ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঘোষণার দিনই বিক্রি হলো ইসলামী ব্যাংকের ২৭৪ কোটি টাকার শেয়ার

প্রকাশিত: ০৫:৫২, ২৪ মে ২০১৭

ঘোষণার দিনই বিক্রি হলো ইসলামী ব্যাংকের ২৭৪ কোটি টাকার শেয়ার

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঘোষণার দিনই বিক্রি হয়ে গেল ইসলামিক ডেভেলপমেন্টের (আইডিবি) হাতে থাকা ইসলামী ব্যাংকের শেয়ার। মঙ্গলবার চট্টগ্রাম স্টক একচেঞ্জের মাধ্যমে আইডিবির শেয়ার বিক্রি সম্পন্ন হয়েছে। দিনটিতে সেখানে ইসলামী ব্যাংকের ২৭৪ কোটি ৬৪ লাখ টাকার মোট ৮ কোটি ৭২ লাখ শেয়ার হস্তান্তর হয়েছে। দেশের বৃহৎ একটি শিল্প গোষ্ঠী আইডিবির হাতে থাকা শেয়ার কিনেছে বলে সিএসই সূত্রে জানা গেছে। ব্যাংকের প্রতিটি শেয়ার ৩২.৫০ টাকায় কিনেছে প্রতিষ্ঠানটি। এর আগে সরকারকে চিঠি দিয়ে আইডিবির হাতে থাকা ইসলামী ব্যাংকের ১২ কোটি শেয়ারের মধ্যে ৮ কোটি ৬৯ লাখের বেশি শেয়ার বেচে দেয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি) তাদের শেয়ার বিক্রির আবেদন অনুমোদন করে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এই ঘোষণা দেয়ার দিনই শেয়ার বিক্রি সম্পন্ন হয়েছে। জানা যায়, সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ারের প্রায় সব শেয়ার ছাড়ার পর এবার ইসলামী ব্যাংকের শেয়ার ছেড়ে দেয়ার ঘোষণা প্রকাশ করল আইডিবি। ইসলামী ব্যাংকে আইডিবির ১২ কোটি ৭ লাখ ৮৮ হাজার ৫৮৫টি শেয়ার রয়েছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩৯১ কোটি টাকা। এর মধ্যে ৭২ ভাগ তথা ৮ কোটি ৬৯ লাখ ৩৯ হাজার ৯৬০টি শেয়ার অর্থাৎ প্রায় ২৮১ কোটি টাকার শেয়ার ছেড়ে দিচ্ছে জেদ্দাভিত্তিক এ ব্যাংকটি। যা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করা হবে। তবে একটি পরিচালক পদ ধরে রাখতে ন্যূনতম ২ শতাংশ শেয়ার রাখছে আইডিবি। এর আগে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার তার শেয়ারের সিংহভাগ ছেড়ে দেন। ব্যাংকে তার ৪২ লাখ ২৬ হাজার ৩৩২টি শেয়ার ছিল। এর মধ্যে বাজার দরে ৪০ লাখ শেয়ার বিক্রি করেন তিনি। প্রাপ্ত তথ্য মতে, ইসলামী ব্যাংকের বিদেশী শেয়ারহোল্ডারদের ধারণকৃত ৫২ শতাংশ শেয়ারের মধ্যে আইডিবি এককভাবে সাড়ে ৭ শতাংশ শেয়ার ধরে রেখে ছিল। নিয়মানুসারে কোন ব্যাংকে পরিচালক পদ রাখতে ন্যূনতম ২ শতাংশ শেয়ার থাকতে হয়। এমতাবস্থায় আইডিবি একজন পরিচালকের প্রয়োজনীয় শেয়ার রেখে বাকি অংশ বাজার মূল্যে বিক্রি করে দিচ্ছে। এদিকে মঙ্গলবারে এক্সেল ডাইং এবং প্রিন্টিং লিমিটেড নামের ব্যাংকটির আরও এক উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ৩ কোটি ২০ লাখ ৩৮ হাজার ৮১৪টি শেয়ার ব্লক বা পাবলিক মার্কেটে কেনার ঘোষণা দিয়েছেন। এদিকে আইডিবির শেয়ার হস্তান্তরে দিনে ডিএসইতে ব্যাংকটির ডিএসইতে দর বেড়েছে ১ টাকা ৬০ পয়সা। আগের দিনের তুলনায় সেখানে দর বেড়েছে ৫.১৩ শতাংশ। সারাদিনে ব্যাংকটির সেখানে মোট ৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। দিনশেষে সিএসইর সমাপনী মূল্য ছিল ৩২.৭০ টাকা।
×