ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘চ্যাম্পিয়ন জুভেন্টাস, ব্যালন ডি’অর বুফনের’

প্রকাশিত: ০৬:২৪, ২৫ মে ২০১৭

‘চ্যাম্পিয়ন জুভেন্টাস, ব্যালন ডি’অর বুফনের’

স্পোর্টস রিপোর্টার ॥ ৩৯ বছর বয়সেও দুর্দান্ত ফর্মে আছেন জিয়ানলুইজি বুফন। জাতীয় দল ইতালি ও ক্লাব জুভেন্টাসের হয়ে চোখ ধাঁধানো পারফর্মেন্স প্রদর্শন করছেন। তবে বর্তমানে জুভেন্টাসের হয়ে আছেন দারুণ ফর্মে। ইতোমধ্যে জিতেছেন ইতালিয়ান কাপ ও ইতালিয়ান সিরি’এ। চ্যাম্পিয়ন্স লীগেরও ফাইনালে উঠেছে তার দল। ৩ জুন ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারাতে পারলেই আবার ইউরোপ সেরা হবে জুভরা। গোলপোস্টে বুফনের দুর্দান্ত পারফর্মেন্স ও দারুণ অধিনায়কত্বের কারণেই জুভেন্টাসের এমন সাফল্য বলে মনে করছেন অনেকে। বুফনের চেয়ে কম বয়সেও অনেকে বুটজোড়া তুলে রেখেছেন। অথচ কি দুর্দান্ত ভঙ্গিতে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। এবারের মৌসুমের চোখ ধাঁধানো পারফর্মেন্সের কারণে অনেকেই মনে করছেন এবার ব্যালন ডি’অর বুফনেরই প্রাপ্য। বার্সিলোনার তারকা ডিফেন্ডার জেরার্ড পিকে এমন বলেছেন। এর আগে একই কথা বলেছিলেন এ্যাটলেটিকো মাদ্রিদের ফরাসী ফরোয়ার্ড এ্যান্টোনিও গ্রিজম্যান। দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে অনেক শিরোপা জিতেছেন বুফন। কিন্তু কখনই জেতা হয়নি চ্যাম্পিয়ন্স লীগ। সময়ের অন্যতম সেরা গোলরক্ষকের এবার সে অপেক্ষা ঘুচবে বলে মনে করছেন পিকে। বার্সিলোনার এই ডিফেন্ডারের বিশ্বাস, ক্যারিয়ারের শেষ ধাপে এসে এবার বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও জিতবেন জুভেন্টাস গোলরক্ষক। আর চ্যাম্পিয়ন্স লীগ জিতবে তার দল। কার্ডিফে ফাইনালে রিয়ালকে হারাতে পারলেই ‘ট্রেবল’ পূর্ণ হবে জুভেন্টাসের। পিকে বলেন, এ বছর মেসি (ইউরোপের শীর্ষ পাঁচ লীগের) সেরা গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতবে। আবারও বর্ষসেরার পুরস্কার পাওয়ার যোগ্য। তবে আপনি যদি শিরোপার দিকে তাকান তাহলে বুফন সিরি’এ, ইতালিয়ান কাপ জিতেছে। চ্যাম্পিয়ন্স লীগও জিততে পারে। সে তার ক্যারিয়ারের জন্য এবং এই মৌসুমের জন্য এটা পাওয়ার যোগ্য। ১৯৯৫ সালে পার্মার হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা বুফন ২০০১ সালে জুভেন্টাসে যোগ দেন। এরপর থেকে এ পর্যন্ত ক্লাবটির হয়ে আটটি সিরি’এ, পাঁচটি ইতালিয়ান সুপার কাপ ও তিনটি ইতালিয়ান কাপ জিতেছেন তিনি। ২০০৬ সালে ইতালির বিশ্বকাপ জয়েও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। গেল নয় বছর ব্যালন ডি’অর জিতে চলেছেন লিওনেল মেসি, নয়তো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাই ব্যালন ডি’অরের ট্রফি সীমাবদ্ধ আছে মেসি বা রোনাল্ডোর মধ্যেই। তবে চলমান মৌসুমের ব্যালন ডি’অর বুফনকে দেয়া উচিত বলে মনে করেন গ্রিজম্যান। ফরাসী তারকা বলেন, দুর্দান্ত পারফর্মেন্স দিয়েই জুভেন্টাসকে ফাইনালে তুলেছেন বুফন। সবার চেয়ে এই মৌসুমে বুফনের পারফর্মেন্স ছিল ভিন্ন রকম। তাই বুফনের হাতেই এবারের ব্যালন ডি’অর তুলে দেয়া উচিত। চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল জুভেন্টাস জিতবে বলেও মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে বলেন, রিয়ালকে হারিয়ে শিরোপা জিতবে জুভেন্টাস। যোগ্য দল হিসেবেই সেরার মুকুট পরবে তারা।
×