ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

৬৩ ভাগ সাধারণ বীমার মুনাফা বেড়েছে

প্রকাশিত: ০৪:২৩, ২৩ মে ২০১৭

৬৩ ভাগ সাধারণ বীমার মুনাফা বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রথম প্রান্তিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬৩.৩৩ ভাগ সাধারণ বীমা কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৫টি সাধারণ বীমা কোম্পানি থেকে ৩০টি কোম্পানি এরই মধ্যে তাদের জানুয়ারি-মার্চ প্রান্তিকের অনিরীক্ষিত ফলাফল প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, ১৯টি কোম্পানির ইপিএস আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে, কমেছে ১০টির এবং অপরিবর্তিত ছিল একটি কোম্পানির ইপিএস। ইপিএস বেড়েছে যেসব কোম্পানির ॥ প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ সময়ে রূপালী ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৬৫ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৬৩ পয়সা। এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদপ্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ২৫ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ২৩ টাকা ২৬ পয়সা। গত প্রান্তিকে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ইপিএস দাঁড়িয়েছে ৪৯ পয়সা, যা আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪১ পয়সা। এ সময় কোম্পানিটির এনওসিএফপিএস দাঁড়িয়েছে ২৬ পয়সা ও এনএভি হয়েছে ১৬ টাকা ৯ পয়সা। এশিয়া ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানিটির আয় ৮৫ শতাংশ বেড়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এ কোম্পানির ইপিএস হয়েছে ৬১ পয়সা, যা এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩৩ পয়সা। প্রথম প্রান্তিকে কর্ণফুলী ইন্স্যুরেন্সের শেয়ার ইপিএস হয়েছে ৩৮ পয়সা, এনওসিএফপিএস ১৬ পয়সা এবং এনএভিপিএস হয়েছে ১৯ টাকা ৮৮ পয়সা। আগের বছরে একই সময়ে ইপিএস ছিল ৩৬ পয়সা, এনওসিএফপিএস ছিল ২ পয়সা এবং এনএভিপিএস ছিল ১৮ টাকা ২৩ পয়সা। নিটল ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৬২ পয়সা, যা এর আগের বছর একই সময়ে ছিল ৫৮ পয়সা। অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারের চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৫১ পয়সা, যা এর আগের বছর ছিল ৩১ পয়সা। এদিকে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ৩০০ শতাংশ। এ সময় কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৮০ পয়সা, যা এর আগের বছর একই সময়ে ছিল ২০ পয়সা। প্রথম প্রান্তিকে ইসলামী ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৩৯ পয়সা, যা আগের বছরে একই সময়ে ছিল ৩৪ পয়সা। ইউনাইটেড ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এ কোম্পানির ইপিএস হয়েছে ৭৫ পয়সা, গত বছর একই সময়ে যা ছিল ৬৩ পয়সা। সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৬৭ পয়সা, যা আগের বছরে একই সময়ে ৬৪ পয়সা। রিপাবলিক ইন্স্যুরেন্সের প্রান্তিক ইপিএস হয়েছে ৫৫ পয়সা, এক বছর আগে যা ছিল ৪৮ পয়সা। প্রথম প্রান্তিকে মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৬৭ পয়সা, গত বছরের একই সময়ে যা ছিল ৫৬ পয়সা। বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৮৯ পয়সা, এক বছর আগে যা ছিল ৮৩ পয়সা। প্রথম প্রান্তিকে ঢাকা ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৩৬ পয়সা, যা আগের বছরে একই সময়ে ছিল ৩৫ পয়সা। তাকাফুল ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৫০ পয়সা, যা এর আগের বছর একই সময়ে ছিল ৩০ পয়সা। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ইপিএস বেড়েছে ১৪৫ দশমিক ১৬ শতাংশ। এ সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৬ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৩১ পয়সা। এদিকে প্রথম প্রান্তিকে পিপলস ইন্স্যুরেন্স ইপিএস দাঁড়িয়েছে ৫৮ পয়সায়, গত বছর একই সময়ে যা ছিল ৩৭ পয়সা। প্রগতি ইন্স্যুরেন্সের ইপিএস দাঁড়িয়েছে ৬১ পয়সায়, যা এর আগের বছর একই সময়ে ছিল ৪৫ পয়সা। প্রথম প্রান্তিকে সোনার বাংলা ইন্স্যুরেন্সের ইপিএস দাঁড়িয়েছে ৪৯ পয়সায়, যা এর আগের বছর একই সময়ে ছিল ৩৯ পয়সা। যেসব কোম্পানির ইপিএস কমেছে ॥ ফিনিক্স ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তাদের ইপিএস হয়েছে ৬১ পয়সা, যা এর আগের বছর একই সময়ে ছিল ৬৯ পয়সা। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৬১ পয়সা, এর আগের বছর একই সময়ে যা ছিল ৭০ পয়সা। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির ইপিএস হয়েছে ৪৪ পয়সা, যা এর আগের বছর একই সময়ে ছিল ৬০ পয়সা। প্রথম প্রান্তিকে গ্লোবাল ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৪৫ পয়সা, যা এর আগের বছর একই সময়ে ছিল ৬০ পয়সা। ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানির ইপিএস দাঁড়িয়েছে ৭২ পয়সা, যা এর আগের বছর একই সময়ে ছিল ৮৩ পয়সা। এদিকে প্রথম প্রান্তিকে অগ্রণী ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৪৫ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৪৯ পয়সা। এর বাইরে ফেডারেল ইন্স্যুরেন্স, পাইওনিয়ার, প্রভাতি ও জনতা ইন্স্যুরেন্সেরও ইপিএস কমেছে। এদিকে প্রথম প্রান্তিকে অপরিবর্তিত আছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ইপিএস। অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে উভয় বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ইপিএস ১৯ পয়সা।
×