ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আর্জেন্টিনার বিপক্ষে নেইমারবিহীন ব্রাজিল

প্রকাশিত: ০৬:০২, ২১ মে ২০১৭

আর্জেন্টিনার বিপক্ষে নেইমারবিহীন ব্রাজিল

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী মাসেই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। সেই ম্যাচের জন্যই শুক্রবার দল ঘোষণা করেছেন সেলেসাওদের কোচ তিতে। তবে মেসি-হিগুয়েইনদের বিপক্ষে দলে রাখা হয়নি নেইমারকে। ২০১৩ সালের পর এই প্রথম নেইমারকে ছাড়াই দল ঘোষণা করল সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শৈল্পিক ফুটবলের দেশ ব্রাজিল। বর্তমানে ব্রাজিলিয়ান ফুটবলের সেরা বিজ্ঞাপন নেইমার। এই মুহূর্তে স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনার হয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। চলতি মৌসুম শেষ হওয়ার দুইমাস যেতে না যেতেই আগামী আগস্টে আবার নতুন মৌসুমে খেলতে নামবেন। যে কারণেই দলের সেরা তারকাকে বিশ্রাম রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিতে। এছাড়া ব্রাজিলের বৈশ্বিক ট্যুরের অংশও হবেন না সাবেক সান্তোসের এই প্রতিভাবান স্ট্রাইকার। তবে দলে ফিরেছেন ডেভিড লুইজ। প্রায় এক বছর বাইরে থাকার পর আবারও ব্রাজিল জাতীয় দলে ফিরেছেন চেলসির এই ডিফেন্ডার। অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠেয় সুপার ক্লাসিকো ম্যাচের জন্য নতুন মুখ হিসেবে ভ্যালেন্সিয়ার গোলরক্ষক দিয়েগো আলভেজকেও দলে রেখেছেন কোচ তিতে। এছাড়া নিয়মিত খেলোয়াড় মার্কুইনহোস, মার্সেলো এবং দানি আলভেজের অনুপস্থিতিতে মোনাকোর ডিফেন্ডার জেমারসন, জুভেন্টাস ল্যাফটব্যাক এ্যালেক্স স্যান্দ্রো এবং বেয়ার্ন মিউনিখের তারকা ফুটবলার রাফিনহাকে দলে ডেকেছে সেলেসাওরা। তবে ইনজুরির কারণে ব্রাজিল দলে জায়গা মিলেনি মিরান্দার। তার জায়গায় স্কোয়াডে জায়গা পেয়েছেন ফ্রেঞ্চ লীগ ওয়ানের দল প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) তারকা ফুটবলার থিয়াগো সিলভা। দুর্দান্ত ফর্মে থাকা রিয়াল মাদ্রিদের ক্যাসেমিরোর জায়গায় মিডফিল্ডে ফার্নান্দিনহোকে বেছে নেন তিতে। আগামী ৯ জুন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বিশ্ব ফুটবলের সেরা দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা। সেই ম্যাচের চারদিন পর একই ভেন্যুতে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তিতের দল। যারা ইতোমধ্যেই প্রথম দল হিসেবে সবার আগে ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে ফেলেছে। ব্রাজিল স্কোয়াড গোলরক্ষক ॥ দিয়েগো আলভেস, ওয়েভারটন, এডারসন। ডিফেন্ডার ॥ ডেভিড লুইজ, গিল, জেমারসন, রদ্রিগো কাইয়ো, থিয়াগো সিলভা, এ্যালেক্স সান্দ্রো, ফাগনার, ফিলিপ লুইস, রাফিনহা। মিডফিল্ডার ॥ ফার্নান্দিনহো, গিউলিয়ানো, লুকাস লিমা, পলিনহো, ফিলিপ কুটিনহো, রেনাটো অগাস্তো, রদ্রিগুইনহো, উইলিয়ান। স্ট্রাইকার ॥ দিয়েগো সুজা, ডগলাস কস্তা, গ্যাব্রিয়েল জিসুস, থাইসন।
×