইনজীবীরা। তবে শিক্ষক রিয়াজুলের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত করতে পারবে বলে জানিয়েছেন আইনজীবীরা। আসলাম চৌধুরীর মুক্তিতে বাধা নেই সরকার উৎখাতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি সাফাদির সঙ্গে ষড়যন্ত্রমূলক বৈঠকের অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপীল বিভাগ। রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা নেতৃত্বাধীন চার বিচারপতির আপীল বেঞ্চ হাইকোর্টের আদেশ বহাল রাখে। আদালতে আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আপীল বিভাগের রায়ের পর ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, আসলাম চৌধুরীর মুক্তিতে আর কোন বাধা নেই। পাসপোর্ট ফেরত দেয়ার নির্দেশ ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি মুফতি ইজহারুল ইসলামের পাসপোর্ট ফেরত দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রবিবার এ সংক্রান্ত এক রুলের শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোঃ আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
×