ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বপ্নের শিরোপা ম্যানচেস্টার ইউনাইটেডের

প্রকাশিত: ০৬:২৩, ২৬ মে ২০১৭

স্বপ্নের শিরোপা ম্যানচেস্টার ইউনাইটেডের

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে স্বপ্নপূরণ হলো ম্যানচেস্টার ইউনাইটেডের। সাফল্যের জন্য সংগ্রাম করতে থাকা দলটি জিতে নিয়েছে উয়েফা ইউরোপা লীগের শিরোপা। বুধবার রাতে সুইডেনের স্টোকহোমে ফাইনালে ডাচ ক্লাব আয়াক্সকে ২-০ গোলে হারিয়েছে রেড ডেভিসলরা। ফ্রেন্ডস এ্যারানায় উত্তেজনাপূর্ণ ও উপভোগ্য ম্যাচ হলেও সুযোগ কাজে লাগিয়ে শেষ হাসি হেসেছে জোশে মরিনহোর দল। এর আগে তিনবার চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জিতলেও ইউরোপা লীগ ছিল অধরা। এবার মরিনহোর হাত ধরে এলো সেই অধরা সাফল্য। এই জয়ে আগামী মৌসুমে সরাসরি উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে খেলার ছাড়পত্রও পেয়েছে ইংলিশ পরাশক্তিরা। শুধু তাই নয়, এর মধ্য দিয়ে সেভিয়ার একচ্ছত্র আধিপত্যেরও অবসান হয়েছে। কেননা গত তিন মৌসুমেই ইউরোপা লীগের ট্রফি জিতেছিল স্প্যানিশ ক্লাবটি। অর্থাৎ হ্যাটট্রিক চ্যাম্পিয়ন ছিল তারা। ফাইনাল ম্যাচ শুরুর আগে দুই দলসহ সংশ্লিষ্ট সকলেই ম্যানচেস্টারের কনসার্টে সন্ত্রাসী হামলায় ২২ জনের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করেন। ফাইনালের আবহকে ছাপিয়ে স্টোকহোমের ফ্রেন্ডস এ্যারানা স্টেডিয়ামে ইংলিশ সমর্থকরা এই ঘটনায় ছিলেন মর্মাহত। গোটা স্টেডিয়াম জুড়ে ‘ম্যানচেস্টার’ ও ‘আমরা কখনই মরব না’ এই ব্যানারগুলো ছিল যেন তারই মূর্ত প্রতীক। দুই তারকা জ¬াতান ইব্রাহিমোভিচ ও ওয়েন রুনি (রুনি শেষ দুই মিনিট খেলেন) না থাকলেও শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামে ম্যানইউ। ইউনাইটেডের শক্তিশালী লাইনআপের বিপরীতে আয়াক্স ইউরোপা ফাইনালের ইতিহাসে সবচেয়ে তরুণ দল নিয়ে মাঠে নামে। সেমিফাইনালের প্রথম লেগে এই দল নিয়ে অলিম্পিক লিওনেসের বিরুদ্ধে ৪-১ গোলে জয় তুলে নেয়ায় এর ওপরই আস্থা রেখেছিলেন কোচ পিটার বোজ। কিন্তু মারোইন ফেলাইনি, এ্যান্ডার হেরেরা, রাশফোর্ডদের অভিজ্ঞতার সামনে আয়াক্স পেরে ওঠেনি। মধ্যমাঠের পুরো নিয়ন্ত্রণই ছিল ইউনাইটেডের কাছে। অবশ্য ম্যাচে গোলের প্রথম ভাল সুযোগ পায় আয়াক্সই। ১৫ মিনিটে ম্যানইউয়ের ডি বক্সের বামপ্রান্ত থেকে আমেন ইউনেস আড়আড়ি একটি থ্রু পাঠান। ফাঁকায় দাঁড়িয়ে থাকা বারট্রান্ড টারোরেকে তা খুঁজে নেয়। বুরকিনা ফাসোর ফুটবলার জোরালো শট নেন। কিন্তু সোজাসুজি গোলরক্ষক সার্জিও রোমেরোর হাতে গিয়ে আটকা পড়ে। এর তিন মিনিট বাদে ম্যানইউকে এগিয়ে দেন পল পোগবা। ফেলাইনির কাছ থেকে বল পেয়ে দূরপাল্লার শটে গোল আদায় করেন ফরাসী মিডফিল্ডার। এতে অবশ্য ভাগ্যের কিছুটা ছোঁয়া আছে। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের গায়ে বল লাগলে তা গতিপথ বদল করে। এতে বিভ্রান্ত হন গোলকিপার আর ১-০ গোলে পিছিয়ে পড়ে আয়াক্স। ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারত। তবে ভ্যালেন্সিয়াকে বঞ্চিত করেন আয়াক্সের গোলকিপার। বিরতি থেকে ফিরে স্কোরলাইন ২-০ করেন হেনরিখ মাখাটারিয়ান। ৪৮ মিনিটে ক্রিস স্মলিংয়ের নেয়া হেডারে আলতো পুশ ইন করে দলকে মৌসুমের দ্বিতীয় শিরোপার পথে আরেকটু এগিয়ে নেন এই আর্মেনিয়ান ফুটবলার। খেলার একেবারে শেষ মুহূর্তে একটা গোল ফিরিয়ে দেয়ার সুযোগ পেয়েছিল ডেভিড নেরেস। কিন্তু ব্রাজিলিয়ান ফুটবলার অল্পের জন্য ভাগ্যাহত হন। ভাগ্যাহত হতে হয়েছে তার দলকেও। তাই শিরোপা জয়ের শেষ ধাপে গিয়ে হতাশ হতে হলো তাদের। ইংলিশ প্রিমিয়ার লীগে এবার ষষ্ঠ স্থানে থেকে মৌসুম শেষ করেছে ম্যানইউ। দ্বিতীয় সুযোগে ওল্ডট্র্যাফোর্ডের দলটিকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগে নিতে পেরে তাই দারুণ খুশি কোচ মরিনহো। দায়িত্ব নিয়ে লীগ কাপ ও কমিউনিটি শিল্ড জয়ের পর ইউরোপাও জেতালেন পর্তুগীজ স্পেশাল ওয়ান। এখন আগামী মৌসুম আরও ভাল করার লক্ষ্যের কথা জানিয়েছেন তারকা এই কোচ। ফাইনালে হারলেও আয়াক্স কোচ পিটার বোজ তার শিষ্যদের নিয়ে গর্ব প্রকাশ করেছেন। তিনি ছেলেদের পারফর্মেন্সের উচ্ছ্বসিত প্রশংসা করেন।
×